নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল ও MCQ (বহুনির্বাচনী) প্রশ্নের উত্তর

Rate this post

আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকল বিষয়ে সকল অধ্যায়ের প্রশ্নের সমাধান প্রদান করা হচ্ছে এবং আজকে এই পোষ্টের মাধ্যমে আপনারা পদার্থ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ স্থির বিদ্যুৎ অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা বর্তমানে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছেন এবং বিজ্ঞান বিভাগের বিষয় গুলো পড়ার মাধ্যমে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারছেন তারা হয়তো এই পড়া গুলো উপভোগ করতে পারছেন এবং নতুন কিছু সম্পর্কে জানতে পারছেন। তেমনিভাবে দশম অধ্যায়ের স্থির বিদ্যুৎ অধ্যায়টি পাঠ করার পরে আপনারা যে গুলো এতদিন আজগুবি বা অহেতুক কারণ বলে জানতেন সেগুলো এখন বৈজ্ঞানিক ভিত্তিতে সত্যি বলে মেনে নিয়েছেন এবং এর বৈজ্ঞানিক যুক্তি বা বিশ্লেষণ বুঝতে পারছেন। তাই নিচে চলে যান এবং সেখান থেকে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের স্থির বিদ্যুৎ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর দেখে নিন।

শীতকালে চুল আঁচড়ানোর পর চিরুনি যদি কিছু ছোট ছোট কাগজকে চিরন এর সাথে ধরা হয় তাহলে সেগুলো আকর্ষণ করে আবার আকাশে বিভিন্ন বজ্রপাত এর সঙ্গে আলোর ঝলক আমরা দেখতে পাই। এই সকল কর্মকান্ড ঘটে থাকে স্থির বিদ্যুৎ এর কারণে। আমরা সকলেই জানি যে আমাদের আশেপাশের সকল কিছু পরমাণু এবং অনু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে সাধারণত নিউক্লিয়াস থাকে এবং সেটিকে ঘিরে ইলেকট্রন সবসময় ঘুরতে থাকে।

কোনভাবে যদি পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন কে আলাদা করা যায় তাহলে তার ধনাত্মক এবং – চার্জের কোনটির কারণে এর ভেতরে স্থির বিদ্যুৎ এর জন্ম হবে এবং তখন আমরা এটার প্রভাব বুঝতে পারব। বিভিন্ন ইলেকট্রিক বিষয়বস্তু ধনাত্মক এবং – বিষয়ের উপরে নির্ভর করে এবং সেই অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। তাছাড়া এই অধ্যায়টি পাঠ করলে দুটো চারতে পাশাপাশি রাখা হলে কিভাবে তারা নিজেদের মধ্যে আকর্ষণ করে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ইতোমধ্যে তোমরা জানতে পেরেছো।

এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর উদ্দীপক সহ প্রদান করা হলো। রিমা চুল আঁচড়ানোর পর দেখতে পেল তার চিরুনি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করছে । সীমা বলল চিরুনিটি ধনাত্মকভাবে আহিত হয়েছে , যার জন্য এটা ঘটেছে । রিমার বক্তব্য চিরুনিটি ঋণাত্মক আধানে আহিত হয়েছে । বিষয়টির সুরাহার জন্য দুজন তাদের পদার্থবিজ্ঞান শিক্ষককে খুঁজতে গিয়ে তাকে পদার্থবিজ্ঞান গবেষণাগারে পেল । তিনি সব শুনে তাদেরকে তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিরুনির আধানের প্রকৃতি নির্ণয় করতে বললেন ।
( ক ) আধান বলতে কী বোঝ ?
( খ ) ঘর্ষণে কেন বস্তু আহিত হয় বুঝিয়ে দাও ।
( গ ) চিরুনিটি আহিত হওয়ার কারণ বর্ণনা করো ।
( ঘ ) যন্ত্রটির সাহায্যে কীভাবে চিরুনিটির আধানের প্রকৃতি নির্ণয় করা যাবে ব্যাখ্যা করো ।

দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তরঃ আপনাদের চিত্রভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে প্রদান করতে হবে এবং সেজন্য নিচে শুধু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর প্রদান করা হলো।
( ক ) তড়িৎ ক্ষেত্র কী ?
( খ ) P বিন্দুতে স্থাপিত বস্তুর অবস্থান পরিবর্তন করলে এটির উপর অনুভূত বলের কীরূপ পরিবর্তন ঘটবে ?
( গ ) ‘ ক ‘ চিত্রে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো ।
( ঘ ) চিত্র ‘ ক ‘ অপেক্ষা চিত্র ‘ খ ‘ এ অনুভূত পরিবর্তন বিশ্লেষণ করো ।

এখানে আপনারা তড়িৎ বল টপিক এর উপরে দশম অধ্যায় 3 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবেন। 3. 4 ( 2C ) , 42 ( 1C ) এবং q3 ( 1C ) এই তিনটি আধান একটি সরল রেখায় পর্যায়ক্রমে পরস্পর থেকে সমদূরত্বে রাখা আছে ।
( ক ) তড়িৎ বল কী ?
( খ ) তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয় কেন ?
( গ ) তিনটি চার্জের জন্য যে বলরেখা তৈরি হবে তার চিত্র আঁকো ।
( ঘ ) 91 আধানটির মান কত হলে q আধানটি কোনো বল অনুভব করবে না সেটি বিশ্লেষণ করো ?

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button