
আসা করি আপনারা ২০২৪ সালের পবিত্র লাইলাতুল বরাত তারিখ জানতে পেরেছেন। আল্লাহ আমাদের রহমতের রাতগুলোতে তার ইবাদত করার তৌফিক দান করুন। আপনারা অনেকে শবে বরাতের রোজা কয়টি এবং নামাজ পড়ার নিয়মাবলী সম্পর্কে জানতে চাচ্ছিলেন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। উপলক্ষে নামাজ রোজার ফজিলত সম্বন্ধে। আপনারা অনেকেই আগ্রহী।
এরই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের জানাব। শাবান মাসের মধ্য রজনী হলো শবে বরাত। শাবান মাসের 15 , ইংরেজি তারিখ অনুযায়ী 18 মার্চ ২০২৪ দিবাগত রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজকে আমরা এই নিবন্ধনের মাধ্যমে তাদেরকে জানাই শবে বরাতের রোজা কয়টি। 15 সাবানের আছে তোমরা নফল ইবাদত করো এবং পরদিন রোজা রাখা রাসূল কথাটি বলেছেন। তবে আরবি মাসের 13, 14, 15 তারিখের 3 দিন তিনটি রোজা রাখতেন। তিনি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন। সেই হিসেবে শাবান মাসে তিনটি রোজা রাখা যেতে পারে। শবে বরাতের রোজা কয়টি সে সম্বন্ধে আপনার অনেকেই জানতে চাচ্ছিলেন।
আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো। আশাকরি আপনাদের সকল তথ্য জানা হয়ে যাবে। শবে বরাতের রোজা কয়টি এটা নিয়ে আপনারা গুগলে এবং বিভিন্ন জায়গায় সার্চ করছেন।
শবে বরাতের রোজা ২০২৪ কত তারিখে? শবে বরাতের রোজা কয়টি
কোরআনের আলোকে শবে বরাত
শবে বরাত বা লাইলাতুল বারাআত পরিভাষা কুরআন কারীমে কোথাও ব্যবহৃত হয়নি। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী পরিভাষাটিও কুরআন কারীমে কোথাও ব্যবহৃত হয়নি। তবে কুরআন কারীমের একটি আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ শবে বরাত প্রসঙ্গ আলোচনা করেছেন।
শবে বরাতের হাদিস সমূহ
কুরআন কারীমে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোনোরূপ নির্দেশনা নেই। তবে এ বিষয়ে অনেক হাদীস বর্ণিত হয়েছে। মধ্য শাবানের রজনী বা শবে বরাত সম্পর্কে প্রচলিত হাদীসগুলিকে সেগুলির অর্থ ও নির্দেশনার আলোকে ছয় ভাগে ভাগ করা যায়। যথাঃ
১. শবে বরাতে বিশেষ ক্ষমা সংক্রান্ত হাদীস
২. শবে বরাতে ভাগ্য নির্ধারণ সংক্রান্ত হাদীস
৩. শবে বরাতের দোয়া সংক্রান্ত হাদীস
৪. শবে বরাতে কবর জিয়ারত সংক্রান্ত হাদীস
৫. শবে বরাতের নামাজ ও দোয়া সংক্রান্ত হাদীস অনির্ধারিত পদ্ধতিতে
৬. শবে বরাতের নামাজ সংক্রান্ত হাদীস নির্ধারিত পদ্ধতিতে
Leave a Reply