নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের রাসায়নিক বন্ধন অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে প্রদান করা হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটি অধ্যায়ের বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা অধ্যায় পাঠ করার পরে এখান থেকে তা অনুশীলন করতে পারে। যারা রসায়ন বিষয়টি পাঠ করবেন তারা বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং এর মাধ্যমে একটি পদার্থের ভেতরে যে রাসায়নিক সম্পর্ক রয়েছে সেগুলো কিভাবে সংঘটিত হচ্ছে তা জানতে পারবেন। তাই আপনারা যদি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়টি পাঠ করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আপনার অবশ্যই এই অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেখে নিবেন।
রসায়ন বই এর পঞ্চম অধ্যায়ের নাম হল রাসায়নিক বন্ধন এবং এই বন্ধন এর মাধ্যমে আপনারা মানুষের বন্ধন এর চাইতে রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন বন্ধন সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ একটা পদার্থের সঙ্গে অন্য আরেকটি পদার্থের ঠিক বন্ধন কতটুকু এবং কি পরিমানে হলে তা সঠিকভাবে বিক্রিয়া করতে পারে এবং তা বৈজ্ঞানিক ভিত্তিতে পরিচালিত হয় তা জানতে হলে রাসায়নিক বন্ধন অধ্যায়টি পাঠ করবেন। এই অধ্যায় পাঠ করলে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনেক তথ্য জানতে পারবে এবং এর মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে অন্যান্য প্রতিযোগিতর চাইতে এগিয়ে থাকবে। তাই আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের সকল সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে প্রদান করা হলো।
রাসায়নিক বন্ধন অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরে আপনাদেরকে সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করার পাশাপাশি প্রয়োগমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। বই পাঠ করার সময় বিভিন্ন নমুনা এবং উদাহরণ দেখে আপনারা প্রত্যেকটি টপিক সঠিকভাবে বুঝে থাকলেও প্রশ্নের উত্তর প্রদান করার ক্ষেত্রে অনেকেই হয়তো বুঝতে পারেন না। সেই ক্ষেত্রে অধ্যায় পাঠ করার পরে আপনাদের উচিত হবে প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনির সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা এবং বারবার অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নেওয়া। তাই নিচে গিয়ে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিন।
1 .সৃজনশীল প্রশ্ন X [ এখানে X ও Y প্রতীকী অর্থে ; কোনো মৌলের প্রতীক নয় ]
( ক ) সমযোজী বন্ধন কাকে বলে ?
( খ ) Na এবং Na + আয়নের আকারের ভিন্নতা দেখা যায় কেন ?
( গ ) উদ্দীপকের YX যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান ? ব্যাখ্যা করো ।
( ঘ ) x আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করলেও Y কখনো সমযোজী বন্ধন গঠন করে না- যুক্তিসহ ব্যাখ্যা করো ।
রাসায়নিক বন্ধন অধ্যায়ের দু’নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল এবং এখান থেকে আপনারা রাসায়নিক বন্ধন অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন কমেন্ট পাবেন এবং সেখান থেকে কিভাবে উত্তর করতে হবে তা অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখলে বুঝতে পারবেন।
2. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও । ( a ) CH₂ ( b ) NaCl ( c ) CCL₂ ( d ) CH , OH রসায়ন
( ক ) সমযোজী বন্ধন কী ?
( খ ) পানি পোলার যৌগ কেন ? ব্যাখ্যা করো ।
( গ ) উদ্দীপকের কোন যৌগ কেলাস গঠন করে ব্যাখ্যা করো ।
( ঘ ) উদ্দীপকের ( b ) যৌগটি পানিতে দ্রবীভূত হলেও ( c ) যৌগটি পানিতে দ্রবীভূত হয় না , বিশ্লেষণ করো ।
রাসায়নিক বন্ধন অধ্যায়ের যদি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পেতে চান তাহলে নিচের দিকে দেখুন এবং সেখান থেকে আপনারা পাঠ্যবইয়ের অনেকগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর ও বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
Leave a Reply