
আধুনিক রসায়নের ভিত্তি হল পর্যায় সারণি। অর্থাৎ পর্যায় সারণির কারণেই এত দ্রুতগতিতে রসায়নের এত উন্নতি সাধিত হয়েছে বলে সকলের ধারণা। ২০১৬ সাল পর্যন্ত পৃথিবীতে মোট ১১৮ টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। রসায়ন অধ্যায়ন এবং গবেষণার জন্য সব কয়টি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম জানা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য প্রয়োজন। এই প্রত্যেকটা মৌলকে যদি আলাদা আলাদা ভাবে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম মনে রাখতে হয় তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে।
তাই পর্যায় সারণির মাধ্যমে মৌল গুলিকে সাজানো থাকলে তাদের এই পদার্থ গুলোর ধর্ম সম্পর্কে মনে রাখা খুব সহজ হয়ে যায়। আর এই চিন্তা থেকেই আসলে পর্যায় সারণি ধারণা জন্মে। তাই বলা যায় মানুষ প্রাচীন কাল থেকেই বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল অর্জন করেছিল সেটি পর্যায় সারণির মাধ্যমে বা পর্যায় সারণির সম্মিলিত রূপে পরিণত হয়েছে পরবর্তীতে।
এই পর্যায় সারণির তৈরি করার জন্য অনেক বিজ্ঞানী অনেক দিনের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই আধুনিক পর্যায় সারণি তৈরি করার জন্য। তবে ১৭৮৯ সালে লেভোশিয়ে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিংক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থ সমূহ কে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেছিলেন। তাই বলা যায় ল্যাভয়সিয়ের এর সময় থেকে মৌল গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয় যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে। এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে মৌল তিনটিকে সাজান এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি।
১৮৬৯ সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ সকল ধর্মের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন এবং এটি পর্যায় সারণী নামে পরিচিত। মেন্ডেলিফের পর্যায় সারণির আরেকটি সাফল্য হচ্ছে তিনি কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বানী করেছিলেন। সে সময় মাত্র ৬৩ টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণির কিছু ঘর ফাঁকা থেকে যায়। মেন্ডেলিফ এই ফাঁকা ঘর গুলোর জন্য যে মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীতে সেগুলি সত্য প্রমাণিত হয়।
আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত প্রকাশ করে থাকি। তাই আপনাদের দৈনন্দিন জীবনে যে ধরনের তথ্য উপাত্তগুলি প্রয়োজন হয় সেই তথ্য উপাত্ত গুলি আমাদের ওয়েবসাইটে এসে দেখে নিতে পারবেন। এই কারণে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আবার আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তরগুলি বা আপনার প্রয়োজনীয় তথ্যটি ডাউনলোড করে নিতে পারেন।
প্রশ্নের উত্তরগুলি বা তথ্য ডাউনলোড করে নিতে আপনার এক্সট্রা কোন চার্জের প্রয়োজন হয় না। আপনি যদি আপনার প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে চান তাহলে তা আমাদের ওয়েবসাইটে এসে ডাউনলোড অপশনে গিয়ে সেখানে দেখানো প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্নের উত্তর গুলি ডাউনলোড করে নিতে পারবেন অনায়াসেই।
কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণির কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। মেন্ডেলি পারমাণবিক ভর অনুযায়ী তার পর্যায় সারণিতে যে নিয়মানুযায়ী মৌলগুলো বসিয়েছিলেন সেই নিয়মে পরমাণুর পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণির আগে বসবে এবং যে পারমাণবিক ভর বেশি থাকবে সেই পরমাণু পর্যায় সারণীতে পড়ে বসবে কিন্তু দেখা যায় মেন্ডেলিফের পর্যায় সারণিতে আর্গনের এর পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ৩৯ হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়াম এর আগে বসানো হয়েছিল।
পর্যায় সারণী তৈরি করতে বা করার জন্য মেন্ডেলিফের বিশেষ অবদান থাকায় পর্যায় সারণির জনক হিসেবে ধরা হয়ে থাকে। বা এক কথায় বলতে গেলে পর্যায় সারণির জনক হিসেবে মেন্ডেলিফ কে বুঝানো হয়।
Leave a Reply