ইংরেজি হিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে এসেছে ইতিহাস শব্দটি। আর ইংরেজি History শব্দ এসেছে গ্রীক এবং ল্যাটিন Historia শব্দ থেকে যার অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। গ্রীক ও পারসিকদের মধ্যে সামরিক সংঘর্ষের ঘটনাসংবলিত তার গ্রন্থের নামকরণ করেন হিস্টোরিয়া। যা ইংরেজি অনুবাদ করা হয়েছে Histories. ঘটনার অনুসন্ধান অর্থেই হেরোটোটাস Historia/History শব্দটি ব্যবহার করেন। বাংলা ইতিহাস শব্দটি এসেছে ইতিহাস শব্দ থেকে যার অর্থ ঐতিহ্য। আর ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহাস যার অর্থ দাঁড়ায় এমনটি ছিল বা এমনটি ঘটেছিল।
আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন রেঙ্কে বলেন-প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী হচ্ছে ইতিহাস। আবার ঐতিহাসিক ডক্টর জনসনো ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলেছেন। প্রকৃতপক্ষে কি ঘটেছিল কেবল তাই নয়, এর সাথে প্রকৃতপক্ষে কি ঘটেনি এই দুই মিলেই হচ্ছে ইতিহাস। আরো সহজ করে বলতে গেলে ঘটনার নিরন্তর সত্যানুসন্ধান হচ্ছে ইতিহাস। তাই ঘটনা বা ঘটনার বিবরণ কেউ ইতিহাস বলা হয়ে থাকে। এখন আমাদের দেখতে হবে ইতিহাসের জনক কে?
আপনারা যারা আমাদের ওয়েবসাইটটি এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক বা দৈনন্দিন জীবনে প্রয়োজনে এমন তথ্য বিষয়ক সকল ঘটনা বা তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তাই এ ধরনের যেসব তথ্য আপনাদের প্রয়োজন সেই তথ্যগুলি পেতে আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করেও নেওয়া যায়। আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে আপনাদের এক্সট্রা কোন চার্জের প্রয়োজন হয় না। তাই আপনারা অনায়াসেই আমাদের ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলি নিয়ে নিতে পারবেন। পূর্বের ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই ইতিহাস জানতে হবে। ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জ্ঞান দান করে।
অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমের উদ্বুদ্ধ করে। একইসঙ্গে আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী হতে সাহায্য করে এই ইতিহাস। সেই ক্ষেত্রে জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি শুধৃহকরণে ইতিহাস পাঠের বিকল্প নাই।ইতিহাস রচনা ও ইতিহাস চর্চার সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে কোন দ্বিমত নেই কারোই। রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ বুদ্ধিজীবী সামরিক ব্যক্তিবর্গ ও প্রশাসকসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইতিহাস খুবই মূল্যবান বিষয়।
তাহলে এখন আমরা দেখি ইতিহাসের জনক কে
ইতিহাসের জনক হেরোডোটাসস
তিনি গ্রিক দার্শনিক ছিলেন।
ঐতিহাসিক ঘটনার সঠিক আলোচনা জন্য বর্তমানে জ্ঞানের বিভিন্ন শাখার সাহায্য গ্রহণ করা হয়। ফলে ইতিহাস হয়ে ওঠে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। তাই বলা যায় ইতিহাস একটি জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির মূলকে যথাযথভাবে সংরক্ষণ করে। সমাজ ও জাতির অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ইতিহাস জ্ঞান সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ইতিহাস পাঠ চেতনাবধ জাগ্রত করে এবং মানুষকে অনুপ্রাণিত করে। আজ আত্মপরিচয় সংকটের লগ্নে ইতিহাস পাঠ আমাদের জাতীয় দায়িত্ব হয়ে পড়েছে। কেননা ইতিহাস জ্ঞান আমাদের গর্বিত করে তুলতে পারে অতি-তৈর্যের প্রতি।
এর ফলে আমরা উদ্দীপ্ত হতে পারি জাতীয় ইতিহাস এবং ঐতিহ্যকে সমুন্নত রাখার একান্ত প্রত্যাশায়। তাই এধরনের তথ্য পেতে ইতিহাস সম্পর্কিত রাজনীতি সম্পর্কিত শিল্প সাহিত্য সকল বিষয়ের সম্পূর্ণ নির্ভুল সঠিক তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করুন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় যেকোনো তথ্য ডাউনলোড করে নিতে পারবেন ।
বেশি বেশি পড়ুন বেশি বেশি ইতিহাস জানুন তাহলে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে জানতে পারবেন। আমাদের বাংলাদেশের সফল বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সকল নাগরিকের জানাই কর্তব্য। কিভাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে কিভাবে আমাদের বাঙালিরা ব্রিটিশকে এবং পাকিস্তানি কে দেশ হতে বিতাড়িত করে এবং আমাদের এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয় সেই গর্বিত কাহিনী জানতে হলে অবশ্যই আমাদের ইতিহাসকে জানতে হবে পড়তে হবে।
Leave a Reply