শিশুরা আগামী দিনে দেশের উন্নতি বয়ে আনবে। দেশ ও জাতির জন্য শিশুরা হয়ে উঠবে কল্যাণকর। তারা দেশের ও দশের জন্য হয়ে উঠবে আদর্শ। তারা আগামী দিনের ভবিষ্যৎ। তাই একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার নামটি তার জীবনের বিশেষ ভাবে প্রভাব ফেলে। পরিবারের সবাই খুব ভালোবাসার সাথে শিশুটিকে স্বাগত জানিয়ে দেয় তাদের পরিবারে। আত্মীয়–স্বজন পাড়া–প্রতিবেশী সবাই শিশুটিকে নিয়ে নানান আনন্দে মেতে ওঠে। বাবা মায়ের ঘর খুশিতে ভরে ওঠে। ছোট্ট সেই আদরের শিশুটি সংসারে নিয়ে আসে সুখ শান্তি আনন্দ।
তাই সেই আদরের সোনামণি টির জন্য যে কোন নাম রাখা যায় না, তার জন্য রাখতে হবে সুন্দর অর্থ যুক্ত একটি নাম। যে নামটি হবে তার সারা জীবনের পরিচয়। আর সে নামের মতোই হয়ে উঠবে তার ভবিষ্যৎ জীবন। সন্তানকে আদর্শ হিসেবে গড়ে তোলার পেছনে দায়িত্ব কিন্তু বাবা–মার ই থাকে। আর সুন্দর একটি নাম এবং তার অর্থ সুন্দর সেই দিকে খেয়াল রাখতে হয় বাবা–মার। ছোট সেই সোনামণি টির নাম হতে হবে ইউনিট এবং সহজ। সে নামটির অর্থ হবে খুবই সুন্দর। আর পরিবারের সকলেই সে নামটি পছন্দ করবে।
কিন্তু নাম খোঁজাটা বড় একটি কঠিন কাজ। নিজের সন্তানের নাম রাখার জন্য নাম খুঁজে পাওয়া যায় না।অনিক নামের মধ্যে মনে হয় কোনটা রাখবো কোনটা রাখবো না কোন টার অর্থ ভালো কোনটা না রাখলে ভালো হবে বোঝা যায় না।
ম অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
অন্য অক্ষরের মতো ঠ অক্ষর দিয়ে অনেকগুলো নাম। আপনারা আপনার ছোট্ট সোনামণিদের জন্য আমাদের ওয়েব পেজ থেকে নাম নির্বাচন করে রাখতে পারেন। কারণ শিশুটির নাম দিয়েই শুরু হবে তার জীবনের পথ চলা।
যদি শুরুতেই নামটির জন্য তার মন ভেঙে যায় তাহলে তার জীবন বাধাপ্রাপ্ত হয়ে যাবে। যখন তার নামের মধ্যে একটি প্রফুল্লতা কাজ করবে তখন তার মনের মধ্যেও ফুরফুরে একটি ভাত জন্ম নেবে। এবং সে তার নামের মত তার জীবনের মধ্যে ও ফুরফুরে এবং আদর্শ দিক তৈরি হবে।
জীবনটাকে তখন সে তার মতো করে ভালো করে বাঁচতে পারবে। যত বাধায় থাক জীবনে আসুক না কেন সে খুব ভালোভাবে সবকিছু অতিক্রম করতে পারবে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই নাম একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশুদের জন্য।
নাম তার জীবনে অনেক বড় প্রভাব ফেলবে।হবে নাম দিয়ে তার পরিচয় বৃদ্ধি করতে থাকবে। সমাজ পরিবার পরিজন প্রতিবেশী দেশ সবাই তাকে তার নাম দিয়েই চিন্তা থাকবে।নাম নির্বাচন করে আপনার সোনামণির জন্য রাখুন।
Leave a Reply