শবে বরাতের রোজা ২০২৪ কত তারিখে? শবে বরাতের রোজা কয়টি

শবে বরাতের রোজা ২০২২ কত তারিখে? শবে বরাতের রোজা কয়টি

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মোতাবেক শবে বরাত কবে হবে তার সময়সূচী প্রকাশ করেছে। ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের জানাব। শাবান মাসের মধ্য রজনী হলো শবে বরাত। শাবান মাসের 15 , ইংরেজি তারিখ অনুযায়ী 18 মার্চ ২০২৪ দিবাগত রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে আরবি মাসের 13, 14, 15 তারিখের 3 দিন তিনটি রোজা রাখতেন। তিনি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন। সেই হিসেবে শাবান মাসে তিনটি রোজা রাখা যেতে পারে। শবে বরাতের রোজা কয়টি সে সম্বন্ধে আপনার অনেকেই জানতে চাচ্ছিলেন।
এ হাদিস দিয়ে শবেবরাতের একটি নফল রোজা প্রমাণিত হয়। তবে বিভিন্ন হাদিসে হজরত মুহাম্মদ (সা.) প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তিনদিন তিনটি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন।

শবে বরাত কবে ২০২৪ শবে বরাতের রোজা কবে করতে হবে

শবে বরাতের রোজা কয়টি রাখতে হয় এবং রোজা রাখার নিয়ম দেখুন

শবে মেরাজের রোজার নিয়ত সম্বন্ধে আপনারা অনেকেই জানতে আগ্রহী। তাই আজকে আমরা এই নিবন্ধনের মাধ্যমে শবে মেরাজের নামাজের নিয়ত তথ্য আপনাদের জানাবো। যারা শবে বরাতের নফল রোজার রাখার নিয়ত করেছে তাদের জানাই। আপনি যদি তিনটি রাখেন তাহলে আপনি ১২, ১৩, ১৪ তারিখ রোজ রৃহপতি শুক্র শনি বার রোজা রাখেন।যদি 2টা রোজ রাখেন তাহলে শুক্র ও শনিবার এবং ১টা রাখতে চাইলে শনিবার রোজা রাখেন।

শবে বরাত কত তারিখে ২০২৪

শবে বরাতের রোজা ২০২২ কত তারিখে? শবে বরাতের রোজা কয়টি

শবে বরাতের দোয়া সংক্রান্ত হাদীস

পূর্বোক্ত দুপ্রকারের হাদীসে মধ্য শাবানের রজনীর ফযীলত বা মর্যাদা সম্পর্কে বিভিন্ন বিষয় বলা হয়েছে। কিন্তু সেগুলিতে এ রাতে বিশেষ কোনো নেক আমলের নির্দেশ বা উৎসাহ প্রদান করা হয়নি। মধ্য শাবানের রজনীর ফযীলত বিষয়ে বর্ণিত তৃতীয় প্রকারের হাদীসগুলিতে এ রাত্রিতে সাধারণভাবে দোয়া করার উৎসাহ প্রদান করা হয়েছে। এ রাতে দোয়া করা, আল্লাহর কাছে নিজের প্রয়োজন মেটানোর জন্য আকুতি জানানো এবং জীবিত ও মৃতদের পাপরাশি ক্ষমালাভের জন্য প্রার্থনার উৎসাহ প্রদান করা হয়েছে।

শবে বরাতের নামাজ সংক্রান্ত হাদীস নির্ধারিত পদ্ধতিতে

শবে বরাতের ফযীলত বিষয়ে বর্ণিত অন্য কিছু হাদীসে এ রাত্রিতে বিশেষ পদ্ধতিতে নির্দিষ্ট সংখ্যক রাকআত সালাত আদায়ের বিশেষ ফযীলতের কথা উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিস ও আলিমগণের সর্বসম্মত মত অনুযায়ী এ অর্থে বর্ণিত সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন, যা হিজরী চতুর্থ শতকের পরে রাসুলুলাহ সঃ এর নামে রচনা করে বানোয়াট সনদ তৈরি করে প্রচার করা হয়েছে।

মুহাদ্দিসগণ নিরীক্ষার মাধ্যমে জালিয়াতি নিশ্চিত করেছেন। তাঁরা একমত যে, শবে বরাতের রাত্রিতে নির্দিষ্ট রাক’আত নির্দিষ্ট সূরা দিয়ে পাঠ করার অর্থে বর্ণিত সকল হাদীসই বানোয়াট এবং গল্পকার ওয়ায়েযদের মস্তিস্কপ্রসূত কথা । নিম্নে হাদীসগুলো আলোচনা করা হল। যেহেতু এগুলি সবই রাসূলুল্লাহ সঃ এর নামে প্রচারিত বানোয়াট কথা যা তিনি কখনোই বলেন নি বলে মুহাদ্দিসগণ একমত।

শবে বরাতের রোজা

প্রতি আরবী মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ সিয়াম পালন সুন্নাত নির্দেশিত গুরুত্বপূর্ণ নফল ইবাদত । এছাড়া রাসূলুল্লাহ (%) শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সাধারণত তিনি শাবানের প্রথম থেকে ১৫ তারিখ পর্যন্ত রোযা রাখতেন এবং অনেক সময় প্রায় পুরো শাবানই সিয়ামরত থাকতেন। এজন্য শাবানের প্রথম থেকে ১৫ তারিখ অথবা অন্তত ১৩, ১৪ ও ১৫ তারিখ সিয়াম পালন সুন্নাত সম্মত গুরুত্বপূর্ণ নেক আমল। তবে শুধু ১৫ই শাবান সিয়াম পালনের বিষয়ে কোনো গ্রহণযোগ্য হাদীস পাওয়া যায় না।
তাহলে বন্ধুরা এ নিবন্ধনের মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আরও কোন তথ্য জানতে চাইলে আপনার আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

তবে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, শবে বরাতের নফল নামাজ আদায় করতে গেলে আপনারা যেন, কোনো সময়ে ফরজ নামাজ আদায় করতে ভুলে না যান। আপনার অনেকে ফরজ নামাজের এবং শবে বরাতের নামাজের ফজিলত সম্বন্ধে জানতে চান। তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে শবে বরাতের নামাজের ফজিলত সম্পর্কে আপনার উপস্থাপন করব।
ইবাদতের মাধ্যমে সৃষ্টি হলে নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ। ইবাদতের মধ্যে প্রতিটি নফল ইবাদতের জন্য অজু করা মুস্তাহাব । বিশেষ ইবাদত গোসল করা মুস্তাহাব।

ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেষ্ঠ। তাই আল্লাহ তায়ালার শবে বরাতের রাত সকল কিছু উপস্থাপন করলাম। তাহলে বন্ধুরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের শবে বরাতের নামাজের ফজিলত শবে বরাতের রোজার নিয়ত
শবে বরাতের রোজা কয়টি সেই তথ্য জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আরও কোন তথ্য জানতে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*