
প্রিয় এসএসসি পর্যায়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৃন্দ, তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের মধ্যে ভিত্তিক প্রশ্ন সমাধান প্রদান করা হচ্ছে। তোমরা যারা এই পোস্ট দেখছো তারা এই পোষ্টের নিচে গিয়ে তোমাদের অষ্টম অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। তাই তোমরা যখন তোমাদের পাঠ্য বইয়ের আলোর প্রতিফলন অধ্যায়টি পাঠ করা শেষ করবে তখন অধ্যায়ের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য আমাদের ওয়েবসাইটে সৃজনশীল প্রশ্ন এবং তার সাথে উত্তর তুলে দেওয়া হয়েছে।
পদার্থ বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়টির নাম হল আলোর প্রতিফলন। আমরা খুব সাধারণভাবে ভাবি যে, আমাদের চোখের আলোর মাধ্যমে আমরা সকল কিছু দেখতে পাই। কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি সম্পূর্ণ আলাদা বিষয়। বাইরের কোনো বিষয় বা বস্তুর আলো যখন আমাদের চোখে পড়ে তখন তা আমরা দেখতে পাই। যেমন রাতের অন্ধকারে কোনকিছু আলো আমাদের চোখে পড়ে না বলে আমরা কিছু দেখতে পাই না। আমরা পূর্বের অধ্যায়ে যেমন শব্দকে তরঙ্গ হিসেবে জানতে পেরেছি তেমনিভাবে অষ্টম অধ্যায় পাঠ করে আলোর প্রতিফলন অধ্যায়টি পড়ার মাধ্যমে আলোকে তরঙ্গ হিসেবে বুঝতে পেরেছি।
তবে পূর্বের অধ্যায়ের শব্দতরঙ্গ এবং আলোক তরঙ্গের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং এটি সম্পূর্ণ আলাদা মতামত। আমরা যখন কোন আয়নার সামনে দাঁড়িয়ে থাকি তখন আয়না থেকে প্রতিবিম্ব আলো আমরা দেখতে পাই। আবার যখন সমতল আয়নার সামনে না দাঁড়িয়ে অন্য কোন ধরনের আয়নার সামনে দাঁড়িয়ে অথবা গোলাকৃতির আয়নার সামনে দাঁড়ালে তখন সেটার প্রতিবিম্ব সম্পূর্ণ আলাদা যা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি না।
তাই আলোর প্রতিফলন জীবনে কিভাবে ঘটে এবং আলোর প্রতিফলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি তা জানতে হলে আমাদেরকে এই অধ্যায়টি পড়ে দেখতে হবে। আমাদের জীবনে বিভিন্ন আলোকীয় ঘটনার প্রভাব এবং এদের অবদান উপলব্ধি করতে অবশ্যই আলোর প্রতিফলন অধ্যায়টি পাঠ করা শেষে নিচের দেওয়া সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিন। নিচে আলোর প্রতিফলন অধ্যায়ের এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করা হলো।
( ক ) সমতল দর্পণ কী ?
( খ ) দর্পণের পেছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন ?
( গ ) চিত্র এঁকে দর্পণ থেকে PQ কতুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো ।
( ঘ ) প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে 1 এবং 2 নম্বর দর্পণের তুলনা করো ।
আলোর প্রতিফলন অধ্যায়টি পাঠ করা শেষে আপনারা অবতল উত্তল সম্পর্কে এবং প্রতিবিম্ব সম্পর্কে ধারণা পেয়েছেন। সেই আলোকে আপনারা নিচে গিয়ে আলোর প্রতিফলন অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উত্তর এর জন্য যে উদ্দীপক বা চিত্রভিত্তিক উদ্দীপক ব্যবহার করা হয়েছে তা দেখে নিয়ে নিচের প্রশ্নের উত্তর প্রদান করুন।
( ক ) প্রতিবিম্ব কাকে বলে ?
( খ ) দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন ?
( গ ) চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় করো ।
( ঘ ) PQ দর্পণে গঠিত প্রতিবিম্ব অবাস্তব চিত্রসহ ব্যাখ্যা করো ।
আলোর প্রতিফলন অধ্যায়ের তিন নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর উদ্দীপক সহ নিচে দিয়ে দেওয়া হল। একদল শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে পরীক্ষণের প্রথম পর্যায়ে একটি অবতল দর্শণের সামনে 2cm দৈর্ঘ্যের একটি কাঠি রাখায় পর্দায় এর 3.51 গুণ প্রতিবিম্ব দেখতে পেল । পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে পর্দায় এর 6 গুণ প্রতিবিম্ব দেখতে পেল ।
( ক ) বিবর্ধন কী ?
(খ) ভিউ মিরর হিসেবে সমতল দর্পণ না কেন ?
( গ ) পরীক্ষণের প্রথম পর্যায়ে কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো ।
( ঘ ) পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে কী কী পরিবর্তন করা হয়েছিল ?
Leave a Reply