আরবি বার মাসের মধ্যে ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ ও উত্তম মাস হল রমজান মাস। আর রমজান মাসের বিশেষ ইবাদত গুলোর মধ্যে তারাবির নামাজ একটি। আমরা যারা রমজান মাসের রোজা পালন করি অনেকেই তারাবির এই নামাজটি আদায় করে থাকে। মূলত এশার নামাজের শেষ করার পর মুসলমানরা তারাবির নামাজ টি আদায় করেন রমজান মাসের পুরো মাসটি জুড়ে। তাই আপনারা যারা মাহে রমজান উপলক্ষে ইবাদতের মধ্যে বিশেষ ইবাদত তারাবির নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন
তাদের জন্য তারাবির নামাজ পাঠ করার ক্ষেত্রে তারাবির নামাজের বিশেষ দোয়াটি জানা দরকার। আমাদের মধ্যে অনেক মুসলিম ভাই ও বোনেরা তারাবির নামাজের এই দোয়াটি সম্পর্কে জানেন না। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি আর সেই গুরুত্ব পূর্ণ বিষয়টি হলো তারাবি নামাজের দোয়া সম্পর্কে। তাই আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী আমাদের ওয়েবসাইটে থাকা পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পবিত্র রমজান মাসে তারাবির নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা সারা বিশ্বের মুসলমানরা রমজান মাসের এই গুরুত্বপূর্ণ ইবাদত গুলো পালন করার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু একজন মুসলমান ব্যক্তি কে এ ধরনের ইবাদত করার ক্ষেত্রে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হলো তারাবির নামাজের ক্ষেত্রে বিশেষ কিছু দোয়া রয়েছে সেই বিশেষ দোয়াটি পাঠ করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আমরা তারাবির নামাজের দোয়া জানিনা কিন্তু তারাবির নামাজ পাঠ করার ক্ষেত্রে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ।
তারাবির নামাজ এমন একটি নামাজ যে নামাজ টি পবিত্র রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আদায় করা যায় না। তাই আমরা অনেকেই তারাবির নামাজের দোয়া জানি কিন্তু অনেক সময় এটা আমল না করাই ভুলে যায় যেহেতু এক বছর পর পর তারাবির নামাজ আদায় করতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব তারাবির নামাজের দোয়াটি সম্পর্কে। তারাবির নামাজ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত তাই কোন অবস্থাতেই ইসলামের নির্দেশনার বাইরে এই নামাজ আদায় করা যাবে না। সঠিক নিয়ম অনুসরণ করে এই নামাজ আদায় করতে হবে।
দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা, তার কাছে কিছু চাওয়া, প্রার্থনা করা অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হল দোয়া। কুরআন হাদিসে দোয়াকেও ইবাদাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তিনি প্রতিনিয়ত বিভিন্ন নামাজে দোয়া করেছেন এবং তার সাহাবায়ে একরামদের দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই নবীজি তারাবির নামাজ পাঠ করার সময় এই দোয়াটি পাঠ করতে বলেছেন এবং তার উম্মতদেরও এই দোয়া পাঠ করার কথা বলেছেন।
সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লা জি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ। কোন মুসলমান ব্যক্তি যদি তারাবির নামাজ পাঠ করার সময় এই দোয়াটি পাঠ করেন তার জন্য রয়েছে অশেষ ফজিলত ও বরকত। এই দোয়াটি পাঠ করার জন্য বিশেষ ভাবে নির্দেশ রয়েছে ইসলামে।
তারাবির নামাজ টি এমন একটি নামাজ যেটা রমজান মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদিও এই নামাজ টি সুন্নাতে মুয়াক্কাদা তবুও কোন মুসলমান ব্যক্তি যদি এই নামাজটি আদায় করেন তার জন্য রয়েছে অশেষ সওয়াব। নবীজি নিজে এই নামাজ পড়েছেন এবং তার সাহাবাদের এ নামাজ পড়ার জন্য নির্দেশ দিতেন। মাহে রমজান মাস উপলক্ষে আপনারা তারাবির নামাজ আদায় করবেন
এবং এই তারাবির নামাজের দোয়া যদি জানা না হয়ে থাকে তাহলে সঠিক ভাবে এই নামাজের দোয়া জেনে নিবেন। মাহে রমজান মাস যেহেতু আমাদের জীবনে দোয়া কবুলের মাস। তাই এই মাসের সঠিক ভাবে ইবাদত বন্দেগী করার মাধ্যমে মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা সম্ভব। তাই আমরা যারা তারাবির নামাজের দোয়া জানিনা তারাবির নামাজের দোয়াটি সম্পর্কে আমরা আজকে জানিয়ে দিলাম। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে আপনারা আমাদের সঙ্গে থাকুন।
Leave a Reply