যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটির গীতিকার কে

যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটির গীতিকার কে

“যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটির গীতিকার কে?

আমাদের ওয়েবসাইটে প্রতিদিনের মতো আজকেও প্রকাশ করেছি কুইজের উত্তর। দীর্ঘ ১০০ দিন যাবৎ আপনাদের সুবিধার্থে আমরা উত্তর দিয়ে আসছি, আজকে কুইজের শেষ দিন। কুইজের উত্তরের অপেক্ষায় আছেন অনেকেই,যারা ইতোমধ্যেই উইনার হয়েছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা এখনো উইনার হননি তাদের জন্য শুভকামনা।
 
আজকের কন্টেন্টটি একটু ভিন্নধর্মী হবে, আজকের কন্টেন্টে কুইজের প্রশ্ন ও উত্তরের সাথে এই ওয়েবসাইটের মালিকের সম্পর্কে আলোচনা করা হবে। আপনাদের মাঝে কুইজের উত্তরের আগে কন্টেন্ট লিখার কাজটি আমি করলেও ওয়েবসাইটটি আমার সবচেয়ে প্রিয় ও কাছের মানুষ শাহরিয়ার হোসেনের (আমার নামটি অজানা থাকাই ভালো)।
 
শাহরিয়ার হোসেন যাকে আমি চোখে হারায় মানুষটি একটু ঘাড়ত্যাড়া হলেও অনেক বুদ্ধিমান। সারাদিন আউটসোর্সিং নিয়েই ব্যস্ত থাকে, তার মাঝে মাঝে আমাকে সময় দেয়। আমার বিশ্বাস,উনি লাইফে অনেক বড় হবে কারণ তার মধ্যে আমি ডোন্ট কেয়ার ভাব দেখেছি।
 
কোনো মানুষের কথা পাত্তা না দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকে। বর্তমানে তিনি ফ্রিল্যান্সিং জগতে একজন সফল ফ্রিল্যান্সার। ভবিষ্যতে তিনি অনেক বড় মাপের ফ্রিল্যান্সার এবং একজন সফল মানুষ হবে বলে তার কাছের মানুষজন আশা করেন। মাঝেমধ্যে ফেসবুকে তিনি হাস্যকর পোস্ট করেন মানুষকে হাসানোর জন্য।
 
প্রকৃতপক্ষে সারাদিন তিনি কাজের মধ্যে থাকেন এবং বিকেলে ২-১ ঘন্টার জন্য ঘুরতে যান সেই টাইমে আমাকে ও গ্রুপে ২-১ টা মেসেজ দেওয়ার তিনি অনলাইনে আসেন। তাছাড়া এসময়টুকুতে তিনি অফলাইনেই থাকেন। ফেসবুকে তার আজেবাজে পোস্টের ফাকে ফাকে অত্যন্ত বুদ্ধিবৃত্তিক পোস্ট ও করেন।
 
আমি অধ্যবসায়ী এবং সারাদিন একটা নিয়মের মধ্যে থাকার চেষ্টা করি। তবে আমার থেকেও বেশি টাইম মেইন্টেইন করে চলেন তিনি। বর্তমানে তার ১০ এর অধিক ওয়েবসাইট রয়েছে। তিনি মূলত গ্রামে থাকেন এবং বড়াল এলাকাতে থাকেন। প্রচন্ড নেটওয়ার্ক সমস্যা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান এবং আপনাদের উত্তর সাপ্লাই দিয়ে থাকেন।
 
যাই হোক, এবারে জেনে নেওয়া যাক আজকের কুইজের প্রশ্ন ও উত্তর। প্রশ্ন ও উত্তর ছবিসহ বিস্তারিত দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করে জেনে নিন আজকের কুইজের প্রশ্ন ও উত্তর।

মনে রাখবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা,উইনার হওয়া বড় কথা নয়। বেশি জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুগণ, বেশি পকপক না করে কাজের কথায় আসা যাক। আজকের কুইজের প্রশ্ন ও উত্তর ছবিসহ বিস্তারিত দেওয়া হয়েছে নিচের লিঙ্কে, ক্লিক করুন এবং জেনে নিন আপনার কুইজের আজকের উত্তর।

আজকের প্রশ্নের উত্তর জানতে এখানে ক্লিক করুন

কুইজের উত্তর দেওয়ার পাশাপাশি প্রতিদিন বিজেতাদের নাম ও আমাদের ওয়েবসাইটে ছবিসহ বিস্তারিত দেওয়া হয়, প্রতিদিন হাজার হাজার প্রতিযোগী আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে উত্তর নিয়ে উইনার পর্যন্ত হয়ে গেছেন। আমাদের ওয়েবসাইটে উত্তর সাপ্লাই করেন একটি দক্ষ কমিটি।
তথ্য-প্রমাণসহ আজকের প্রশ্নের উত্তর জানতে এখানে ক্লিক করুন

কমিটির সদস্যবৃন্দ সবাই উচ্চতর ডিগ্রিসম্পন্ন এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তারা প্রচুর পড়াশোনা করে এবং সময়মতো আমাদের ওয়েবসাইটে উত্তর সাপ্লাই দেন যার কারণে সবার আগে আপনাদের মাঝে আমরা কুইজের উত্তর নিয়ে হাজির হতে পারি।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আয়োজিত এই বিশাল কুইজ প্রতিযোগিতায় প্রতিদিন লাখো লাখো প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং প্রতিদিন ১০০ জনকে পুরস্কৃত করা হয়। সঠিক উত্তর দিলে আপনিও হয়ে যেতে পারেন লাকি ১০০ জনের মধ্যে একজন আর জিতে নিতে পারেন ল্যাপটপ, স্মার্টফোন এবং মোবাইল ডাটাসহ আকর্ষণীয় সব পুরস্কার।

আজকের প্রশ্নের সঠিক উত্তর:

হাসান মতিউর রহমান

উত্তরের স্ক্রিনশট সংযুক্ত:

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*