
প্রিয় শিক্ষার্থী ও এবং অভিভাবকবৃন্দ আপনারা যারা শিক্ষার উপরে বিভিন্ন তথ্য পেতে চান তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এই ওয়েবসাইট মূলত শিক্ষার ওপর বেশি কাজ করে থাকে। বাংলা ব্যাকরণ এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবন্ধ রচনা। সেটাই আমরা আপনাদের সামনে কয়েকদিন যাবত আলোচনা করে আসছি। আজও আমরা নতুন একটি রচনা আপনাদের সামনে তুলে ধরব:
বাংলাদেশের কৃষি ও কৃষক
ভূমিকা: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের ক্ষেতে-খামারে যে কৃষিদ্রব্য উৎপন্ন হয় তার সঙ্গে সমগ্র দেশবাসীর ভাগ্য জড়িত। বাংলাদেশের শতকরা প্রায় ৮০ জন লোক কোন না কোন ভাবে কৃষি কাজের সাথে জড়িত। এদেশের অর্থনৈতিক বুনিয়াদ সম্পূর্ণ কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষককে বলা হয় এদেশের মেরুদন্ড।
বাংলাদেশের কৃষক: কৃষক বলতে বাংলাদেশে এমন এক শ্রমজীবী সম্প্রদায়কে বোঝায়, যারা মূর্খ, রোগক্লিষ্ট, পুরুষানুক্রমে ঋণভারে প্রপীড়িত, আত্মোন্নতি সাধনের উপায় সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, পরিধেয় তাদের ছিন্ন বসন, পানীয় তাদের পঙ্কিল দূষিত জল এবং বাসগৃহ তাদের ভগ্ন কুটির। এই হল বাংলাদেশের কৃষকদের চিরন্তন বেদনা বিধুর চিত্র। অথচ তারা জীবন-যাপন অত্যন্ত সহজ সরল। তাদের জীবনের একমাত্র সম্বল হালের গরু ও পুরাতন ভোঁতা কৃষি যন্ত্রপাতি।
এদেশের কৃষকের অতীত অবস্থা: বিখ্যাত পর্যটক ইবনে বতুতার বিবরণ থেকে আমরা জানতে পারি সে যুগে বাংলায় কৃষকদের অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। তাদের গোয়াল ভরা ধান, গোয়ালভরা গরু, পুকুর ভরা মাছ ছিল। তারা তখন সুখ স্বাচ্ছন্দে জীবন যাপন করত। তাদের মধ্যে সামাজিক সম্পর্ক ছিল চমৎকার। ঐতিহ্যবাহী পেশা হিসেবে বংশ পরম্পরায় কৃষিকাজই ছিল তাদের ধ্যান-জ্ঞ্যান।
এদেশে কৃষকদের বর্তমান অবস্থা: সাম্প্রতিক কালে উচ্চ ফলনশীল বীজের সাহায্যে, ব্যাংক ও সমবায়ের ঋণ বিতরণের ফলে এবং মহাজনের দিনের টাকায় কৃষির ফলন বৃদ্ধি ঘটেছে। তার ওপর কৃষি পন্যের মূল্যানুকূল্যের ফলে কৃষি কর্মের প্রসার ঘটেছে। কিন্তু ক্ষেতের ফসল ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয় নামমাত্র মূল্যে। ফলে সুখ স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। কৃষি বাংলাদেশের প্রধান অবলম্বন হলেও এখনকার কৃষকের অবস্থা শোচনীয়।
জাতীয় অর্থনীতিতে কৃষকদের ভূমিকা: বাংলাদেশের কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ লোক কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করে। কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় অর্থনীতিতে কৃষকরা যে সমস্ত ভূমিকা পালন করে তার বিষয়গুলো নিম্নে তুলে ধরা হলো;
জাতীয় আয় বৃদ্ধিতে কৃষি ও কৃষকের ভূমিকা:
খাদ্য উৎপাদনে কৃষি ও কৃষক:
পৃষ্টি সমস্যা সমাধানে কৃষি ও কৃষকের ভূমিকা:
শিল্পায়নে কৃষি ও কৃষকের অবদান:
রপ্তানি আয় বৃদ্ধিতে কৃষি ও কৃষকের অবদান:
কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ও কৃষকেরভূমিকা:
কৃষি ও কৃষকের সমস্যা: বাংলাদেশের কৃষিখাত নানা সমস্যায় জর্জরিত, যার ভুক্তভোগী হচ্ছে এদেশের কৃষকরা। এসব সমস্যা অতিক্রম করে কৃষি কাজ চালিয়ে যেতে তাদের অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। নিম্নে বাংলাদেশের কৃষি ও কৃষকদের কিছু প্রধান সমস্যা তুলে ধরা হলো।
মূলধনের অভাব:
প্রশিক্ষণের অভাব:
কৃষি উপকরণের অভাব:
সেচ ব্যবস্থার অপ্রতুলতা:
প্রাকৃতিক দুর্যোগ:
ত্রুটিপূর্ণ বাজার:
সংরক্ষণ ব্যবস্থার ত্রুটি:
কৃষি খাত এবং কৃষকের উন্নয়নের জন্য করণীয়: বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের অবস্থার উন্নতির জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা একান্ত প্রয়োজন। যেমন-
– কৃষকদের শিক্ষিত করে তুলতে হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
– বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য কৃষকদের হাতে আধুনিক যন্ত্রপাতি ও কীটনাশক পৌঁছে দিতে হবে।
– ভূমিহীন কৃষকদের জন্য ভূমির ব্যবস্থা করতে হবে।
– সেচ কাজের জন্য প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহ করতে হবে।
– কৃষকদেরকে স্বল্প সুদে ঋণদান করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
– বাজার ব্যবস্থায় ত্রুটিপূর্ণ বিষয়গুলোর সংস্কার করতে হবে।
– কৃষিজাত দ্রব্য সঠিকভাবে সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে।
উপসংহার: উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই আমাদের এবং সরকারের সকলের উচিত কৃষক এবং কৃষি দুইটার উপরে গুরুত্বসহকারে তদারকি করা। সারা বছর কৃষক ফসল ফলিয়ে বাজারে বিক্রি করার সময় নামমাত্র মূল্যে তাদের উৎপাদিত কৃষিপণ্য তাদের বিক্রি করতে হয়। এতে কৃষক যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি দেশের একটি বড় দিক ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের সকলের উচিত কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার উপরে নজর দেওয়া।
Leave a Reply