
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। তারা বড় হয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। ছোট থেকে একটি শিশুকে যেভাবে গড়ে তোলা যায় শিশুটি সেভাবে গড়ে ওঠে। ছোট থেকে তার মধ্যে নৈতিক এবং সামাজিক গুণাবলী তৈরি করতে হয়। আর এই কাজটি একমাত্র বাবা–মা‘ই করতে পারে । বাবা–মা ই পারে সন্তানটিকে আদর্শ হিসেবে গড়ে তুলতে।
তাই যখন ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করে তখন থেকেই তাঁর প্রতি যত্ন নিতে হয়। আর তখন তাকে একটি সুন্দর অর্থসহ নাম ও দিতে হয়।তার জীবনে এই নামটি অনেক বড় প্রভাব ফেলবে। সে যত বড় হতে থাকবে নাম দেই তার পরিচিতি বাড়তে থাকবে। আপনার আদরের সন্তান থেকে অবশ্যই আপনার পছন্দের অক্ষর দিয়ে নাম রাখতে চাইবেন। পরিবারের সবাই আত্মীয়–স্বজন প্রতিবেশীরা সবাই চাইবে আপনার বাচ্চাটি যেন শুনতে চরিত্রের একটি বাচ্চা হয়। আসছে ফুটফুটে সোনামনিরা একটি অর্থসহ নাম রাখা হোক এটাই বাবা–মা চাইবে।
তার নামটি যেমন সুন্দর হবে সেই সাথে তার চরিত্রটি হবে আদর্শের। মনটা হবে বিশাল এবং পরিবেশ সমাজ সব কিছুই মানিয়ে চলতে পারবে আপনার ছোট্ট শিশুটি। তাই ছোট থেকে বাচ্চাটির দিকে নজর রাখতে হবে এবং তাপমাত্রার মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা পালন করতে হবে।
ছোট তে যখন শিশুটির সুন্দর একটি নাম রাখা হবে তখন থেকেই তার দায়িত্বটি বাবা–মা পালন করতে থাকবে। চ অক্ষর যদি হয় বাবা–মায়ের পছন্দের তাহলে নিজে যে নামটি নিয়ে আসুক না কেন বাবা–মা চ অক্ষর দিয়েই সন্তানের নাম রাখার চেষ্টা করবেন।
জ দিয়ে ইসলামিক নাম
শুধু একটি সুন্দর নাম রাখলেই হবে না সে নামটির সুন্দর অর্থ থাকা লাগবে বটে। অর্থটা যদি সুন্দর হয় তাহলে সে নামটি ডেকেও সবাই ভালো বলবে। সে নামের সুন্দর অর্থ তার মধ্যেই শিশুটির ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই কামনায় সবাই করবে। শিশুটির নাম কি হতে হবে সহজ সরল এবং অভিনব স্টাইলিশ একটি নাম। সব শিশুদের মধ্যে আপনি শিশুটির নাম টি হবে সব চেয়ে আলাদা এবং অভিনব।
তাই আমরা আপনাদের পছন্দের অক্ষর চ দিয়ে অনেকগুলো নাম দিয়েছে আমাদের ওয়েবসাইটে।আপনি আপনার ছোট্ট সোনামণিদের জন্য আপনার পছন্দের নামটি নির্বাচন করতে পারেন যে নামটি ধরে আপনি তাকে সারা জীবন রাখতে পারবেন।ছোট থেকে আপনার পছন্দের মূল্য দিতে শিখবে আপনার সন্তানটি যদি‘ তার একটি সুন্দর নাম হয়।
Leave a Reply