সরকারি চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষক সহ ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে বৈশাখী ভাতা প্রদান করা হয়ে থাকে। তবে বৈশাখী ভাতা বিস্তারিতভাবে কাদেরকে প্রদান করা হয় এবং কত শতাংশ প্রদান করা হয়েছে প্রসঙ্গে আজকের আলোচনা থাকবে। দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাতা সংক্রান্ত বিষয় আলোচনা করছি বলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে এই ভাতা পাচ্ছেন তেমনিভাবে অন্যান্য অনেক ক্যাটাগরিতে আপনাদেরকে কর্তৃপক্ষ ভাতা প্রদান করছেন। তাই বৈশাখী ভাতা কত শতাংশ সে প্রসঙ্গে জেনে নিতে পারলে হয়তো আপনাদের যেকোনো কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তাই নিজের তথ্যের ভিত্তিতে আপনারা বৈশাখী ভাতা কত শতাংশ করে প্রদান করা হয় তা জানিয়ে দেওয়া হলো।
বর্তমান সময়ে সরকারি যেসকল চাকরিজীবী রয়েছেন অথবা যে সকল চাকরিজীবী বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অধীনে চাকরি করছেন তাদেরকে বৈশাখী ভাতা প্রদান করা হয়। যেহেতু আমরা বাঙালি সেহেতু এ দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রত্যেক বছর ইংরেজি মাসের এপ্রিল মাসের ১৪ তারিখে বৈশাখ মাস পালন করা হয়ে থাকে। বৈশাখ মাসে আমাদের বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি নীতিমালা অনুযায়ী প্রত্যেক ঈদে দুইটি করে ঈদ বোনাস প্রদান করার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আরও বোনাস প্রদান করা হয় এবং তা মূল বেসিকের সমান প্রদান করা হয়। আর যখন এপ্রিল মাসের ১৪ তারিখ আসে ঠিক দশ তারিখের ভেতরেই কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদেরকে বৈশাখী ভাতা প্রদান করে। তাছাড়া বৈশাখী ভাতা সরকারি সকল সেক্টরের কর্মচারীদের এটা প্রদান করে থাকলেও বর্তমান সময়ে শিক্ষকেরা এই ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিল বলে তাদেরকেও এই ভাতা প্রদান করা হয়।
পরবর্তীতে যারা ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছেন তাদেরকেও বৈশাখী ভাতা প্রদান করা হয় বলে সে অনুযায়ী নিজ নিজ অনুযায়ী এটার ভাতা প্রদান করা হয়ে থাকে। তবে আপনারা প্রশ্ন করেছেন বৈশাখী ভাতা ঠিক কত শতাংশ প্রদান করা হয়। অন্যান্য বোনাস মূল বেসিকের শতভাগ প্রদান করা হয়ে থাকলেও বৈশাখী ভাতার ক্ষেত্রে এটা পুরোপুরি প্রদান করা হয় না এবং নির্দিষ্ট অংশ প্রদান করা হয়ে থাকে। যেহেতু এটা সকলেই পালন করে থাকে অথবা অনেকেই পালন করার বিষয়ে দ্বিমত পোষণ করে সেহেতু এখানে সরকার অথবা বিভিন্ন প্রতিষ্ঠান বেতনের কিছু অংশ প্রদান করে থাকে।
তবে যাই হোক আপনারা যেহেতু এখান থেকে বৈশাখী ভাতা সম্পর্কে জানতে এসেছেন সেই তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে এটা মূল বেসিকের শতকরা বিশ শতাংশ প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি ২০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন তাহলে আপনাকে এই ২০ হাজার টাকার বিশ শতাংশ অর্থাৎ চার হাজার টাকা করে বৈশাখী ভাতা প্রদান করা হবে। যখন এই ভাতার টাকা প্রদান করা হবে তখন আপনাদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই অনুযায়ী এপ্রিল মাসের সর্বোচ্চ ১০ তারিখের ভিতরে এই টাকা প্রদান করা হয়ে যাবে।
তাই উপরের আলোচনার ভিত্তিতে আপনারা এটা জানতে পারলেন যে বর্তমান সময়ে অনেক প্রতিষ্ঠান বৈশাখী ভাতা প্রদান করে আসছেন। বিশেষ করে অনেক এনজিও এই টাকা প্রদান করে আসছে বলে অনেক কর্মকর্তাই তাদের দিনগুলো সুন্দরভাবে পার করতে পারছে। তাই বৈশাখী ভাতা সংক্রান্ত যে কোন বিষয়ের আপডেট জানতে আপনারা আমাদের সাথেই থাকুন এবং অন্যান্য কোন বিশেষ ভাতা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
সরকারি উদ্যোগে এসব কিছু চালু করা হয়ে থাকলেও বর্তমান সময়ে অনেক আর্থিক প্রতিষ্ঠান এগুলো প্রদান করে আসছে বলে অনেক মানুষ তাদের দৈনন্দিন জীবনের সুখে শান্তিতে পালন করতে পারছে। তাছাড়া বাঙালি জাতি হিসেবে নতুন বছর যখন আমরা সাদরে গ্রহণ করব তখন এটা আনন্দের সঙ্গে পালন করার জন্য বৈশাখী ভাতা আর্থিকভাবে সহায়তা প্রদান করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Leave a Reply