Friend জন্মদিনের মজার শুভেচ্ছা

friend জন্মদিনের মজার শুভেচ্ছা

প্রথমেই বলি শুভ জন্মদিন
হ্যাপি বার্থডে টু ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে।অনেক প্রাণঢালা অভিনন্দন ও ভালবাসা তোমার জন্য। জীবনে সুখ ও সমৃদ্ধি সর্বদা অটুট থাকুক এবং আজকের দিন অনেক আনন্দে কাটুক সেই কামনা করছি। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় বন্ধু।জীবনের অনেকগুলো বছর পার হয়ে গেছে এবং আজকের এই শুভ জন্মদিনে তোমার জন্য একটাই দোয়া এই শুভ জন্মদিন আরও বহুবার ফিরে আসুক তোমার জীবনে এবং তুমি যেন আনন্দ, সকলের ভালবাসা ও দোয়া নিয়ে দিনটিকে পালন করতে পারো সেই কামনা রইল তোমার জন্য। শুভ জন্মদিন প্রিয় বন্ধু। জীবনে সুখী ও সফল হও।
অনেক হলো জন্মদিনের শুভেচ্ছা।

এবার তোকে আর তুমি বলতে পারছি না ।কারণ তোকে তুই বলতেই আমার ভালো লাগে। তুই বললে তোকে আপন লাগে। আজ তোর জন্মদিন তো আমরা তোকে, এত শুভেচ্ছা জানাচ্ছি ।তোর জন্য প্রার্থনা করছি তাই, আজ তুই আমাদের কি ট্রিট দিবি সেটা বল। আজ আমরা খুব মজা করব। রাতে পার্টি করব খুব মজা হবে। তোর এই দিনটাকে স্পেশাল করে তুলবো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোর জীবন যেন তিনি খুশি খুশিতে ভরিয়ে দেন।
তোর মনের সব ইচ্ছা পূরণ হোক।

জীবনে অনেক বড় হ।
বাংলা একটা প্রবাদ আছে। সেটা আমি বলতে চাই।
,,,,, সুন্দর এই ভুবনে,
জীবন হোক সুন্দরময়, ভবিষ্যতের দিনগুলো। যেন হয় তোমার উজ্জ্বলময়””’

আশা করি তোমার বাড়ির সবাই ভালো আছেন। আঙ্কেল আন্টি কে , আমার সালাম জানিও। ওদের প্রতি আমার শ্রদ্ধা রইল। তোমার ছোট বোন রাহা খুব কিউট। ওর প্রতি অনেক ভালোবাসা রইলো। আমার জন্মদিনে সব সময় তুমি আমাকে উপহার দাও। আমাকে সারপ্রাইজ দাও। আমার জন্মদিন স্পেশাল বানাও। তাই আজ তোমার জন্মদিনে আমি তোমার জন্য সামান্য উপহার পাঠাচ্ছি।

আশা করি তোমার ভালো লাগবে।
আজ তুমি তোমার আত্মীয় দের সঙ্গে নিজের জন্মদিন পালন করবে। কিন্তু কিন্তু কালকের দিনটা আমাদের আমরা সব বন্ধুরা মিলে খুব মজা করব। আমরা ককটেল পার্টি করব ‌। খাওয়া দাওয়া করব। কেক কাট হবে। খুব মজা হবে।
আর একটা কথা বলতে চাই। সেটা হল আমার মা তোমাকে লাঞ্চে ইনভাইট করেছেন। তুমি দু-তিন দিনের মধ্যে আমাদের বাড়িতে আসবে। আমরা দুপুরের খাবার একসঙ্গে খাবো। তোমার সব প্রিয় খাবার রান্না হবে। আমার তো ভেবেই আনন্দ লাগছে। আমরা সবাই একসঙ্গে বসে খাবার খাব। আমি অনেক এক্সাইটেড হচ্ছি। আবারো বলি শুভ জন্মদিন। এই দিনটায় তুই পৃথিবীতে এসেছিলি।

তুই বন্ধু হিসাবে আমার জীবনে এসেছিলি আজ থেকে পাঁচ বছর আগে। তখন আমি তোকে তুমি বলতাম। মনে পড়ে দিনগুলো। আমাদের স্কুলে একসাথে যাওয়া। একসাথে বসা। একসাথে টিফিন খাওয়া। একসাথেখেলাধুলা করা। পরীক্ষায় একে অন্যকে সাহায্য করা। আরো কত কি। দিনগুলোকে খুব মিস করি। আচ্ছা তোর মনে আছে ,বৃষ্টির দিনে আমরা ভিজে ভিজে স্কুলে যেতাম। আর আমরা সব সময় একই রকম সবকিছু কিনতাম। তুই স্কুলে না গেলে আমিও যেতাম না। আর আমি না গেলে তুইও যেতি না।

খুব মিস করি স্কুলের সেই দিনগুলো। যদি আবার স্কুলে ফিরে যেতাম ,তাই না।
তোর এবং আমার এরকম অনেক স্মৃতি আছে।

তুই আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি। আমরা সবকিছু একসঙ্গে করেছি। আজও আমরা একসাথে। কখনো কখনো আমি ভাবি তুই না থাকলে আমার কি হতো?
তোকে বন্ধু হিসাবে পেয়ে আমি নিজেকে লাকি মনে করি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যেন সারা জীবন এইভাবে একসাথে থাকি।

আজ তোর জন্মদিন তাই তোকে আজ জ্বালাবো না। শুধু ভালোবাসা আর শুভকামনা করব। তোর আর আমার মধ্যকার সম্পর্ক খুব মধুর। আমরা আমাদের বন্ধুত্ব টাকে এভাবেই বাঁচিয়ে রাখবো। তুই আমার জীবনের অনেকটা জায়গা ঘিরে আছিস। আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস। আমরা নিজের ভাই না ‌। কিন্তু তুই আমার নিজের ভাইয়ের থেকেও বেশি আপন।

অবশেষে আবারো বলি ,তোর জন্য অনেক প্রার্থনা ও দোয়া রইল। শুভ জন্মদিন। শুভ শুভ হোক তোর সকল পদক্ষেপ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো ভবিষ্যৎ যেন নক্ষত্রের মতো উজ্জ্বল হয়। শুভ জন্মদিন হাজার হাজার বছর এই ভাবেই হাসিখুশি থেকো।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*