১ থেকে ৩৯ পর্যন্ত মৌলবিশিষ্ট পর্যায়সারণি তৈরি করে বিভিন্ন রংয়ের মাধ্যমে ক্ষারধাতু, মৃৎক্ষারধাতু, মুদ্রাধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতু সমূহ চিহ্নিত করো।
নবম শ্রেণীর রসায়ন তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে

নবম শ্রেণীর রসায়ন তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে – ১ থেকে ৩৯ পর্যন্ত মৌলবিশিষ্ট পর্যায়সারণি তৈরি করে বিভিন্ন রংয়ের মাধ্যমে ক্ষারধাতু, মৃৎক্ষারধাতু, মুদ্রাধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতু সমূহ চিহ্নিত করো।
পর্যায়সারণিতে মোট সাতটি পর্যায় ও আঠারোটি গ্রুপ রয়েছে। এর মধ্যেই অবস্থান করছে সর্বমোট ১১৮ টি মৌল। প্রথম গ্রুপের মৌলগুলো ক্ষার, দ্বিতীয় গ্রুপের মৌলগুলো মৃৎক্ষার এভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মৌল অবস্থান করছে। নিম্নের পর্যায়সারণিতে আলাদা আলাদা মৌলগুলো আলাদা আলাদা রং দিয়ে চিহ্নিত করে ১-৩৯ পর্যন্ত মৌলের পর্যায়সারণি তৈরি করা হলো।