
মুসলমানগন ইসলাম ধর্ম অনুসারে জীবন পরিচালনা করে । আর তাদের সমস্ত কার্যকলাপে তারা ইসলাম দ্বারা পরিচালিত । মূলত ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের যাবতীয় কর্মকাণ্ড ইসলামের মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করে । তাই তাদের নাম গুলো ইসলাম অনুসারে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে বাড়িতে যদি কোন ছোট বাচ্চা হয় , তবে সেই বাচ্চাটার নাম সবাই ইসলাম অনুসারে রাখার চেষ্টা করে । এজন্য অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় তারা ইসলামিক নাম খোঁজ করে। কিন্তু পছন্দমত নাম না পাওয়ার জন্য নাম রাখা নিয়ে অনেক সময় ভোগান্তির তৈরি হয়। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই তাদের নিজেদের নামের অক্ষরের সাথে মিল রেখে সন্তানদের নাম রাখতে চাই । আবার সেই নাম হতে হবে ইসলামিক । তখনই নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়।
কারণ নিজেদের নামের সাথে মিল রেখে ইসলামিক নাম বা সাহাবীদের নাম পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় । তাই আপনারা যেন খুব সহজেই আপনাদের নামের অক্ষর গুলো দিয়ে বিভিন্ন রকমের ইসলামিক নাম পেয়ে যান । অথবা সাহাবীদের নাম পেয়ে যান আর সেগুলো যেন খুবই চমৎকার অর্থের হয়। এজন্য আমাদের আজকের আর্টিকেলটি সাজিয়েছি আ অক্ষরটি দিয়ে সাহাবীদের অর্থসহ বিভিন্ন নামের মাধ্যমে। এখান থেকে আপনি খুব সহজেই এবং কোন ঝামেলা ছাড়াই আপনার পছন্দমত আ অক্ষর দিয়ে বিভিন্ন রকম সাহাবীদের নাম পেয়ে যাবেন । আর এই সকল নাম অনুসারে বাচ্চাদের নাম রাখতে পারেন, যে নামগুলো বাচ্চাদের রাখলে খুব চমৎকার লাগবে আর এই নামের উছিলায় আপনিও বেশ নেকী অর্জন করতে পারবেন। আপনার সন্তানও ইসলামিক নামের মাধ্যমে পরিচিত হতে পারবে।
কম বেশি সব মুসলিম পিতা-মাতায় তাদের বাচ্চাদের নাম ইসলাম অনুসারে রাখতে চায়। ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থই শান্তি তাই মুসলিম জাতি শান্তি প্রিয় হয় তবে তাদের ধর্ম যদি আঘাত হনা হয় তবে তারা কখনো চুপ করে থাকে না তাদের জীবন দিয়ে হলেও ধর্মকে রক্ষা করে এর বাস্তব উদাহরণ হচ্ছে সাহাবীরা সাহাবীরা ইসলাম ধর্ম অনেক সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত কারণ তারা নিজেদের জীবন পরিচালিত করেছে ইসলাম দ্বারা ইসলামিক রীতি-নীতি দ্বারা তারা যাবতীয় কাজকর্ম করত তারা যদিও সাধারণভাবে জীবন যাপন করত কিন্তু ইসলাম পরিচালনার ক্ষেত্রে তারা ছিল অসাধারণ ইসলামের ক্ষেত্রে তারা কাউকে কোন ছাড় দিত না কোন শত্রু যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলতো তবে তারা তা রুখে দাঁড়াতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত ইসলাম ধর্মের অসম্মান তারা কোন অবস্থাতেই হতে দিত না যেহেতু তারা ইসলামকে ভালোবেসে ইসলামের জন্য জীবন অতিবাহিত করেছে এবং শেষ পর্যন্ত ইসলামকে বিশ্বাস করে থেকেছে এজন্য ইসলাম ও তাদেরকে মর্যাদা দান করেছে সম্মানিত করেছে
ইসলাম এমন একটি ধর্ম এই ধর্ম যে সুন্দরভাবে পালন করবে এবং নিজের জীবনকে সে ধর্ম অনুসারে পালন করবে সে অনেক মর্যাদার অধিকারী হবে সে যেমন দুনিয়াতে শান্তির লাভ করবে সম্মান লাভ করবে তেমনিভাবে পরকালের মুক্তির জন্য সে লাভ করবে সে পরকালে মুক্তি লাভ করবে জান্নাতে প্রবেশ করতে পারবে তাকে যেমন আল্লাহ ভালোবাসা তেমনি তাকে রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম অনেক ভালোবাসে তাই সে অনেক বেশি সম্মানিত হয় আর সাহাবীরা এমনই মানুষ ছিলেন এজন্য তো ইসলামিক ব্যক্তিরা মুসলিম ব্যক্তিরা তাদের নামগুলো সাহাবীদের নাম অনুসারে রাখতে চাই কেননা তারা মনে করে যে বাচ্চাদের নাম যদি সাহাবীদের নাম অনুসারে রাখা হয় তবে আল্লাহ এবং রাসূল খুশি হবে আর সেই বাচ্চার উপর রহমত ও বরকত নাজিল করবে ।নিচে কিছু আ অক্ষর দিয়ে অর্থসহ নাম দেওয়া হলো: আকিব অর্থ অনুগামী, আকিল অর্থ বুদ্ধিমান, আরাফ অর্থ হাইটস।
Leave a Reply