পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?
৮ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট

আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন প্রায়ই ভুলে যেতাম আইসোটোপ, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আণবিক সংখ্যা ইত্যাদি বিষয়গুলো। এখনো ঘুরপাক খায় কথাগুলো।
আজকের আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো তা নিয়ে আলোচনা করব। লেখা টি মনোযোগ সহকারে পড়ার জন্য বলা হলো।
কারণ আপনার সামান্য একটা শব্দ কত ভুল সম্পূর্ণ উত্তরকে ভুল প্রমাণ করবে। তাই আমাদের দেওয়া উত্তরটি সঠিক ভাবে অ্যাসাইনমেন্ট খাতায় লিখতে হবে। যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের ঘরে লিখবেন।
বিজ্ঞান বিষয়ের অন্যান্য প্রশ্নের সমাধান আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনি চাইলেই সেগুলো এখান থেকে জানতে পারবেন।
Class 6 Science Assignment Solution
পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?
রসায়ন ও পদার্থ বিদ্যায় কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন-এর সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যা অনন্যভাবে একটি মৌলিক পদার্থকে চিহ্নিত করে।
এই বিষয়ের আরো প্রশ্ন
খ) পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?
গ) উদ্দীপকের ছকে উল্লিখিত Z মৌলের ১ টি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের ছকে উল্লিখিত X ও Y মৌলদুটির পরমাণুসমুহের মধ্যে যৌগ গঠন সম্ভব- যুক্তিসহ বিশ্লেষণ কর।