সাধারণত অনেক সময় দেখা যায় যে আপনি যেই সিমটি ব্যবহার করছেন সেই সিমের নাম্বার আপনার মুখস্ত নেই। অনেক ক্ষেত্রে নতুন সিম কিনে ব্যবহার করতে গেলে এই সমস্যার সম্মুখীন যে কেউ হতে পারে। তবে যদি এটা রবি অপারেটরের কোন সিমের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার কাছে সুযোগ থাকছে একটি ইউএসএসডি কোড ডায়াল করে সেই নাম্বারটি বের করার।
আজকে আমরা সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলব। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব রবি সিমের নাম্বার যদি আপনারা ভুলে যান তাহলে কোন কোড ডায়াল করে সেই সিমের নাম্বার খুব সহজে বের করতে পারবেন। এটা খুব জরুরী একটি কোড কারণ এই কোড যদি আপনার জানা না থাকে তাহলে নাম্বার বের করতে আপনি পারবেন না। এতে করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন বিভিন্ন সময়।
রবি সিমের নিজস্ব নাম্বার বের করার কোড
সাধারণত সিম নাম্বার চেক করার কোড সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে এই নাম্বারটি চেক করার কোড এর প্রয়োজন রয়েছে। কেননা সকলেই নিজের নাম্বার মুখস্ত রাখেন কিন্তু কিছু ব্যতিক্রম কারণে এই নাম্বার গুলোর প্রয়োজন পড়তে পারে ঠিক তখনই এই কোড এর দরকার রয়েছে। মনে করেন আপনি রবি সিম তিন-চারটা একই সঙ্গে আপনার কাছে রেখেছেন এখন বুঝতে পারছেন না কোনটা কোন সিম।
তখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি সিম আপনার মোবাইলে প্রবেশ করাতে হবে এবং সেখান থেকে আমাদের দেওয়া কোড ডায়াল করে সেই সিমের নিজস্ব নাম্বারটি চেক করে নিতে হবে। যার মাধ্যমে আপনি আপনার কাছে থাকা বন্ধ অথবা পুরাতন সিমের রিচার্জ করতে পারবেন এবং পুনরায় সেটি ব্যবহার করতে পারবেন। তাই এক্ষেত্রে অবশ্যই জানার প্রয়োজন রয়েছে ইউএসএসডি কোড এবং যেই কোডটি আমরা আজকে আপনাদের দিতে চলেছি। *১৪০#২*৪# অথবা *২# এই যে দুটি কোডের কথা আমরা উল্লেখ করলাম আপনি যেকোনো একটি কোড ব্যবহার করতে পারেন আপনার হারিয়ে যাওয়া অথবা পুরাতন রবি সিমের নিজের নাম্বার বের করতে।
আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র এই ইউএসএসডি কোডটি আপনার মোবাইলে তুলে তারপর সরাসরি ডায়াল করতে হবে। ভোটের মধ্যে আপনার নিজের সিমের নাম্বার আপনার সামনে চলে আসবে যেটা আপনার দরকারই একটি নাম্বার। এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ ইউএসএসডি কোড আছে যে কোডগুলো আপনি আপনার প্রয়োজনে বিভিন্ন সময় ব্যবহার করতে পারেন তবে এই কোড আপনি আমাদের এখান থেকেই পাবেন।
রবি সিমের গুরুত্বপূর্ণ কিছু ইউএসএসডি কোড
যদি গুরুত্বপূর্ণ কোডের কথা বলা হয় তাহলে সবার প্রথমে যেই কোডের কথা বলতে হয় সেটা হচ্ছে রবি নিজে নাম্বার চেক করার কোড। যদিও নিজের নাম্বার আমরা কখনো ভুলি না তারপরও কিছু ক্ষেত্রে একের অধিক সিম ব্যবহার করলে একটি সিমের নাম্বার ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভুলে গেলে চলবে না সেই নাম্বারটি মনে রাখার জন্য আপনাকে একটি কোড ব্যবহার করতে হবে এবং সেই কোডটি আমরা খুব সুন্দর ভাবে উপরে উল্লেখ করেছি। সেই কোডের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কাছে থাকা রবি সিমের নাম্বার কত।
এর পাশাপাশি রবি সিমের মিনিট ব্যালেন্স চেক থেকে শুরু করে রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার রয়েছে আলাদা আলাদা ইউএসএসডি কোড। আপনারা এই আলাদা আলাদা কোট গুলো অনায়াসে ব্যবহার করতে পারেন এবং নিজের প্রয়োজনে যে কোন সময় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন। রবি অপারেটর সবসময় চেষ্টা করে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে এবং সেই লোককে সামনে রেখে মূলত তারা সব সময় ভালো মানের সেবা দিচ্ছে। রবি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে সব সময় আপনারা আমাদের আপডেটগুলো লক্ষ্য রাখতে পারেন।
Leave a Reply