তারাবির নামাজটি মূলত রমজান মাসের জন্য বিশেষ একটি নামাজ। যে নামাজটি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে একজন মুসলমান ব্যক্তি আদায় করতে পারবেন না এমনটাই নির্দেশ রয়েছে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী। যেহেতু একজন মুসলমান ব্যক্তি সারা বছর রমজান মাসের ইবাদত করার জন্য অপেক্ষা করেন আর রমজান মাসের ইবাদতের মধ্যে বিশেষ ইবাদত হল তারাবির নামাজ। তাই এই তারাবির নামাজকে নিয়ে আমরা অনেক সময় অনেক প্রশ্নের উদয় ঘটে। আর এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমরা বর্তমানে ইন্টারনেট কে সিলেক্ট করে থাকি।
তাই আমাদের মধ্যে অনেক মুসলিম ভাই ও বোনেরা জানতে আগ্রহী তারাবির নামাজ সুন্নত নাকি নফল। আমাদের মধ্যে অনেকেই আমরা তারাবির নামাজ সুন্নত নাকি নফল এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই বিতর্ক রয়েছে। তাই আমরা আপনাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটিতে জানিয়ে দেবো তারাবির নামাজ সুন্নত নাকি নফল। আপনারা আমাদের এখান থেকে এই বিষয়টি জেনে সকল বিতর্কের অবসান ঘটান। তাছাড়া একজন মুসলমান হিসেবে এই বিষয়টি জেনে থাকাটা উচিত। যেহেতু তারাবির নামাজটি অধিক গুরুত্বপূর্ণ নামাজ।
আমরা মূলত যেই নামাজ আদায় করি না কেন সে নামাজের ক্ষেত্রে যে বিষয়টি জানতে হবে মূলত সেই নামাজটি কি নামাজ ফরজ সুন্নত, নাকি নফল। আর তারাবির নামাজের ক্ষেত্রেও ইসলামের বিধান অনুযায়ী নির্দিষ্ট ভাবে বলা হয়েছে তারাবির নামাজ ফরজ সুন্নত নাকি নফল। আসুন তাহলে জানা যাক তারাবির নামাজ মূলত কি নামাজ সুন্নত নাকি নফল। যেহেতু রমজান মাস অধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতের মাস, এ মাসে ইবাদত-বন্দেগির সওয়াব অনেক বেশি। তাই রমজানে নামাজ ও জামাতের প্রতি যত্নবান হওয়া উচিত।
তাই পুরুষদের জন্য তারাবির নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। তবে নারীদের ক্ষেত্রে কেউ যদি জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করার ইচ্ছা পোষণ করে তবে সে ক্ষেত্রে জায়েজ রয়েছে তবে তা পর্দা অনুসারে আদায় করতে হবে। যে ব্যক্তি ইমামের সাথে তারাবিহ শুরু করে শেষ পর্যন্ত থাকে তাকে পুরো রাত ইবাদতের সওয়াব দেয়া হয়। প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আলাদা আলাদা ভাগ রয়েছে। আর তা হলো ফরজ সুন্নত ও নফল।
আমরা যখন সারা বছর পর তারাবির নামাজ আদায় করতে যাই আমাদের মুসলমানদের মধ্যে একটি বিরাট সমস্যার সৃষ্টি হয় আর তা হলো তারাবির নামাজ সুন্নত নাকি নফল এই বিষয়টি। অনেক আলেমদের মতে তারাবির নামাজ সুন্নত আবার অনেক আলেমদের মধ্যে তারাবির নামাজ নফল কিন্তু ইসলাম ধর্ম কোন আলেমদের মতামত অনুসারে চলে না
তাই আজ আমরা আপনাদেরকে একদম সঠিক তথ্যটি জানাবো। যাতে করে আপনাদের মধ্যে তারাবি নামাজ সম্পর্কিত কোন দ্বন্দ্ব না থাকে।
তারাবি নামাজ যেহেতু বিশেষ একটি নামাজ সেহেতু আমাদের এই নামাজের প্রতি সচেতন থাকে এই নামাজ আদায় করতে হবে। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তারাবির নামাজ মূলত সুন্নত নামাজ। যখন কোন মুসলিম তারাবি নামাজ আদায় করবেন তখন তার এই নামাজ টি সুন্নাত হিসেবে গণ্য করা হবে। এবং যখন আমরা যখন তারাবির নামাজের নিয়ত করব তখন এই নামাজের নিয়ত হিসেবে সুন্নত হবে। যেহেতু তারাবির নামাজের ক্ষেত্রে নিয়তটা খুবই জরুরী তাই আমাদের জেনে থাকা উচিত তারাবির নামাজ সুন্নত নাকি নফল।
ইসলাম ধর্মের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আলাদা আলাদা মর্যাদা রয়েছে সুন্নত ইবাদতের ক্ষেত্রে আলাদা মর্যাদা নফল ইবাদতের ক্ষেত্রে আলাদা মর্যাদা এবং ফরজ ইবাদতের ক্ষেত্রে রয়েছে বিশেষ মর্যাদা। তাই আমরা যখন যেই ইবাদত পালন করব না কেন মূলত এটা কোন ধরনের ইবাদত ফরজ সুন্নত নাকি নফল তা জেনে পালন করাটা উচিত। আর প্রতিটি ইবাদতের ক্ষেত্রে তারাবির নামাজেও এই বিষয়টি জানাটা জরুরী। আমরা মূলত অনেকেই তারাবির নামাজ না পড়লে রোজা হবে না এ বিষয়টি ধারণা করে থাকি।
কারণ এই ধারণাটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। কারণ তারাবির নামাজের সঙ্গে রোজার কোন সম্পর্ক নেই কারণ রমজান মাসের রোজা হল ফরজ ইবাদত আর তারাবির নামাজ হলো সুন্নত একটি ইবাদত দুটো ইবাদতের মধ্যে কোন সম্পর্ক নেই দুটো আলাদা আলাদা ইবাদত। তাই আমরা যখন যে ইবাদত পালন করি না কেন কোনটা নফল কোনটা সুন্নত এই বিষয়টি জেনে পালন করলে নিয়ত করার ক্ষেত্রে সুবিধা হবে।
Leave a Reply