সম্পর্ক নিয়ে কিছু কথা

সম্পর্ক নিয়ে কিছু কথা

প্রত্যেকটা সম্পর্ক তৈরির মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস এবং ভালোবাসা। যে সম্পর্কে বিশ্বাস নেই, সেই সম্পর্কে ভালোবাসা থাকতে পারে না। আর সেই সম্পর্ক বাস্তবিক অর্থে স্থায়ীও হতে পারে না। তাই যেকোন সম্পর্ক নিয়ে কোন কথা বলতে গেলেই প্রথমেই মাথায় আসে বিশ্বাস এবং ভালোবাসা। অনেক সময় দেখা যায় অনেকেই এরকম বিভিন্ন সম্পর্ক নিয়ে বিভিন্ন রকম কথা খুঁজে থাকে৷ মূলত তাদের কথা মাথায় রেখে আজকের পোস্টটি সম্পর্ক নিয়ে বিভিন্ন কথার মাধ্যমে সাজানো হয়েছে৷ আপনারা যারা এরকম বিভিন্ন কথা খুঁজে থাকেন, তারা চাইলে খুব সহজেই আজকের পোস্টটি থেকে সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা পেয়ে যাবেন বলে আশা করছি।

মানুষের জীবনে প্রত্যেকটা সম্পর্ক ই মূল্যবান৷ আর নিজেদের সম্পর্কগুলো আরো সুন্দর করার জন্য মানুষ কত কিছুি না করে। যেমন মা-বাবার সাথে সন্তানের সব সময়ই মধুর সম্পর্ক থাকে। বাবা-মা তার সন্তানের মঙ্গলের জন্য কত কিছুই করে। নিজের সমস্ত সাধ্য দিয়ে চেষ্টা করে সন্তানের যেন মঙ্গল হয়৷ নিজের কত সুখ -শান্তি বিসর্জন দেয় সন্তানের কথা ভেবে। পিতা-মা এবং সন্তানের মধ্যে এই পবিত্র সম্পর্কগুলো খুবই দামি। কোন কিছুর বিনিময়ে এরকম একটি ভালোবাসার সম্পর্ক ভেঙে দেওয়া সম্ভব নয়।

আবার বিভিন্ন আত্মীয়- স্বজনদের সাথেও অনেক মধুর সম্পর্ক গড়ে ওঠে। কোন না কোন ভাবে মানুষ সম্পর্কে জড়িয়ে যায়৷ মানুষ যদি সব ধরণের সম্পর্ক ছিন্ন করে তাহলে যে সামাজিক জীব হিসেবে বেঁচে থাকতে পারবে না৷ সৃষ্টির শুরু থেকেই মানুষ একে -অপরের উপর নির্ভরশীল। এজন্য আস্তে আস্তে মানুষ পরিবার এবং সমাজ গড়ে তুলেছে। হয়েছে সামাজিক। তাই একজন মানুষ সামাজিক জীব হিসেবে নিজের অজান্তেই পারিপার্শ্বিক পরিবেশের সাথে অদৃশ্য মায়ার বাধন বা সম্পর্ক তৈরি করে ফেলে।

আবার প্রিয় জনের সাথে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তা কোনভাবেই ভোলা যায় না। আর এসব সম্পর্কগুলোকে আরো সুন্দর করে তোলার জন্য মানুষ বিভিন্ন সময় ব্যস্ত হয়ে পড়ে৷ অনেক সময় দেখা যায় প্রিয় মানুষকে খুশি করার জন্য তাকে তার পছন্দের বিভিন্ন জিনিস উপহার দেয়৷ আবার মাঝে মাঝে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। একটায় কারণ প্রিয় মানুষটি যেন ভালো থাকে৷ সে যেন খুশি হয়। নিজেদের মধ্যেকার সম্পর্কটা যেন আরো সুন্দর হয়৷

তবে অনেক সময় দেখা যায় যে গভীর সম্পর্কগুলোও ভেঙ্গে যায়। তবে যে কোন সম্পর্ক ভেঙে যাওয়াটাই অনেক কষ্টের ব্যাপার৷ আর বেশিরভাগ সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ হয় অবিশ্বাস, অতিরিক্ত নিয়ন্ত্রনহীন আবেগ। তাই যেকোন সম্পর্ক ভালো রাখার জন্য বিশ্বাস ভাঙা যাবে না। আবার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় অনক ছোট-খাটো বিষয় নিয়েও অতিরিক্ত আবেগের কারণে অনেকে অনেক বেশি রাগারাগি করে। যার ফলে সুন্দর সম্পর্কে ফাটল ধরতে পারে এবং একসময় এই সুন্দর সম্পর্কই ভেঙে যেতে পারে। তাই যেকোন সম্পর্ক তৈরি এবং টিকিয়ে রাখার জন্য অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে।

আবার যদি ককনো ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ানো যায়, তাহলে জীবনের সব আনন্দ শেষ হয়ে যেতে পারে। তাই যেকোন সম্পর্কে জড়ানোর আগে নিশ্চিত হতে হবে যে মানুষটা ঠিক নাকি ভুল। আর তার সাথে মিশে ভালোভাবে জেনে তারপর সম্পর্কে জড়ানো উচিত৷ তা না হলে একটু ভুল সিদ্ধান্তের কারণে, একটু ভূল সম্পর্কের কারণে সারা জীবন আফসোস করা লাগতে পারে৷ তাই এই বিষযে একটু বেশি সতর্ক থাকতে হবে।

কেউই চাই না নিজেদের সম্পর্কগুলো ভেঙে যাক আর প্রিয় মানুষগুলো কষ্টে থাকুক। তাই তাদের ভালো রাখার জন্য এবং নিজেও ভালো থাকার জন্য প্রিয় ব্যক্তিদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে এবং সম্মান করতে হবে। সর্বোপরি বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমে সম্পর্কগুলো আগলে রাখতে হবে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*