ভালোবাসার আসলে কোন রং হয় না। কোন আকার – আকৃতি, গন্ধ কিছুই নেই ভালোবাসার। ভালোবাসা পরিমাপ করাও যায় নান।ভালোবাসা আসলে দৃশ্যমান কোন বিষয় না। ভালোবাসা হলো অদৃশ্য মায়ার বাধন৷ ভালোবাসা হলো অনুভবের বিষয়। আর ভালোবাসার জন্য প্রথমেই দরকার সুন্দর একটি মন আর বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা গড়ে উঠতে পারে না। তাই ভালোবাসতে হলে বিশ্বাস করতে জানতে হবে৷ আর সেই সাথে সাথে বিশ্বাসটাকে টিকিয়ে রাখতেও জানতে হবে।
অনেক সময় দেখা যায় অনেকে সত্যিকার ভালোবাসা বিষয়টি নিয়ে বিভিন্ন কথা সার্চ করে। আপনি যদি সত্যিকারের ভালোবাসা নিয়ে এরকম কথা খুঁজে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য উপকারি হতে পারে বলে আশা করছি৷ কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে ভালোবাসা নিয়ে বিভিন্ন রকম কথার মাধ্যমে। এখান থেকে খুব সহজেই ভালোবাসা নিয়ে বিভিন্ন কথা জানতে পারবেন খুব সহজেই।
ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র একটি বিষয়। আর ভালোবাসার কোন নিদিষ্ট সজ্ঞা দেওয়াও সম্ভব নয়। আবার কোন একটি কথার মাধ্যমেও ভালোবাসা ব্যাপারটা বুঝানো সম্ভব নয়। ভালোবাসা এমন একটি বিষয় যা কোন দৃশ্যমান কোন কিছু দিয়েও বোঝানো সম্ভব নয়। ভালোবাসা হলো অনুভবের বিষয়৷ অদৃশ্য এক মায়ার বাধন৷ আর পৃথিবীতে ভালোবাসা আছে বলেই আজও পৃথিবী টিকে আছে।
প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার মাধ্যমে। একটি পরিবার গড়ে উঠে ভালোবাসার মাধ্যমে। স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসার দ্বারাই একটি পরিবার টিকে থাকে। ভালোবাসা ছাড়া কোনভাবেই কোন সম্পর্ক গড়ে উঠতে পারে না, টিকে থাকতেও পারে না। আর পরিবারও গড়ে উঠতে পারে না।
ভালোবাসা এমন এক মায়া জালের নাম, যেখানে আপনার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও হৃদয়ের সেই প্রতিটা ভাঙা টুকরো দিয়েই তাকে ভালোবাসবেন। কারণ এটা এমন একটা অনুভূতি যা কখনো ভোলা সম্ভব নয়। শত ব্যস্ততার পরেও মানুষ তার প্রিয় মানুষটির কাছে ফিরতে পারলেই যেন সমস্ত ক্লান্তি দুর হয়ে যায়৷ আর ভালোবাসার মানুষটির জন্য সব কিছু হাসি মুখে সহ্য করাও যেন কোন কষ্টের না এমন মনে হয়৷
এই যে পৃথিবী, এত এত কাজ, এত পরিশ্রম সবকিছুর পেছনে রয়েছে ভালোবাসা। ভালোবাসার মানুষগুলো সুখি রাখার জন্য, ভালো রাখার জন্য মানুষ এত কিছু করে। যদি ভালোবাসা না থাকতো, তাহলে এই পৃথিবীটা এত সুন্দর হতো না। এত সুন্দর সুন্দর সম্পর্কগুলো তৈরি হতো না আর টিকেও থাকতো না। তাই সব কিছুর জন্য, ভালো কিছুর জন্য ভালোবাসা দরকার, খুব করে ভালোবাসাটার দরকার৷
ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ভালোবাসা না থাকলে পৃথিবীটা হয়তো এতদিন টিকে থাকতো না। ভালোবাসা আছে বলেই সুখ- শান্তি পৃথিবীতে বিরাজ করে। তবে যখন কেউ কাউকে বিশ্বাস করে, তার উপর আস্থা স্থাপন করে কেবল তখনই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আর ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাকার জন্য একে -অপরকে যেমন ভালোবাসতে হবে, তেমনিভাবে একে -অপরের প্রতি বিশ্বাসও রাখতে হবে। আর একে -অপরকে সম্মানও করতে হবে। তাহলেই ভালোবাসা পূর্ণতা পাবে।
আবার স্বার্থ দিয়েও ভালোবাসা হয় না। সত্যিকারের ভালোবাসাতে স্বার্থ দেখা হয় না। আসলে যারা ভালোবাসার মধ্যে স্বার্থ খুঁজে, তারা সত্যিকার অর্থে ভালোবাসতে পারে নি। তাই কাউকে ভালোবাসতে হলে কোন কিছুর প্রত্যাশা না করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এক বুক সুমুদ্র নিযে ভালোবাসতে হবে। আর ভালোবাসার মানুষটিকে শ্রদ্ধা-সম্মান করতে জানতে হবে। যে ভালোবাসায় একে অপরের প্রতি সম্মান নেই, সেই ভালোবসা প্রকৃতপক্ষে, সত্যিকার অর্থে ভালোবাসাই নয়।
আর এই সুন্দর পৃথিবীটা টিকে আছে সত্যিকার ভালোবাসার জোরেই। ভালোবাসা না থাকলে এই পৃথিবী এত সুন্দর হতো না। তাই ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে হবে আর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে পবিত্র ভালোবাসা।
Leave a Reply