আইসােটোপ কাকে বলে?
৮ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট

আইসোটোপ অষ্টম শ্রেণির বিজ্ঞান এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই বিষয়টি ভালোভাবে না পড়ে কোন ভাবেই ভালো রেজাল্ট করা যায় না। এটি পরমাণুর গঠন অধ্যায় আলোচনা করা হয়েছে।
করোনাভাইরাস লকডাউন এর কারণে অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে। এরই অংশ হিসেবে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের এসাইনমেন্ট এর চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। এর একটি প্রশ্ন হল আইসোটোপ কাকে বলে।
চলুন পাঠ্যবইয়ের আলোকে প্রশ্নের উত্তরটা জেনে নেয়া যাক।
Class 6 Science Assignment Solution
আইসােটোপ কাকে বলে?
কোন মৌলের একাধিক পরমানু যাদের পারমানবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে।
কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরষ্পরের আইসোটোপ বলে।
পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?
রসায়ন ও পদার্থ বিদ্যায় কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন-এর সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যা অনন্যভাবে একটি মৌলিক পদার্থকে চিহ্নিত করে।
এই বিষয়ের আরো প্রশ্ন
ক) আইসােটোপ কাকে বলে?
খ) পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?
গ) উদ্দীপকের ছকে উল্লিখিত Z মৌলের ১ টি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের ছকে উল্লিখিত X ও Y মৌলদুটির পরমাণুসমুহের মধ্যে যৌগ গঠন সম্ভব- যুক্তিসহ বিশ্লেষণ কর।