একটি সন্তানকে গড়ে তোলার পেছনে বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। যুগের সাথে তাল মিলিয়ে সন্তানকে কিভাবে বড় করে তুলতে হয় সেটা একমাত্র বাবারাই জানে। বাবা মা শত কষ্ট হলেও সন্তানকে সঠিক পরিচর্যা দিয়ে লালন পালন করে বড় করে তোলে। যখন এ সন্তানটি ছোট থাকে তখন থেকেই বাবা–মা তাকে আলাদাভাবে যত্ন করা শুরু করেন।
তাকে নিয়ে নানারকম আশা–আকাঙ্ক্ষা স্বপ্ন দেখতে থাকে বাবা–মা।বাচ্চাটা যখন ছোট থাকে তখন তার নাম নিয়ে বাবা–মায়ের চিন্তা শুরু হয়ে যায়। কারণ বাবা মার সবসময় চাইবে যে তার সন্তানকে যেন কারো কাছে উপহাসের পাত্র না হয়।যদি সন্তানটিকে সঠিক একটি সুন্দর নাম দেয়া যায় সে সবার মাঝে আলাদা হয়ে যায় এবং তার নামের অর্থটা যদি সুন্দর হয় তাহলে সবাই এসে নামটাও পছন্দ করে।
আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার সবচেয়ে আদরের ও ভালবাসার সন্তানটির নাম আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে রাখবেন। সে যেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেই সব চেষ্টাটি আপনি করবেন এটাই স্বাভাবিক। তাহলে তার নাম কিভাবে আপনি অন্য রাখতে পারেন নিশ্চয়ই আপনার পছন্দের অক্ষর দিয়ে আপনার সন্তানদের নাম রাখবেন।
সবাই চায় তার সন্তান কি জানো আধুনিক যুগের সাথে চলতে পারে এবং জীবনকে উন্নত করে তুলতে পারে।করে বাঁচতে পারে এই কামনায় করবেন সব সময়। আপনার সন্তানকে কোনটা ভালো কোনটা খারাপ সবথেকে আপনি সবসময় বিবেচনা করবেন তাহলে তার নাম রাখার সময় কেন আপনি অন্য কারো পরামর্শ নিবেন।
আত্মীয়–স্বজন সবাই তো আপনার সন্তানকে জন্য নাম পছন্দ করবে কিন্তু সেখানেও আপনি আপনার পছন্দ করে নাম কি রাখবেন। সেই জন্য আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে কিছু নামের তালিকা করেছি এখান থেকে আপনি আপনার পছন্দমত নামটি নির্বাচন করে আপনার আদরের সন্তানের জন্য রাখতে পারেন।
স দিয়ে ইসলামিক নাম
বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষরের মতো আমরা স অক্ষর দিয়েও কিছু নামের আয়োজন করেছি। নিশ্চয় আপনার অনেক বেশি পছন্দ বা আপনি আগে থেকেই ও খুবই পছন্দ করে রেখেছেন যে আপনার সন্তানের কি নাম রাখবেন বা কি অক্ষরে নাম রাখবেন। যে নামটি আপনি নির্বাচন করবেন সেই নামটি অবশ্যই হবে ইউনি আধুনিক ও সুন্দর অর্থ যুক্ত।আধুনিক যুগে যে নামে ডাকবো না কেন তা যদি সুন্দর অর্থ না থাকে তাহলে সেই নামটি কেমন যেন হাতছাড়া হয়ে যায়। তাই প্রতিটি নাম রাখতে হলে তার অর্থ কি আগে জেনে রাখা ভালো।
পরিবারে যেসকল গুরুজন থাকে তারা নামটির অর্থ দেখেই নামটি কে পছন্দ করবে।তাই আমরা হাজির হয়েছি আপনার সন্তানের জন্য সুন্দর সুন্দর কিছু নাম অর্থসহ নিয়ে। আপনারা এখান থেকে নাম নির্বাচন করে আপনার সন্তানের জন্য রাখতে পারেন চলুন দেখে আসি নামগুলো।
Leave a Reply