প্রত্যেকটা মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন হলো তার জন্মদিন। কারণ জন্মদিনেই প্রতিটা মানুষ পৃথিবীতে আসে। আর নতুন একজন মানুষের পৃথিবীতে আসাতে সবচেয়ে বেশি খুশি হয় তার বাবা-মা। বিশেষত মা সন্তানকে জন্ম দেওয়ার জন্য অনেক কষ্ট করে। দশ দশটা মাস তাকে পেটে রাখে অসহ্য যন্ত্রণা সহ্য করে। আবার সন্তান জন্মদানের সময় মাকে সহ্য করণে হয় প্রচুর ব্যাথা।
সন্তান জন্মদানে যেরকম যন্ত্রণা সহ্য করতে হয়, পৃথিবীর কোন কাজে এরকম কষ্ট হয় না। কিন্তু মুহূর্তের মধ্যেই মা তার সেই কষ্ট ভূলে যায় সন্তানের মুখটা দেখার সাথে সাথে। তাই জন্মদিন যেমন একটি বাচ্চার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তেমনিভাবে বাবা-মায়ের কাছেও সন্তানের জন্মদিনের গুরুত্ব অপরিসীম।
অনেক সময় দেখা যায় অনেকে জন্মদিন নিয়ে বিভিন্ন কথা খুঁজে থাকে। আপনি কি জন্মদিন নিয়ে বিভিন্ন তথ্য খুঁজছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্যই। কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে জন্মদিন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে। আশা করি এ পোস্টের মাধ্যমে আপনি আপনার জন্মদিনের জন্য পছন্দমতো কথা পেয়ে যাবেন বলে আশা করছি।
একজন মানুষের জীবনে যতগুলো বিশেষ বিশেষ দিন আছে তার মধ্যে জন্মদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে মানুষ বিভিন্ন উৎসবের আয়োজন করে। নিজের জন্মদিন পালন করার জন্য অনেকে ব্যস্ত হয়ে পড়ে। এই দিনে অনেক মানুষ তাকে শুভেচ্ছা জানায়। তার শুভাকাঙ্ক্ষীরা তার জন্য মঙ্গল কামনা করে। নিজের জন্মদিনটা সবাই আসলে একটু বিশেষভাবে কাটাতে চাই৷
আবার অনেকেই প্রিয় মানুষদের জন্মদিনে বিভিন্ন রকম উপহার দেয়। তাকে বিভিন্ন সারপ্রাইজ দিয়ে অবাক করে দেয়। আবার দেখা যায় জন্মদিনকে কেন্দ্র করে অনেকেই পছন্দের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। অনেকে বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যায়, আনন্দ করে। আবার অনেকেই পরিবারের সাথে পছন্দের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। পরিবারের কোন সদস্যদের জন্মদিনকে কেন্দ্র করে পুরো পরিবারই আনন্দ মেতে উঠে। যে মানুষটার জন্মদিন, তার পছন্দ মতো বিভিন্ন রকম খাবার তৈরি করা হয়।
আসলে জন্মদিন মানে শুধু যে আনন্দ তা নয়। জন্মদিন মানে অনেকে মনে করে আনন্দের সাথে সাথে কিছুটা দুঃখের ব্যাপার। আরো একটি বছর নিজের বয়সটা বেড়ে যাওয়া। জীবন থেকে একটি বছর কমে যাওয়া। মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে যাওয়া। এ ব্যাপারটি অনেককে ভাবিয়ে তুলে। এজন্য অনেকেই জন্মদিন উদযাপনে ব্যস্ত থাকে না। জন্মদিন পালন করতে চায় না।
জন্মদিন আমাদের জীবনে মূলত বিশেষ একটি দিনকে স্মরণ করিয়ে দেয়। মানুষ যেই দিনে জন্ম গ্রহণ করে সেই দিনটিকে স্মরণীয় বরণীয় করে রাখতে নানানভাবে আয়োজনের চেষ্টা করে। বিশেষত, সবাই একত্রে মিলে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপিত করে। থাকে বাহারি উপহার এবং খাবারের সমাহার। জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন জনের মধ্যে থাকে বিভিন্ন স্বাগত বার্তা। ঐসব বার্তাগুলোর মাঝে কামনা করা হয় জন্মদিনের মানুষটির জন্য মঙ্গল এবং প্রার্থনা। জল্পনাকল্পনার মাঝেও বিভিন্নজন দিয়েছেন নানান উক্তি। যার মধ্যে অনেকের বার্তা স্থান পেয়েছে জন্মদিনের সেরা উক্তি হিসেবে।
তবে জন্মদিনে শুধুমাত্র নিজের কথা ভাবলেই হবে না। নিজেকে নিয়ে ব্স্ত থাকলেই হবে না। নিজেকে সময় দেওয়ার পাশাশাশি যেই মানুষ দুইটির জন্য আজ আপনি এই পৃথিবীতে আগমণ করেছেন, তাদের সাথেও সময় কাটানো উচিত। সন্তান হিসেবে জন্মদিনের দিনটা যেমন আপনার কাছে একটি বিশেষ দিন। ঠিক তেমনিভাবে এই দিনটাতেই আপনার বাবা-মাও আপনাকে সৃষ্টিকর্তার কাছে থেকে উপহার হিসেবে পেয়েছে।
তাই তাদের কাছেও এই দিনটা বিশেষ একটি দিন। আপনার জন্মদিনের খুশিতে তাই আপনার বাবা-মা কেও বিভিন্ন সময় বিভিন্ন রকম উপহার দিতে পারেন। এতে করে তারাও অনেক বেশি খুশি হবে। আর বাবা-মা খুশি মানেই সন্তানও খুশি। প্রত্যেকের জন্মদিনই হয়ে উঠুক অনেক অনেক আনন্দময় এই কামনায় শেষ করছি আজকের পোস্টটি।
Leave a Reply