বিভিন্ন সময় আমরা পেটে ব্যথা অনুভব করি এর মধ্যে কমন একটি ব্যথা হচ্ছে পেটের বাম পাশে ব্যথা। যেহেতু বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা মুলক আর্টিকেল আমরা তৈরি করে সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজকে আমরা শুরু করলাম পেটের বাম পাশে ব্যথা নিয়ে একটি সম্পূর্ণ আর্টিকেল। যারা সাধারণত অনুভব করতে পারছেন পেটের বাম পাশে ব্যথা হচ্ছে তাদের বলব অপেক্ষা না করতে।
পেটের বাম পাশে ব্যথার বহু কারণ রয়েছে আজকে সে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং আশা করব সেই কারণগুলো থেকে আপনি আপনার সঠিক রোগ নির্ণয় করতে পারবেন। চলুন আজকে জানাজা পেটের বাম পাশে ব্যথার কয়েকটি কারণ এবং এই কারণগুলো থেকে মুক্তি পাওয়ার উপায়। অবশ্যই পেটের বাম পাশে ব্যথার যথেষ্ট কারণ রয়েছে সেগুলো কি কি অবশ্যই জানতে হবে।
পেটের বাম পাশে ব্যথার কয়েকটি কারণ
মানুষ হিসাবে আমাদের শরীর বিভিন্ন সভায় অসুস্থ হতে পারে তবে এই অসুস্থতার কারণ বিভিন্ন ভাবে হতে পারে। এই কারণগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সবার প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে রোগ নির্ণয়। সেই রোগ নির্ণয় যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে অবশ্যই আমরা রোগ থেকে মুক্তি হতে পারবো না। আজকে এই অংশের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব পেটের বাম পাশে ব্যথার কারণ।
কিডনিতে পাথর পেটের বাম পাশে ব্যথার অন্যতম একটি কারণ। সাধারণত কিডনিতে কঠিন খনিজ পদার্থ পুঞ্জিভূত হয়ে পাথরের সৃষ্টি হয় এবং সেই পাথর আস্তে আস্তে সংখ্যায় বৃদ্ধি পায় এবং আকারেও বৃদ্ধি পায়। তবে এই পাথর হলে শুধুমাত্র যে পেটে ব্যথা করবে এমন নাই মূত্রনালীতে বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রসবের সময় জ্বালাপোড়া হতে পারে। সাধারণত পানি কম খেলে অথবা ওজন রাস লবণ চিনি সমৃদ্ধ খাবার বেশি খেলে এই ধরনের রোগ হতে পারে।
পেশিতে টান লাগা পেটের বাম পাশে ব্যথা অন্যতম কারণ। সাধারণত পেটের অংশগুলোতে পেশির পরিমাণ বেশি থাকে এখানে হাড় থাকে না এবং সেই বেশিগুলোতে যদি কোন ধরনের টান লেগে যায় তাহলে সেখানে ব্যথা হতে পারে। সাধন তো এটা হঠাৎ করেই হয়ে থাকে যাদের শারীরিক পরিশ্রম কম হয় অথবা যারা শারীরিক ব্যায়াম করেন না তাদের হঠাৎ করে পেশীতে টান লাগতে পারে। সবসময় শারীরিক ব্যায়াম চালু রাখতে হবে যাতে করে এই ধরনের সমস্যা আপনার না হয়।
বিভিন্ন সমস্যা যেমন পেলভিক অর্গান এর সংক্রমণ ও প্রদাহ। এই আঙ্গুলের মধ্যে রয়েছে জরায়ু এবং ফেলোপিয়ানটিও গর্ভনালি এবং ডিম বাসায় এবং সার্ভিস পেলভিক অর্গান এর অন্তর্ভুক্ত। যদি এই গুরুত্বপূর্ণ অর্গানগুলোতে কোন ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই পেটের বাম পাশে ব্যথা হতে পারে। পেটের বাম পাশে ব্যথার আমাদের দেশের জাতীয় কারণ এবং একটি কমন কারণ হচ্ছে গ্যাস। তবে এখানে অবশ্যই আপনি কিছু সিনটমস এর দ্বারা বুঝতে পারবেন এটা গ্যাসের সমস্যা কিনা সেটা হচ্ছে পেট জ্বালাপোড়া করা। এবং খাবার পরে এই ব্যথা বেশি ওঠা তাহলে বুঝতে পারবেন যে এটা পেটের বাম পাশে ব্যথা গ্যাসের ব্যথা।
হার্নিয়া এমন একটি রোগ যেটা যেকোনো বয়সের রোগীদের আক্রান্ত হতে পারে তবে হার্নিয়ার একটি উপসর্গ হিসেবে পেতে ব্যথা হতে পারে। তাই পেটের বাম পাশে ব্যথার এটিও একটি কারণ তাই আপনাকে অবহেলা করা চলবে না সরাসরি ডাক্তারের কাছে যেতে হবে।
পেটের বাম পাশে ব্যাথা হলে করণীয়
সাধারণত পেটের বাম পাশে ব্যথা হলে আমরা খুব একটা নজর দেই না এবং এড়িয়ে চলি। তবে অবশ্যই এই ব্যথাটি যদি আপনার নিয়মিত হতে থাকে তাহলে অবহেলা করা যাবে না সরাসরি ডাক্তারের কাছে যেতে হবে এবং সেটা হতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তার। তিনি অবশ্যই আপনাকে রোগ নির্ণয় করতে সাহায্য করবে এবং রোগের চিকিৎসার জন্য ঔষধ দেবে ওষুধগুলো ঠিকভাবে সেবন করলেই আপনি সুস্থ হয়ে যাবেন।
Leave a Reply