
আমরা যেমন একাদশ অধ্যায়ের জীব প্রজনন সম্পর্কে জেনেছি, তেমনি দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি এবং এর বিবর্তন কিভাবে ঘটে চলেছে সে সম্পর্কে ধারণা অর্জন করেছি। তাই যারা দ্বাদশ অধ্যায় পাঠ করেছে তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান বিষয়ের জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়ের প্রশ্নের সমাধান দেখে নেবেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে জীববিজ্ঞান বইটির সকল অধ্যায়ের অনুশীলনির সৃজনশীল প্রশ্নের সমাধান নির্ভুলভাবে প্রদান করা হয়েছে যা ইতোমধ্যে অনেক শিক্ষার্থী দেখে তাদের পড়ালেখার সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করতে পেরেছে। তাই দ্বাদশ অধ্যায় এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে নিচের দিকে চলে যান।
জীববিজ্ঞান বইটির দ্বাদশ অধ্যায় এর নাম জীবের বংশগতি ও বিবর্তন। একটা জীব তার বংশ কে রক্ষা করার জন্য বিভিন্নভাবে প্রজনন এর সহায়তা গ্রহণ করে বংশবিস্তার করে থাকে। তবে এই বংশবিস্তার কিভাবে ঘটে থাকে এবং এই বংশবিস্তারের পেছনে কোন নিয়ম ও কাজ করে তা জানতে হলে আপনাদের দ্বাদশ অধ্যায় পাঠ করতে হবে। কারণ দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি কিভাবে পরম্পরায় বিস্তৃতি লাভ করে এবং যুগের পরিবর্তনে জীবের বংশগতি ক্ষেত্রে কি ধরনের বিবর্তন আসে তার যদি জানতে চান অবশ্যই আপনারা এই অধ্যায়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পাঠ করবেন।
আপনারা যদি দ্বাদশ অধ্যায় পাঠ করেন তাহলে বংশগতির ধারণা ব্যাখ্যা করার পাশাপাশি ডিএনএ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তাছাড়া বিবর্তনের ধারণা সম্পর্কে আমাদের যে মতবাদ রয়েছে তার সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের কি পড়তে হবে এবং প্রজাতি টিকে থাকার ক্ষেত্রে বিবর্তনের গুরুত্ব কতটা উপযোগী তা জানতে হবে।
জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়ের এক নম্বর সৃজনশীল প্রশ্নে একটি লিখিত উদ্দীপক রয়েছে এবং এই উদ্দীপক পড়ে আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষের গায়ের রং থেকে শুরু করে বিভিন্ন বৈশিষ্ট্য তাঁর পিতা মাতার উপর নির্ভর করে। বংশগতির এই অধ্যায়টি আপনার যদি পারেন তাহলে এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবেন এবং যারা পারবেন না তারা নিচের দেখানো প্রশ্ন এবং প্রশ্ন-উত্তর দেখে নেবেন।
সিফাত একজন কৃষক । তার দুইটি কন্যাসন্তান রয়েছে । বড় কন্যাটি দেখতে হুবহু বাবার মতো এবং ছোট কন্যাটির চুল , গায়ের রং বাবার মতো হলেও দেখতে মায়ের মতো । সম্প্রতি তাঁর আরও একটি কন্যাসন্তান হওয়াতে সে তার স্ত্রীর উপর ভীষণ ক্ষুব্ধ । গ্রামের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সে জানতে পারে সন্তানের লিঙ্গ নির্ধারণে তার স্ত্রীর কোন ভূমিকা নেই ।
ক . বংশগতিবিদ্যা কী ?
খ . অনুলিপন বলতে কী বুঝায় ?
গ . সিফাতের সন্তানদের ক্ষেত্রে এরূপ শারীরিক গঠনগত ভিন্নতার কারণ ব্যাখ্যা কর ।
ঘ . সিফাতের ক্ষুব্ব হওয়াটা অযৌক্তিক কেন ? যুক্তিসহ বিশ্লেষণ কর ।
নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে প্রদান করা হলো। আপনারা এখান থেকে প্রশ্নের উত্তর দেখে নেবেন এবং আপনারা পাঠ্য বই পড়ে যে ধারণা অর্জন করেছেন তার সঙ্গে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নের উত্তর বই থেকে পড়ে উত্তর করাটা খুবই সহজ।
2. সোহেল টেলিভিশনের একটি চ্যানেলে দেখতে পেল যে ব্রাজিলের একটি শহরে পোষা বিড়ালের মেলা হচ্ছে । সে দেখল , একই প্রজাতি হওয়া সত্ত্বেও বিভিন্ন বিড়ালের আকার , রং , বর্ণ ভিন্ন । পরবর্তী সময়ে একদিন সে দেখে , বন্য পরিবেশে বিড়ালের বেড়ে ওঠার চিত্র । এ সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে বিবর্তন ও অভিযোজন সম্পর্কে ধারণা দেন ।
ক . লোকাস কী ?
খ . অভিযোজন বলতে কী বুঝায় ?
গ . সোহেলের দেখা প্রাণীগুলোর ভিন্নতার কারণ ব্যাখ্যা কর ।
ঘ . উদ্দীপকের প্রথম পরিবেশের প্রাণীকে যদি দ্বিতীয় পরিবেশে ছেড়ে দেওয়া হয় তবে কী ঘটবে— বিশ্লেষণ কর ।
Leave a Reply