একটা দুইটা মাস অপেক্ষা করতে করতে ঠিক আপনার ঘর আলো করে চলে আসে আপনার আদরের সন্তান টি। যার জন্য এত অপেক্ষা করেছেন তার আসার খুশিতে আপনি নিশ্চয়ই আত্মহারা হয়ে যান। পরিবারের সবাই তাকে নিয়ে মেতে ওঠে আনন্দের সাগরে। আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার বন্ধু–বান্ধব সবাই মেতে উঠেছে আনন্দে। মিলে সেই ছোট্ট সন্তানটিকে স্বাগত জানাতে। আর তখন থেকেই শুরু হয়েছে আপনার অনেক দায়িত্ব। ছোট্ট শিশুটির জন্য কোন অযত্ন না হয় সেদিকে খুব ভালভাবে খেয়াল রাখতে হয় আপনাকে।
তার ছোট থেকে ছোটসমস্যা হচ্ছে সেটাও বেশ আপনি বুঝে ফেলতে পারেন।করবেন যে তার একটি সুন্দর অর্থযুক্ত নাম হোক। এবং সেই নামের সুন্দর অর্থ হোক তেমনটাই যেন হয় আধুনিক।যেন একটি ছোট্ট নাম হয় এবং অনেক সুন্দর হয়।জন্য আদিম যুগের নাম আপনি কিভাবে রাখতে পারেন। তখন সবাই আপনার নামটি পছন্দ করবে মেনে নেবে। আরেকটি সন্তানের নাম রাখার দায়িত্ব বেশিরভাগ বাবা–মায়েরই কারণ তারাই সন্তানটিকে লালন পালন করে বড় করে তুলবে মানুষের মত মানুষ করে তুলবে।
আপনার সন্তানটিকে সুন্দর একটি নাম দেয়ার পাশাপাশি তার দিকে খুব ভালভাবে নজর রাখতে হবে সে যেন প্রতিটি বিষয়ে সৎ এবং ভালো মানুষ ইকতার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ছোট শিশুদের ছোট তে যেভাবে গড়ে তোলা হয় সে ওইভাবে বড় হয়ে ওঠে। ছোট থেকে তাঁকে নৈতিকতার দিক গুলো বিবেচনায় দিতে হবে তাহলে সে নৈতিক গুণাবলী ও মানুষ হতে পারবেন।
তবে যখন আপনি আপনার সন্তানকে জন্য নাম নির্বাচন করবেন তখন আশেপাশের মানুষগুলো না না মতামত পোষণ করবে। সবাই সবার মতামত নিয়ে আপনার মতামতের সাথে মিল নাও রাখতে পারে। এমন অবস্থা তো আপনি চাইবেন যে আপনার পছন্দের অক্ষরটি দিয়ে যেন আপনার সন্তানের নাম রাখা হয়। আপনি যে নামটি পছন্দ করেছেন আপনি যেন সেই নামটি রাখতে পারেন সেটাও আপনি চেষ্টায় থাকবেন।
শ অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
এমন অবস্থায় আমরা রয়েছি আপনার পাশে আপনি আমাদের ওয়েবসাইট থেকে আপনার পছন্দের অক্ষর টি দিয়ে নাম খুঁজে নিতে পারেন। যে নামটি আপনার অনেক পছন্দ হবে এবং আপনার নামের সাথে মিল রেখে আপনার পরিবারের সবাই নামটি পছন্দ করবে।
এবং এত কিছুর মধ্য দিয়ে আপনার পছন্দের নামটি সবাই পছন্দ করেছে জেল আনতি হবে ইউনিকো সুন্দর অর্থপূর্ণ। চলুন তাহলে দেখে আসি পছন্দের অক্ষরটি দিয়ে কিছু নামের তালিকা। এ তালিকা থেকে আপনি আপনার সন্তানদের জন্য নাম পছন্দ করে নিতে পারবেন খুব সহজে।
Leave a Reply