
সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। যারা শুধু নামেই মানুষ বরং কাজের দিক থেকে মানুষ না, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে থাকেন। সমাজের হীন ধরনের মানুষ দেখে থাকলে তারা তাদের কে নিয়ে কটুক্তি করতে শুরু করে। আপনার আশেপাশে যদি কোন বড় মানুষ কাউকে দেখে কটুক্তি করতে শুরু করে অথবা বন্ধুরা বন্ধুদের কটুক্তি করতে শুরু করে, তাহলে তাদেরকে এ বিষয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং ধর্মীয় রীতি নীতি সম্পর্কে তাদেরকে বোঝাবেন। তাই আপনারা যারা কটুক্তি নিয়ে উক্তি গুলো পড়তে চান তারা আমাদের ওয়েবসাইটের এই পোষ্টের মাধ্যমে সংগ্রহ করে নিয়ে পড়ে ফেলতে পারেন।
আমাদের সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করেছেন। এ সকল মানুষ অনেকেই আছেন যারা ভাল এবং অনেকে আছেন যারা মনে মনে খারাপ ব্যবহার লালন করে চলেছেন। অনেক মানুষ আছেন যারা অন্য মানুষদের দেখে কটুক্তি করে এবং কটু কথা বলে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা জীবন পর্যায়ে কোন এক ধরনের ভুল করে থাকলে তাদেরকে সমাজের অন্যান্য মানুষেরা আজীবন কটুক্তি করতে থাকে।
একজন অভাবে পড়ে চুরি করে ফেললে তাকে সবাই পরবর্তী জীবনে চোর অপবাদ দিয়ে কটুক্তি করতে থাকে। এমনকি তার ছেলে অথবা স্ত্রীকেও চোরের ছেলে এবং চোরের বউ বলে অপবাদ দিতে বাধে না কারো।
আবার কোন এক বন্ধু যদি পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে একজন কৃতকার্য হওয়া বন্ধু তাকে হয়তো কটুক্তি করতে শুরু করে দেয়। কোন সমস্যার কারণে অথবা তার মনোযোগের হবে একজন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হতেই পারে। তবে তাকে বন্ধু হিসেবে আপনার উচিত তাকে গিয়ে সান্ত্বনা প্রদান করা। পরবর্তী বছরে তার বন্ধু পাস করবে এই আশ্বাস দেওয়া।
সমাজে বসবাস করতে হলে মানুষদের ভালবাসতে হয় এবং তাদের ভালোবাসা অর্জন করতে হলে তাদের সান্নিধ্যে যেতে হয়। তবে যদি আপনি দুর থেকে সমাজের উপর তলায় বসবাস করে সমাজের নিজের লোকদের কটূক্তির করতে থাকেন এবং তাদেরকে ছোটলোক বলে গালিগালাজ করতে থাকেন, তাহলে শুধু আপনি নামের মানুষ এবং আপনার ভেতরে মনুষ্যত্ব বলে কিছু নাই।
আপনি সমাজের যে স্তরের মানুষ হন না কেন সকলকে আপনার ভালবাসতে হবে। এটি মনুষ্যত্বের একটি বড় গুণাবলী। তাইতো কবি বলেছেন প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায়না। ঠিক একইভাবে একজন মানুষ যদি অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল হয় এবং মানবিক গুণাবলি অর্জন করে তা অন্য মানুষের প্রতি প্রয়োগ করে, তাহলে সেই ব্যক্তি আসল ব্যক্তি। তাই সমাজের কোন মানুষকে আপনারা কটুক্তি না করে বরং তাদেরকে সাহায্য করুন এবং তাদের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে ভালবাসেন।
Leave a Reply