রচনা: পল্লী উন্নয়ন বা গ্রাম উন্নয়ন

রচনা: পল্লী উন্নয়ন বা গ্রাম উন্নয়ন

শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে স্বাগত জানাই। আমরা আমাদের এই ওয়েবসাইটে শিক্ষার ওপর নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিদিনই নতুন নতুন বিষয় আবির্ভূত হচ্ছে। আপনাদের শিক্ষা ব্যবস্থাও নতুন নতুন বিষয় নিয়েই সামনের দিকে অগ্রসর হচ্ছে।

তাই আমরা চেষ্টা করছি প্রতিটা বিষয়ে যেন খুব দ্রুততার সহিত আপনাদের সামনে তুলে ধরার। আমরা এখানে যেটাই আলোচনা করি না কেন চেষ্টা করি প্রতিটা বিষয় সম্পূর্ণরূপে তুলে ধরার। অনেক সময় অনেক বিষয় অসম্পূর্ণ থেকে যায় সেটা আপনারা অবশ্যই আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিবেন। আজকে আমরা যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের সামনে তুলে ধরলাম:

পল্লী উন্নয়ন
বা গ্রাম উন্নয়ন

প্রবন্ধ সংকেত: ভূমিকা দুরবস্থা পল্লীর দুরবস্থার কারণ পল্লী উন্নয়নের প্রয়োজনীয়তা পল্লী উন্নয়নের উপায় পল্লীর শিক্ষা উন্নয়ন কৃষি উন্নয়ন স্বাস্থ্য উন্নয়ন কুটির শিল্পের উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন উপসংহার।

ভূমিকা: যেকোনো দেশের উন্নতি নির্ভর করে তার পল্লির অবকাঠামোর ওপর। প্রায় ছিয়াশি হাজার গ্রামের দেশ বাংলাদেশ। পল্লি বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয়। এ দেশের শতকরা ৮০ জন লোক পল্লিবাসী। পল্লিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সভ্যতা ও সংস্কৃতি। কিন্তু বর্তমানে পল্লির অবস্থা শোচনীয়। আজকের পল্লি সবদিক দিয়ে অবহেলিত উপেক্ষিত ও বঞ্চিত। তাই আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড পল্লীর প্রয়োজনে উন্নয়ন সাধন এর প্রতি মনোযোগ দেওয়া উচিত।

পল্লির দুরাবস্থার কারণ: ছায়া সুনিবিড়, কাকলি কূজনে মুখর পল্লি একদিন অফুরন্ত সম্পদ ও সৌন্দর্যে ছিল ভরপুর। পল্লীতে ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। চারিদিকে ছড়িয়ে ছিল সুখ আর সমৃদ্ধিতে বিপুল প্রাচুর্য। আজ সেই পল্লি জুড়ে অভাব- অনটন, দুঃখ-দৈন্য ও নিরানন্দের ছায়া প্রকট। পল্লির জনগণ আজ নিরন্ন ও বিবস্ত্র, শিক্ষার আলো থেকে বঞ্চিত, নিরক্ষর। আজ পল্লিবাসীর স্বাস্থ্য বিনষ্ট, চেহারা বিবর্ণ। পল্লিবাসী আজ নানা ব্যধিতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে। পল্লী যেন আজ নানা ব্যাধির সূতিকাগৃহ। বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, নাই উন্নত স্বাস্থ্যব্যবস্থা।

পল্লি উন্নয়নের প্রয়োজনীয়তা: দেশকে উন্নত করতে হলে, গ্রামকে বাঁচাতে হবে। আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি, আর কৃষির ভিত্তি হলো পল্লী। পল্লী উন্নয়ন ব্যতীত দেশের জাতীয় অগ্রগতি সম্ভব নয়। পল্লীতে যেহেতু বেশির ভাগ লোক বাস করে তাই পল্লীর দিকেই আমাদের নজর দিতে হবে। পল্লীর প্রত্যেকটি মানুষকে জনসম্পদে পরিণত করতে হবে। পল্লীতে কাজের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান, শুধু প্রয়োজন কর্মমুখী শিক্ষা ও অনুপ্রেরণা। দেশের বিশাল অংশজুড়ে রয়েছে গ্রাম তাই গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

পল্লী উন্নয়নের উপায়: পল্লী উন্নয়নের জন্য যে সব বিষয়ে নজর দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে সেগুলো হলো-

* দারিদ্র্য দূরীকরণ

* জীবনযাত্রার মান উন্নয়ন

* স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা

* সম্পদের সুষম বণ্টন

* কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

* চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করা

* যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

* কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা

* কৃষির আধুনিকায়ন

* জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

পল্লী শিক্ষা উন্নয়ন: পল্লীর অনগ্রসরতার মূল কারণ অশিক্ষা-কুশিক্ষা। তাই পল্লীর প্রতিটি মানুষের মাঝে শিক্ষার আলো বিতরণ করতে হবে শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে হবে মোটকথা জাতীয় জীবন থেকে নিরক্ষরতার অভিশাপ কে সম্পূর্ণরূপে মুছে ফেলে দিতে হবে।

কৃষি উন্নয়ন: পল্লীর জনসংখ্যার শতকরা প্রায় ৯৫ জনই কৃষিজীবী। আমাদের কৃষি ক্ষেত্র গুলো অর্থনৈতিক উন্নয়নের মূল উৎস। কাজেই কৃষির উন্নতির বিধান ও ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের সচেষ্ট হতে হবে। কৃষি ব্যবস্থায় সর্বক্ষেত্রে উন্নয়ন সাধন করতে হবে। কৃষি ব্যবস্থায় আধুনিক বিজ্ঞান কে কাজে লাগাতে হবে।

পল্লীর স্বাস্থ্য উন্নয়ন: দরিদ্র গ্রামীণ জনগণের জন্য কমিউনিটি হাসপাতাল স্থাপন করতে হবে। বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। সময়মতো টিকা প্রদান করে মা ও শিশু মৃত্যুর হার কমাতে হবে।

কুটির শিল্পের উন্নয়ন: অর্থনৈতিকভাবে পল্লীকে শক্তিশালী করার জন্য কুটির শিল্প গড়ে তুলতে হবে। কুটির শিল্পের উন্নয়নে সরকারি ও বেসরকারি সহায়তা বাড়াতে পারলে পল্লী উন্নয়ন ত্বরান্বিত হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: গ্রামে উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করার জন্য রাস্তাঘাট তৈরি, মেরামত এবং প্রয়োজনীয় সেতু, কালভার্ট ও ব্রীজ নির্মাণ করতে হবে।

উপসংহার: পল্লী উন্নয়ন ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সুদূর পরাহত। বিশেষ করে দেশের শিক্ষিত সম্প্রদায় তথা দেশপ্রেমী সমাজকর্মীদের পল্লী উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা উচিত। সরকারি প্রচারযন্ত্র রেডিও টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে গঠন ও উন্নয়নমূলক তথ্য প্রচার করে জনজীবনে সচেতনতা সৃষ্টি করতে হবে বললি উন্নয়ন নিশ্চিত হলেই দেশ ও জাতির সামনে দিকে এগিয়ে যাবে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*