একজন মানুষ হলেও তার অভ্যাসের দাস। অভ্যাস এর বাইরে একজন মানুষ যখন কোন কিছু করতে যায় তখন নতুন পরিবেশে হয়তো সে খাপ খাওয়াতে পারে না। একজন মানুষ যখন নতুন কোন কিছুর সঙ্গে খাপ খাওয়াতে পারে না তখন হয়তো আমরা তাকে এই উদাহরণ দিই যে কুকুরের পেটে ঘি মজেনা বা ঘি সহ্য হয় না। এক্ষেত্রে সেই ব্যক্তিকে আমরা এরকম কথা না বলে তাকে অনুপ্রেরণা দিতে পারি এবং যাকে সেই পরিবেশের সঙ্গে অভ্যস্ত করার জন্য সাহায্য করতে পারি। তবে আমাদের ওয়েবসাইটের আজকে এই টপিকের আলোচ্য বিষয় হল কুকুরের পেটে ঘি মজেনা এর ইংরেজি অনুবাদ।
তাছাড়া কুকুরের পেটে ঘি মজেনা এই কথাটির আসল অর্থ কি সে সম্পর্কে জানতে আগ্রহী থাকলে এই পোস্ট পড়ে দেখুন। অনেক মানুষ রয়েছে যারা নির্দিষ্ট পরিবেশের ভেতরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। সাধারনত অনেক মানুষ রয়েছে যারা গ্রামীণ পরিবেশে থাকার পরে শহরে পরিবেশে গিয়ে নিজেদের খাপ খাওয়াতে পারে না এবং অনেক সময় হতাশায় পড়ে যায়। সেই ক্ষেত্রে একজন মানুষের দরকার সহানুভূতি এবং সেই মানুষকে সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে সে নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারে নিজেকে। তাই নতুন পরিবেশে একজন মানুষকে খাপ খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতে হয় এবং তাকে যদি কেউ সাহায্য করতে এগিয়ে আসে তাহলে তার জন্য তার খুব ভালো হয়।
তবে ভালো কিছুর প্রতি অবশ্যই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তবে এমন কিছু মানুষ রয়েছে যারা খারাপ পরোচনায় পড়ে খারাপ কিছু অভ্যাস চালু করলে তখন তার জন্য তা বিপদের হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আমরা তাদেরকে বলে থেকে কুকুরের পেটে ঘি মজেনা। অর্থাৎ কুকুর যেমন ঘি খেয়ে সহ্য করতে পারে না, তেমনি ভাবে একজন মানুষ তার অভ্যাসগত পরিবেশের বাইরে গেলে বা অভ্যাসগত জিনিসের বাইরে কোন খারাপ দ্রব্য গ্রহণ করলে সে সহ্য করতে পারবেনা।
= Habit is the second nature.
সেজন্য আমাদের সকলের উচিত হবে অভ্যাসের মধ্যে থাকা এবং নতুন কোন পরিবেশে উপস্থিত হলে এবং সে বিষয়ে আমাদের যদি জানা না থাকে তাহলে অন্যের থেকে সাহায্য গ্রহণ করে তা জেনে নেওয়া। নিজের অধিকার তো বিশ্বাসের ফল প্রদর্শন করতে গিয়ে যেন আমরা লজ্জাস্কর পরিস্থিতিতে না পড়ে সেটাই ভেবে রাখতে হবে। তাছাড়া জীবনের প্রয়োজনীয় জীবিকার প্রয়োজনে যদি আমাদের বাইরের পরিবেশে যাওয়া লাগে অথবা নতুন কোন কিছুর সঙ্গে অভ্যস্ত হতে হয় তাহলে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করে তার চেষ্টা করব।
Leave a Reply