
মেথি চুলের জন্য অনেক উপকারী যারা সঠিক নিয়মে মেথি ব্যবহার করা জানেন তারা দেখবেন যে চুলে মেথি ব্যবহার করলে চুল অনেক বেশি সুন্দর হয় এবং চুল পড়া কমে যায়। কিন্তু এই মেথি ব্যবহার করা অনেকেই জানে না যার ফলে সঠিকভাবে মেথি ব্যবহার করতে পারেনা। সঠিকভাবে মেথি ব্যবহার করা জানলে বা মেথির উপকারিতা সম্পর্কে জানলে আপনারা নিয়মিত চলে মেথি ব্যবহার করবেন কারন মেথির এতগুলা গুণ যা বলে শেষ করা যাবে না।
শুধুমাত্র চুলের জন্য না মেথি শারীরিক যে কোন সমস্যার জন্যই আপনি সেবন করতে পারেন। আপনি যদি নিয়মিত সকাল বেলা খালি পেটে মেথি ভেজানো পানি খান তাহলে দেখবেন যে আপনার পেট ক্লিয়ার থাকছে এবং যে সকল মানুষদের অতিরিক্ত ডায়াবেটিস রয়েছে তারা যদি নিয়মিত মেথি খায় তাহলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এই সকল বিষয়গুলো আপনাদের জানা থাকলে আপনি নিয়মিত মেথি খাবেন।
চুলের জন্য কেমন গুনাগুন সেটা জানানোর জন্য আমাদের এবারের এই আয়োজনটি করা যারা মেথি সম্পর্কে সঠিক তথ্য জানেন না তারা আমাদের ওয়েবসাইটে এসে সকল তথ্যগুলো জানতে পারেন। কিভাবে চুলে মেথি ব্যবহার করলে চুল ভালো হবে এবং চুল মজবুত হবে তা জানতে হলে আপনাকে আমাদের এই লেখাগুলো শেষ পর্যন্ত পড়তে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। অনেকের নানা রকম প্রশ্ন রয়েছে কিভাবে মেয়েটি ব্যবহার করতে হবে কিভাবে মেথি চুলে লাগাতে হবে এই তথ্যগুলো না জানার কারণে অনেকেই ঘরে মেথি থাকা শর্তেও চুলে ব্যবহার করতে পারেনা।
চুলে যেভাবে মেথি ব্যবহার করবেন তা হলো সারারাত মেথি ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা পাটাই বা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিবেন। তারপর ব্লেন্ড করা মেথির সাথে আওলা কালিজিরা এলোভেরা সবকিছু মিশ্রিত করে সপ্তাহে তিনদিন হেয়ার প্যাক চুলে লাগাতে পারেন। বা আপনি যদি ফ্রি সময়ে থাকেন তাহলে নিয়মিত গোসলের আগে বা শ্যাম্পু করার আগে এটা ভালোভাবে চলে দুই ঘন্টা করে রাখতে পারেন এতে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমে যাবে।
এছাড়াও মেথি দিয়ে আপনি তেল তৈরি করতে পারেন যেমন মেথি আউলা কালিজিরা আমলকি মেহেদি পাতা নিমপাতা অলিভ অয়েল বা সরিষার তেল ভালোভাবে চুলায় গরম করতে হবে এবং যার করা এই তেলগুলো ঠান্ডা হলে সঠিক পাত্রে সংরক্ষণ করে রাখতে পারেন। সংরক্ষণ করা এই তেল আপনি প্রতিদিন ঘুমানোর আগে চুলে ভালোভাবে মেসার্স করতে পারেন। যখন আপনি মাথায় এই তেল দিতে থাকবেন এবং ভালোভাবে মেসার্স করবেন তখন প্রত্যেকটি চুলের গোড়ায় এই তেল যাবে এবং চুলের গোড়া মজবুত করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে।
তবে আপনাকে এই সকল তেলের পরিমাণ গুলো সঠিকভাবে জানতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে এবং চুল পড়া কমে যাবে। আবার আপনি চাইলে মেহেদী পাতা মেথি রস একসাথে চুলে লাগাতে পারেন এটা আপনি চুলে সপ্তাহে দুই দিন লাগিয়ে রাখতে পারেন যার ফলে আপনার চুল অনেক বেশি সিল্কি হবে এবং চুলের রুক্ষতা দূর হবে। আপনি যদি চুলকে আরো সিল্কি করে তুলতে চান এবং মসৃণ করতে চান তাহলে মেথির সাথে কালিজিরা এবং টক দই মিশ্রিত করে চলে লাগাতে পারেন।
আবার মেথি ও পেঁয়াজের রস একসাথে মিশ্রিত করে আপনি নিয়মিত চুলে লাগালে দেখবেন যে আপনার চুল স্ট্রেট করার মতো সোজা হয়েছে এবং অনেক বেশি সিল্কি হয়েছে। ঘরোয়া উপায় আপনি যদি সঠিকভাবে মেথির ব্যবহার জেনে থাকেন তাহলে ঘরে থেকে আপনি চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এর জন্য আপনাকে বাইরে থেকে কোন তেল বা কোন প্রোডাক্ট ব্যবহার করার কোন দরকার নেই। যে সকল প্রোডাক্ট আপনি বাইরে থেকে কিনেন চুল পড়া বন্ধ করার জন্য সে সকল প্রোডাক্টগুলো ঘরে ঠিক এভাবেই তৈরি করে সেজন্য একটু খেয়াল করলে আপনি নিজেই ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন নিজের পছন্দের মত তেল।

Leave a Reply