বিভিন্ন ধরনের প্রাণীর আক্রমণের চাইতে কুকুরের আক্রমণ সবচাইতে বেশি। নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য কুকুররা সবসময় মানুষের উপরে ঘেউ ঘেউ করে ওঠে এবং সুযোগ পেলে কামড়ে দেয়। তাছাড়া তারা কিছুটা নোংরা হওয়ার কারণে মানুষজন তাদেরকে তাড়িয়ে দেয় বলে অথবা তাদেরকে আঘাত করে বলে কুকুর উল্টো এসে মানুষকে কামড় দিয়ে চলে যায়। আমরা সকলেই জানি যে কুকুর কামড় দিলে অত্যন্ত ক্ষতির সৃষ্টি হতে পারে।
তারপরেও যারা জানি না তাদেরকে বলব যে কুকুরের কামড় এর ফলে কি কি হতে পারে তা আজকের এই পোস্ট থেকে জেনে নিবেন। আমরা আপনাদেরকে সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটি কুকুর যদি কামড় দেয় তাহলে কি হতে পারে এবং এই ক্ষেত্রে যদি কুকুরটি পাগল হয়ে থাকে তাহলে কি ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আশা করছি যে এই পোষ্টের মাধ্যমে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন।
কুকুর আমাদের দেশে খোলামেলাভাবে চলাফেরা করে। কখনো খাবারের জন্য অথবা কখনো অন্য কারো প্রতি রাগ থাকার কারণে তারা অনেক সময় মানুষকে কামড় দেয়। সাধারণত অধিকাংশ কুকুর লাঠি দেখলে পালালেও কিছু কিছু কুকুর আছে যারা আত্মরক্ষা করার জন্য সেই মানুষের দিকে এগিয়ে আসে এবং উল্টে কামড় দিয়ে চলে যায়। তাই সেই কুকুরটি কি ধরনের এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে তার থেকে দূরে থাকাটাই উত্তম হবে। তবে বাইরের এলাকায় হলে কোন কুকুর কেমন তা আপনারা বুঝতে পারবেন না এবং হঠাৎ করে নতুন এলাকায় যদি আপনি প্রবেশ করেন তাহলে কুকুরের কাছে আপনি পরিচিত কিনা এ বিষয়টির উপর নির্ভর করে সে আপনাকে তেড়ে আসতে পারে।
সাধারণত কুকুর যদি কারো থেকে বিরক্ত না হয় তাহলে সে কাউকে কামড় দেবে না। সে সর্বোচ্চ ঘেউ ঘেউ পর্যন্ত করতে থাকবে এবং আপনি যদি তাকে মারতে এগিয়ে আসেন তাহলে সে আপনার প্রতি চড়াও হবে এবং কামড় দিবে। তাই কুকুরকে রাগিয়ে না দিয়ে অথবা তাদের অত্যাচার থেকে বাঁচতে আপনারা যদি তাদেরকে তাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই হাতে কিছু রেখে তাদেরকে দাঁড়াবেন। কুকুর যেমন প্রভুভক্ত প্রাণী তেমনি ভাবে অনেক সময় তারা মানুষের ক্ষতি ও করে থাকে। তাই নিজেদের সাবধানতা অবলম্বন করার উদ্দেশ্যে কুকুরকে বিরক্ত করার থেকে বিরত থাকুন এবং তাদের কে প্রত্যেকটি ক্ষেত্রে এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে।
তবে আপনারা যেহেতু কুকুর কামড়ালে কি হয় তা জানতে এসেছেন তাদেরকে বলব যে কুকুর যদি কামড় দেয় এবং এই ক্ষেত্রে কুকুর যদি আঁচড় দেয় তাহলে অনেকেই মনে করেন কুকুরের কামড়ে জলাতঙ্ক করে সৃষ্টি হবে। কিন্তু কুকুর এমন একটি প্রাণীর যারা বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিজেদের লালার সঙ্গে বহন করে বলে জলাতঙ্ক এবং ধনুষ্টঙ্করের মতো রোগ ছড়াতে পারে।
তাই কাউকে যদি কোন কুকুর কামড় দেয় তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের চেষ্টা না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন। এক্ষেত্রে আপনার ক্ষতির ওপরে নির্ভর করে ইনজেকশন দেওয়া লাগতে পারে এবং সেই বিষ যদি বেশি পরিমাণে লাগে তাহলে উন্নত মানের চিকিৎসা গ্রহণ করাটাই সবচেয়ে ভালো হবে।
Leave a Reply