
আপনারা যারা যৌতুক ও নারী নির্যাতন মামলা সম্পর্কিত তথ্য জানতে চান তারা এই পোষ্টের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। আমাদের সমাজে যৌতুকের কারণে যে সকল নারীরা নির্যাতনের শিকার হন তারা যদি এই নির্যাতনের বিচার পেতে চান তাহলে আপনাদের স্থানীয় থানায় গিয়ে মামলা করতে পারেন। তবে কিভাবে মামলা করতে হবে এবং মামলার পরবর্তী ধাপগুলো কি রয়েছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা যদি এই প্রশ্নের মাধ্যমে জেনে নিতে চান তাহলে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।
তাছাড়া স্থানীয় থানায় যদি মামলা গ্রহণ না করে তাহলে কি করতে হবে সে বিষয়েও জেনে নিন। প্রধানত নারী নির্যাতনের বিষয়ে যে সকল ধারা রয়েছে সেই ধারার মধ্যে যৌতুকের মাধ্যমে নির্যাতন হলো একটি অন্যতম ধারা। অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রী যৌতুকের কারণে নির্যাতিত হলে সে বিষয়ে তিনি এই মামলা থানায় গিয়ে দায়ের করতে পারবেন। আমাদের সমাজে নারীরা যে সকল কারণে নির্যাতনের শিকার হয়ে থাকেন সে সকল সংক্রান্ত একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং এই ধারা অনুসারে সেটি যদি অপরাধ বলে গণ্য হয় তাহলে আপনি থানায় গিয়ে মামলা করে এর প্রতিকার পেতে পারবেন।
তবে সমাজে নারীরা অধিক পরিমাণ সুযোগ গ্রহণ করার জন্য অনেক সময় যৌতুকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তবে এই ক্ষেত্রে নারী নির্যাতনের মামলা কেউ যদি মিথ্যা করে সুযোগ গ্রহণ করতে চাই এবং সেই মিথ্যা মামলা যদি প্রমাণিত হয় তাহলে পরবর্তীতে অপরাধের শাস্তি এবং মিথ্যা মামলার শাস্তি প্রায় একই রকমের হবে । তবে কেউ যদি সত্যি সত্যি নির্যাতনের শিকার হয়ে থাকেন এবং যৌতুক সহ ধর্ষণ অথবা বিভিন্ন ধরনের হুমকির শিকার হয়ে থাকেন তাহলে আপনারা থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করতে পারেন।
নারী নির্যাতনের মামলা করার ক্ষেত্রে আপনারা অফিসার ইনচার্জ বরাবর আপনাদের সঙ্গে একজন সাক্ষী নিয়ে যাবেন এবং তার কাছে মামলা দায়ের করবেন। তারা আপনার এই বর্ণনা শুনে একটি প্রাথমিক বিবরণী গ্রহণ করবে এবং এটি এজাহার সম্পন্ন একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেবেন। তিনি বিষয়টি বিবেচনা করে নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করবেন এবং সেখান থেকে আদেশ আসা মাত্রই একজন অফিসার ইনচার্জ এ বিষয়ে অপরাধের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে গ্রেফতার করতে পারবেন।
আর এই ক্ষেত্রে মামলা দায়ের থেকে শুরু করে পরবর্তী যে সকল ধাপ রয়েছে সেই ধাপগুলো সম্পন্ন হতে অর্থাৎ বিচারের শেষ কাজ সম্পন্ন হতে 6 মাসের অধিক সময়ই ব্যয় করা যাবে না। তবে কোন ক্ষেত্রে যদি মডেল থানায় এই মামলা গ্রহণ করতে রাজি না হয় অথবা মামলা গ্রহণ করতে অসম্মতি জানাই তাহলে আপনারা সরাসরি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে চলে যাবেন এবং সেখানে নারী নির্যাতন সংক্রান্ত মামলা দায়ের করতে পারবেন।
আপনারা যখন এই মামলা দায়ের করবেন তখন তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে অপরাধের শাস্তি এর ব্যবস্থা করার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করবেন। তাহলে যৌতুক এবং নারী নির্যাতন সম্পর্কে আপনারা উপরের নিয়ম অনুসরণ করে মামলা দায়ের করতে পারেন এবং অপরাধীর অপরাধের শাস্তির বিধান করতে পারেন।
Leave a Reply