বয়:সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়ােজন কেন? এ সময় স্কুলের সাথে খাপ খাওয়ানােয় তুমি কী কী করতে পারাে?
অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২০

কৈশোর থেকে যৌবনে পদার্পনের মধ্যবর্তী সময়কেই বলা হয় বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। অনেক ছেলে মেয়ে বয়ঃসন্ধিকালের হঠাৎ এ পরিবর্তন দেখে ভীত হয়ে পড়ে যার কারণে এ বিষয়গুলো তাদের আগেই জানিয়ে দেওয়া প্রয়োজন।
এ সময় স্কুলের সাথে খাপ খাওয়ানোই নানা পদক্ষেপ নেওয়া যায়। বিশেষত মেয়েদের ক্ষেত্রে স্কুলের টয়লেট মেয়েদের পিরিয়ড উপযোগী করে গড়ে তুলতে হবে। এই বিষয়ে সঠিক আলোচনা করার পরিবেশ সৃষ্টি করতে হবে, সবাইকে বোঝাতে হবে এটি কোনো লজ্জার বিষয় না। নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বয়:সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়ােজন কেন? এ সময় স্কুলের সাথে খাপখাওয়ানােয় তুমি কী কী করতে পারাে?