বাংলাদেশে স্থানীয় সরকার বিভাগের অধীনে যে সকল মেম্বার জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করছেন তাদের বেতন কত টাকা সে বিষয়ে কি আপনি জানতে চান? তাহলে বলব যে স্থানীয় সরকার বিভাগের অধীনে যে সকল মেম্বার জনগণের সেবা করে আসছেন তাদেরকে সরকার প্রত্যেক মাসে ভাতা হিসেবে অথবা সম্মানী বাবদ যে টাকা প্রদান করে তার পরিমাণ আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নেবেন।
আমরা আপনাদের সুবিধার জন্য এই তথ্য জানিয়ে দেবো যাতে করে আপনাদের ভেতরের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে। তাই পল্লী উন্নয়ন এবং স্থানীয় সরকার বিভাগের যে অধিদপ্তর রয়েছে সেখান থেকে একজন স্থানীয় পর্যায়ের মেম্বারের সম্মানী বাবদ প্রত্যেক মাসে কত টাকা প্রদান করা হয় তা অবশ্যই আপনারা জেনে নিবেন। আপনাদের সুবিধার জন্য আজকে এখানে এই তথ্যগুলো শেয়ার করা হলো এবং এই তথ্য চাইলে আপনারা কাউকে প্রদান করার মাধ্যমে তাদের ভ্রান্ত ধারণাগুলো দূর করে সঠিক ধারণা প্রদান করতে পারেন।
স্থানীয় সরকার বিভাগের প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভোট অনুষ্ঠিত হয় এবং ভোটের মাধ্যমে স্থানীয় জনগণ ভোট প্রদান করে একজন জনপ্রতিনিধি নির্বাচন করেন। প্রত্যেকটি স্থানীয় সরকার বিভাগের জন্য একজন করে চেয়ারম্যান এবং ওয়ার্ড ভিত্তিক নয় জন মেম্বার নির্বাচন করা হয়। এছাড়াও তিন ওয়ার্ডের জন্য একজন করে মহিলা মেম্বার নির্বাচন করা হয়ে থাকে। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের চেয়ারম্যানের সম্মানী আলাদা হয়ে থাকলেও মহিলা মেম্বার অথবা পুরুষ মেম্বারদের সম্মানী অথবা ভাতা একই পরিমাণে প্রদান করা হয়ে থাকে। তাই আপনারা যখন এই তথ্য জানার জন্য উদগ্রীব হয়ে গেছেন অথবা সঠিক তথ্য আমাদের ওয়েবসাইট থেকে জানতে ভিজিট করেছেন তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই পোষ্টের মাধ্যমে সে বিষয়টি জানিয়ে দেবো।
একজন স্থানীয় সরকার বিভাগের মেম্বার সবসময় স্থানীয় পর্যায়ের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য যাবতীয় খেয়াল রাখেন। একটি এলাকার ভেতরে কোন রাস্তা তৈরি হবে অথবা কোন রাস্তার সমস্যা সে সকল বিষয়গুলো দেখে সেই অনুযায়ী বাজেট আসলে সেই রাস্তাগুলো স্থাপন থেকে শুরু করে ল্যাম্পোস্ট অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করে থাকেন। তাছাড়া স্থানীয় পর্যায়ের কোন ব্যক্তির মধ্যে যদি কোন ব্যক্তির সাথে ঝামেলা হয়ে থাকে তাহলে সেই ঝামেলাগুলো নিষ্পত্তি করার জন্য তিনি সরাসরি নিজে উপস্থিত থেকে তা মীমাংসা করার চেষ্টা করেন। আর যদি মীমাংসা না হয় তাহলে চেয়ারম্যানের সহায়তা গ্রহণ করে তারা এ বিষয়গুলো সমাধান করে থাকেন।
তাছাড়া এলাকার ভেতরে যে সকল শিশু জন্মগ্রহণ করে তাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি করার বিষয়ে সাহায্য করে থাকে এবং এলাকার গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য খোঁজখবর নিতে থাকে। সাধারণত বিভিন্ন সমস্যার কারণে একজন মানুষ যদি বিভিন্ন ঝামেলায় পড়ে থাকেন তাহলে সে ঝামেলা থেকে উদ্ধার করার জন্য মেম্বারের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা উচিত। অর্থাৎ স্থানীয় পর্যায়ে সকল মানুষকে একজন মেম্বার সরাসরি চিনে থাকে বলে তাদের অবস্থা জানে এবং তাদের অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে তিনি সাহায্য করে থাকেন। একজন মেম্বার যদি সৎ হয়ে থাকে তাহলে এলাকার প্রত্যেকটি মানুষের খোঁজ খবর রাখা যেমন সম্ভব তেমনি ভাবে বিভিন্ন সমস্যায় সাহায্য করা সম্ভব।
প্রকৃতপক্ষে একজন মেম্বার স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করার জন্য সরকারি ভাতা হিসেবে প্রত্যেক মাসে কত টাকা পেয়ে থাকেন সে বিষয়টি আপনারা হয়তো অনেকেই জানতে চান। এর আগে একজন স্থানীয় মেম্বারকে মাসে তিন হাজার পাঁচশ টাকা করে প্রদান করা হলো বর্তমান সময়ে এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক মাসে সরকারি অংশ হিসেবে ৩৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদের অংশ হিসেবে ৪৪০০ টাকা প্রদান করা হয়ে থাকে একজন মেম্বারকে। আর এই ক্ষেত্রে একজন মেম্বার তার দায়িত্ব পালন করার জন্য এবং জনগণের সেবা করার জন্য সরকার থেকে প্রত্যেক মাসে সর্বমোট ৮ হাজার টাকা সম্মানী পেয়ে থাকে।
Leave a Reply