
ছোট শিশুরা ফুলের মত পবিত্র হয় তাদের মনের মধ্যে কোন পাপ থাকে না।ছোট শিশুদের যেভাবে গড়ে তোলা হয় তারা ঠিক সেভাবে গড়ে উঠে সমাজের মধ্যে। আর এই ছোট্ট শিশুদের সুন্দর সুন্দর নাম দেওয়ার জন্যই আমরা এই আয়োজন টি সাজিয়েছি। যে নাম টি হবে ইউনিক এবং অর্থ হবে অসম্ভব সুন্দর।পরিবারে যখন ছোট্ট সোনামণি আসে তখন তাকে ঘিরে পরিবারের সবাই নানা আয়োজনের ব্যবস্থা করে।
অনেক বাবা–মা শিশুটি জন্মের আগেই তাদের পছন্দের অক্ষর দিয়ে নাম খোঁজা শুরু করে দেয়। আবার অনেকেই তাদের আদরের ছোট্ট শিশুটির জন্য তাদের নামের সাথে মিল রেখে নাম খুঁজতে থাকে। কিন্তু অনেক অনেক নামের মধ্যে একটি নাম খুঁজে বের করা কি এতই সোজা। নাম খুঁজতে গেলেও কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। কারণ সুন্দর সুন্দর নাম হলে তো হবেনা তার সুন্দর একটি অর্থ থাকা প্রয়োজন।
শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
বর্তমানে শুধু নাম রাখলেই হয় না অনেক মানুষ এসে জিজ্ঞাসা করে আপনার বাচ্চাটি নামের অর্থটি কি। যদি বাবা মা সেই নামের অর্থ বলতে না পারে তাহলে লজ্জার সম্মুখীন হতে হয়। সেজন্য শুধু নাম রাখলে হবে না অর্থটি হতে হবে সামঞ্জস্যপূর্ণ। ছোট থেকে শিশুটি কে আদর্শ মানুষ হিসেবে লালন–পালন করার দায়িত্বটি যেমন বাবা–মায়ের তেমনভাবে ছোট থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে বড় করার দায়িত্বটাও বাবা–মায়েরই।
আপনি নিশ্চয়ই চাইবেন না যে নাম নিয়ে আপনার আদরের সন্তানটিকে কখনো লজ্জায় পড়তে হয়। সে যেন তার নামটি গর্বের সাথে সবার কাছে বলতে পারে সাথে সুন্দর অর্থ টিও। আপনার আদরের সন্তান তিনি যখন একটু একটু করে বড় হতে শুরু করবে তখন সেই স্কুল কলেজ ইত্যাদিতে পড়াশোনার জন্য যাবেন। সেখানে যদি তার নাম নেই কিছু ছেলে মেয়ে তাকে জ্বালাতন করে আপনার ছেলেটা কিন্তু খুব লজ্জায় পড়ে যাবে।
সেখানে অনেক বন্ধু–বান্ধব হবে কিন্তু সবার মধ্যে তার নাম টি হয়ে যাবে অন্যরকম। যখন সবার মাঝে তাকে ওই নামটি ধরে ডাকা হবে তার মনের মধ্যে একটি অভিমান তৈরি হবে সেভাবে কেন তার একটি সুন্দর নাম রাখা হলো না। সেজন্য ছোট থেকে শিশুদের বড় করার মধ্যে কোন ভুল পদক্ষেপ নেয়া যাবেনা আর সেটা তার নাম দিয়ে শুরু করতে হবে। নামতে হবে ইউনিট এবং সুন্দর অর্থযুক্ত যেটা সবার মধ্যে খুব আনকমন এবং সুন্দর হবে।
যে কেউ জিজ্ঞাসা করলে আপনার সন্তানকে যেন বলতে পারে তার নামের অর্থ কি এবং কতটা সুন্দর। চলুন দেখে আসি সেই সুন্দর অর্থযুক্ত নাম গুলো।
Leave a Reply