ঢাকা বিভাগের ভেতরে যে সকল সরকারি স্কুলে আপনার সন্তানকে নতুন শ্রেণীতে ভর্তি করাতে চান তারা কি নতুন ভর্তি বিজ্ঞপ্তি দেখেছেন? শ্রেণী ভিত্তিক বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য এখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য ভর্তির জন্য আবেদন করতে পারছে। ভাই আপনি আপনার সন্তানকে যদি সরকারি বিদ্যালয়ে পড়াতে চান তাহলে এই ভর্তি বিজ্ঞপ্তি ভালভাবে দেখুন এবং ভর্তি বিজ্ঞপ্তির দিক নির্দেশনা অনুযায়ী গভারমেন্ট স্কুল এডমিশন এর ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য আবেদন সম্পন্ন করুন।
মনে রাখবেন যে, ২০২৪ সালের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ঢাকার ভেতরে যে সকল বিদ্যালয় আপনি আবেদন করবেন সে সকল বিদ্যালয়ের আবেদনের সময়সীমা হল নভেম্বর মাসের 25 তারিখ থেকে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত। তাই আপনারা আবেদন করার ক্ষেত্রে অলসতা না করে প্রথমদিকে আবেদন করুন। এই ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা করা হলো।
ঢাকা একটি বিভাগীয় শহর এবং এই বিভাগীয় শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বালক এবং বালিকা দের উচ্চ বিদ্যালয় মিলে প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এখানে রয়েছে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান অত্যন্ত উন্নত। ঢাকা বিভাগের ভিতরে যে সকল বিদ্যালয় রয়েছে সে সকল বিদ্যালয় এর মধ্যে রয়েছে প্রচুর কম্পিটিশন এবং এর জন্য প্রতিবছর অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিদ্যালয়ে পড়ার চান্স পাই।
কিন্তু 2021 সালের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কোন ধরনের ভর্তি পরীক্ষা গ্রহণ করবে না বলে জানিয়েছে। 2021 সালের নতুন শ্রেণীতে ভর্তির উদ্দেশ্যে যেভাবে লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ প্রদান করা হয়েছিল ঠিক একইভাবে ২০২৪ সালে নতুন শ্রেণীতে ভর্তি করানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে গভারমেন্ট স্কুল এডমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে শিক্ষার্থীর সকল তথ্য এবং জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করতে হবে।
তাছাড়া শিক্ষার্থীর অভিভাবক এর সকল তথ্য এবং অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের নাম্বার সহ শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে। তাছাড়া শিক্ষার্থী কোন শ্রেণীতে ভর্তি হতে চাই এবং কোন জেলার বিদ্যালয় ভর্তি হতে চাই তা উল্লেখ করলেই তার সামনে বিদ্যালয় পছন্দের তালিকা চলে আসবে। শিক্ষার্থীর শ্রেণী অনুযায়ী যে সকল বিদ্যালয়ে উল্লেখিত শ্রেণীতে ভর্তি করানো হয়ে থাকে সে সকল বিদ্যালয়গুলো চলে আসবে এবং সেই বিদ্যালয়গুলোর ভেতর থেকে মোট পাঁচটি বিদ্যালয় পছন্দের তালিকায় রাখা যাবে।
এভাবে আপনারা ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন এবং প্রাথমিক আবেদন সম্পন্ন হলেই শিক্ষার্থীর জন্য আলাদাভাবে একটি ইউজার আইডি পাওয়া যাবে।প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন ফি 22 টাকা হিসেবে ধার্য করে মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা যা টেলিটক সিম রিচার্জ এর মাধ্যমে আপনাদের আবেদনের 24 ঘন্টার ভেতরে প্রদান করতে হবে।
তাই আপনারা আবেদন সম্পন্ন করুন এবং 15 ডিসেম্বর পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করুন। এই ফলাফল গভারমেন্ট স্কুল এডমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীর ইউজার আইডি এবং পিন নম্বর দিয়ে সাবমিট করলেই দেখা যাবে।
Leave a Reply