
আমরা বর্তমান সময়ে যে ইনকাম করে সেই ইনকামের চাইতে যদি বেশি খরচ করে তাহলে আমাদের কাছে সেটা বোঝা হয়ে যাবে। তাই একটি গুরুত্বপূর্ণ প্রবাদ ও প্রবচন হচ্ছে আয় এর অধিক ব্যয় করো না। আমরা যদি আয় এর অধিক ব্যয় করি তাহলে তা দিয়ে আমরা বেশি দিন চলতে পারব না এবং এই দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হবো। সমাজের যে সকল মানুষ তার ইনকাম এর চাইতে বেশী পরিমান খরচ করে তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অনুপ্রেরণা মূলক বাক্য। কেউ যদি এমন করে তাহলে আপনারা তাদেরকে এই উপদেশ অথবা সাজেশন দিতে পারেন।
খুব সাধারণভাবে ভাবতে গেলে আমাদের সমাজে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চাইতে মানুষের ইনকাম অনেক কমে গিয়েছে আবার অনেকাংশে কিছু কিছু মানুষ তাদের চাহিদার চাইতে বেশি পরিমাণ আয় বা ইনকাম করে থাকে। তাছাড়া এখানে শুধু ইনকামের বিষয় দিয়ে নয় বরং অন্যান্য বিষয়ের দিক থেকেও বুঝিয়ে থাকে। অর্থাৎ আমার যা সামর্থ্য রয়েছে তার মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে এবং এর বাইরে যদি আমি চলাফেরা করতে চাই তাহলে সেটা হবে গল্প বলার শামিল।
আমারা যদি কোন কাজ না পেয়ে থাকি তাহলে তার জন্য অধিক গল্প প্রদান না করে সত্যি কথা বলে দিব যে আমরা সেই কাজ পারি। যে কাজ করতে আমার সামর্থ্য হবে না অথবা যেই কাজ করার যোগ্যতা আমি রাখিনা সেই কাজ কেন করতে যাব। নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য অধিক গল্প না দিয়ে যদি কাজের কাজ করে তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। এতে যেমন নিজের ব্যক্তিত্ব বজায় থাকে তেমনি হবে মানুষের কাছে সম্মান পাওয়া যায়। তাই সকল ব্যক্তি আমাদের সমাজে যারা রয়েছে তাদেরকে আমরা এই কথাটি বুঝিয়ে বলব যে আয় এর অধিক ব্যয় করোনা।
এতে আমরা যেমন ভালো থাকতে পারবো তেমনি মানুষের কাছে সম্মানিত হব। আজকে আমাদের ওয়েবসাইটে আপনাদের সুবিধার জন্য উপরে উল্লেখিত এই প্রবাদ প্রবচন এর ইংরেজি অনুবাদ নিয়ে আসা হয়েছে এবং এই ইংরেজি অনুবাদ নিয়ে আসার পাশাপাশি কিভাবে ইনকাম এর সঙ্গে সামঞ্জস্য রেখে সকল কাজ ভালোমতো চলা যায় তার পরিকল্পনা করব। এতে আমরা যেমন আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবো না তেমনিভাবে নিজেদের যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ থাকে সকলের থেকে সম্মান গ্রহণ করতে পারব।
= Do not live above your means.
তাহলে আমরা সকলেই আজ থেকে এই শিক্ষা গ্রহণ করে যে আমাদের যার যোগ্যতা রয়েছে এবং যে সামর্থ্য রয়েছে সে অনুযায়ী আমরা নিজেদের পরিচয় দিব। অধিক কিছু ভালো নয় এটি যদি মেনে চলতে পারে তাহলে আমরা ভালভাবে চলতে পারব।
Leave a Reply