English grammar শেখার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে tense অর্থাৎ tense না শিখলে english learning সম্ভব না। Tense জানলে ইংলিশ গ্রামার এর অন্য part গুলা শেখা easy হয়ে যায়। অনেকেই tense শিখতে গিয়ে হতাশ হয় এবং ফিরে আসে,অনেকে আবার গুলিয়ে ফেলে কোনটা কোন tense আইডেন্টিফাই করতে পারেনা। আসুন জেনে নেওয়া যাক tense মনে রাখার কৌশল।
Tense শিখতে গেলে প্রথমেই tense এর auxiliary verb গুলো মনে রাখতে হবে তাহলে tense শিখা অনেক সহজ হবে। Tense কে তিন ভাগে ভাগ করা যায়:
1.Present tense
- Past tense
- Future tense
এগুলোর প্রত্যেকটিকে আবার চারটি করে অংশে ভাগ করা যায়। যথা:
- Indefinite
- continuous
- perfect
- perfect continous
আসুন এবার জেনে নিই প্রতিটি tense এর auxillary verb গুলো। আপনি যদি tense এর auxillary verb গুলো ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে আশা করা যায় tense নিয়ে আপনার কোনো সমস্যা হবেনা।
Present indefinite | Do,does | Past perfect | Had |
Present continuous | Am,is,are | Past perfect continuous | Had been |
Present perfect | Have,has | Future indefinite | Will,shall |
Present perfect continuous | Have been,has been | Future continuous | Will be,shall be |
Past indefinite | Did | Future perfect | Will have,shall have |
Past continuous | Was, were | Future perfect continuous | Will have been,shall have been |
এবার জেনে নেওয়া যাক tense এর structure। যে কেউ এই গঠনপ্রণালি অনুসরণ করলেই sentence making করা যাবে।
Present indefinite: sub.+ verb+ obj.+ Extension.
Present continuous: sub+ am/is/are+( main verb+ ing)+obj.+extension.
Present perfect: sub+ have/ has+ past participle form of verb+ obj.+extension.
Present perfect continuous: sub+ have been/ has been+ (main verb+ ing) + since/ for+ obj.
Past indefinite: sub+ past form of verb+ obj+ extension.
Past continuous: sub+ was/ were+ (main verb+ ing)+ obj.+ Extension.
Past perfect: • 1st sub+ had + verb এর past participle + before+ 2 nd sub+ verb er past form+ 2nd obj.
- 1st sub+ verb এর past form+ after + 2nd sub+ verb এর past participle + obj.
অনেক শিক্ষার্থীর past perfect tense এ সমস্যা হয় before এবং after নিয়ে। এখানে মনে রাখতে হবে before (পূর্বে) অর্থাৎ before এর আগের tense হবে past perfect tense। আবার after (পরে) এর পরের sentence টা হবে past perfect tense।
Past perfect continuous: 1st sub+ had been+ main verb + ing+ 1st obj.+ 2nd sub+ past form of main verb+ 2nd obj.
Future indefinite: sub+ shall/ will+ main verb + obj.
Future continuous: sub+ shall be/ will be+ main verb+ ing+ obj.
Future perfect: •1st sub+ shall have/ will have+ past participle form of verb+1st obj.+ before+2nd sub+ main verb+ 2nd obj.
- 1st sub+ main verb+ 1st obj+after+ 2nd sub+ will have/ shall have+ past participle form of verb+ 2nd obj.
Future perfect continuous: 1st sub+ will have been/ shall have been+ main verb+ ing+ 2nd sub+ main verb+ 2nd obj.
Tense মনে রাখার সহজ উপায়, বাংলায় tense চেনার উপায়, সহজে tense শিক্ষা, Tense এর ব্যবহার, Tense এর গঠন প্রণালী, ১২ টি tense এর গঠন ছন্দে ছন্দে, tense Present Indefinite Tense এর উদাহরণ
Leave a Reply