এ পৃথিবীতে প্রতিটি মানুষের আলাদা আলাদা নাম রয়েছে। সেসব নাম গুলো শুনতে যেমন আলাদা তেমনি নামের অর্থগুলো বৈচিত্র্যপূর্ণ। বিভিন্ন রকম নামের জন্য বোঝা যায় একটি মানুষ কোন জাতির ও কোন ধর্মের অনুসারী। নামের মধ্যে ধর্মীয় রীতিনীতির প্রভাব অত্যন্ত বেশি। বেশিরভাগ মানুষ ধর্মীয় প্রথা ও নিয়মকানুন মেনে সন্তানের নামকরণ করে। তাছাড়া নামের অর্থ যেন সুন্দর হয় ও শুনতে শ্রুতি মধুর লাগে এ কারণে একটি সঠিক নাম খুঁজে পাওয়ার জন্য চেষ্টার কমতি থাকেনা অভিভাবকদের।
নাম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। নামের মাধ্যমে আমরা অন্যের নিকট নিজের পরিচয় দিয়ে থাকে এবং সবার নিকট পরিচিত হয়ে উঠি। তাছাড়া মৃত্যুর পরেও আমরা মহান ব্যক্তিবর্গকে যখন স্মরণ করি তখন সবচেয়ে আগে তোদের নাম আমাদের মনে আসে।
গ দিয়ে হিন্দু ছেলেদের আধুনিক নামের তালিকা
নামহীন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না বরং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাম রয়েছে রয়েছে আলাদা আলাদা অর্থ। একটি শিশু প্রথম পরিবারের নিকট থেকে একটি সুন্দর নাম পায় এবং নামকরণের কাজটি অত্যন্ত আকর্ষণীয় আনন্দদায়ক হিসেবে বিবেচিত হয় একটি পরিবারের নিকট। নামকরণের কাজটি যতটা সহজ মনে হয় মূলত একটি ততটা সহজ নয়। কারণ নামকরণের ক্ষেত্রে অনেক রকম বিষয় বিবেচনা করে তারপরে নাম নির্ধারণ করা হয়।
বিভিন্ন ধর্মের নাম রাখার রীতিনীতি ও প্রথা আলাদা রকম হলেও প্রত্যেক ধর্মেরই মূল কথা হলো নাম রাখার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন বিষয় মেনে চলতে হবে। সেই প্রাচীনকাল থেকে এটা বিশ্বাস করা হয় যে নামের অর্থ যদি সুন্দর হয় তবে নামের সৌন্দর্য ও গুনাগুণ কোন এক সময় মানুষের ব্যক্তিত্ব চরিত্রে প্রতিফলিত হবে। তাছাড়া একটি সুন্দর নাম একটি মানুষের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করতে দারুণ সাহায্য করতে পারে। শ্রুতিমধুর নয় এমন নামের কারণে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে পারে মানুষ।
আবার এটাও বিশ্বাস করা হয় যে নামের অর্থ যদি খারাপ হয় তবে খারাপ গুন গুলো এক সময় মানুষের স্বভাব চরিত্রের মধ্যে দেখা যাবে যা মোটেও কাম্য নয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে নাম রাখার ক্ষেত্রে জন্মতিথি রাশিফল ইত্যাদি বিষয় বিবেচনা করে যদি একটি নির্দিষ্ট করে নাম রাখা যায় তবে এটিই সেই শিশুর জন্য অনেক কল্যাণ ও সৌভাগ্য বয়ে আনতে পারে। তাছাড়া হিন্দু ধর্মেও বলা হয়েছে নামের অর্থ অবশ্যই যেন সুন্দর ও পজেটিভ হয়। তাই এই পৃথিবীতে নাম করণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সে বিবেচিত হয়ে থাকে।
আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বরবর্ণ এ অক্ষর দিয়ে হিন্দু ধর্মের ছেলে শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর নামের তালিকা অর্থসহ। আমরা অনেক যত্নসহকারে স্বরবর্ণ এ অক্ষর দিয়ে অর্থ সহকারে এই নামগুলো আমাদের ওয়েবসাইটে সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য। পছন্দের অক্ষর দিয়ে একসাথে অনেকগুলো নাম সংগ্রহ করা বেশ কঠিন। তাছাড়া পছন্দের অক্ষর দিয়ে নাম খুঁজতে গেলে শুধু মাত্র কয়েকটি নাম দেখে মনের মত নামটি নির্ধারণ করা সম্ভব হয় না।
পিতা-মাতার নামের অক্ষরের সাথে মিলিয়ে নাম রাখা বা অন্যান্য কারণে মানুষ একটি নির্দিষ্ট অক্ষর দিয়ে নাম রাখতে চায় তাদের সন্তানদের। আজকে আমরা আমাদের ওয়েবসাইটে এ অক্ষর দিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি অসাধারণ নামের তালিকা এগুলো আপনারা চাইলে হিন্দু ধর্মের ছেলে শিশুদের জন্য বেছে নিতে পারবেন।
দুই ও তিন অক্ষরের নাম
প্রতিটা মানুষই চায় সন্তানদের জন্য যে নামটি নির্ধারণ করবে তারা যেন শুনতে শ্রুতি মধুর ও সংক্ষিপ্ত হয়। দুই অক্ষরের তিন অক্ষরের নাম সবচেয়ে জনপ্রিয় হয়ে থাকে কারণ বেশিরভাগ মানুষের নাম দুই অক্ষরের তিন অক্ষর দিয়ে থাকে। আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের এ দিয়ে দুই অক্ষরের তিন অক্ষরের অসাধারণ কিছু নামের তালিকা অর্থসহ সাজিয়ে রেখেছি।
এতগুলো নাম একসাথে পেলে আপনাদের পছন্দের নাম কি খুঁজে পেতে অনেক সহজ হবে সেই সাথে আপনাদের সময় ও শ্রম বাঁচবে। তাই যখনই প্রয়োজন হবে আপনার আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর এ দিয়ে বেছে নিন হিন্দু ধর্মের ছেলে শিশুদের জন্য অসাধারণ সব নাম।
Leave a Reply