প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ওয়েবসাইট থেকে তোমরা উৎপাতের পরিচিত হতে চাই এর ইংরেজি অর্থ এবং এই প্রবাদের সঠিক অর্থ জেনে নিতে পারবে। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা শুধু পরীক্ষায় পাশ করার জন্য প্রবাদ প্রবচন এর ইংরেজি অর্থ পড়ে পরীক্ষায় উত্তর করে। কিন্তু প্রবাদ প্রবচন এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রবাদ প্রবচন সৃষ্টি হয়েছে এবং এই প্রবাদ-প্রবচন একজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে একজন মানুষ যেমন বাস্তবিক জীবনে চলার ক্ষেত্রে সাধারণ তথ্য সংগ্রহ করতে পারে তেমনি এর মধ্যে লুকায়িত আছে সফলতার মূলমন্ত্র।
তাছাড়া জীবনে ভালোভাবে চলতে হলে এবং ভালোভাবে বাঁচতে হলে প্রবাদ-প্রবচন আমাদের জানতে হবে এবং প্রবাদ-প্রবচন থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাই আজকে তোমাদের জন্য উৎপাতের পরিচিত হতে চাই এর আসল অর্থ সম্পর্কে এখানে আলোচনা করা হলো এবং সেইসাথে নিচে গেলে তোমরা ইংরেজি ট্রান্সলেশন দেখতে পাবে। খুব সহজ একটি ঘটনা দিয়ে তোমাদের এখানে বুঝিয়ে দিতে চাই যে, ধরো, কোন এক ব্যক্তি তার কর্মস্থল থেকে কোন কাজের সুবিধা প্রদান করার জন্য জৈনক ব্যক্তির থেকে নির্ধারিত পরিমাণ টাকা ঘুষ খেলেন।
এদিকে যে ব্যক্তি ঘুষ খেলেন সেই ব্যক্তি তো অনেক খুশি যে তার কাছে আজকে অনেক টাকা এসেছে। তিনি মহানন্দে তার ছেলেকে একটি মোটরসাইকেল কিনে দিলেন। সেই ছেলে মোটর সাইকেল পেয়ে আনন্দে বাবাকে জড়িয়ে ধরল এবং মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়ে অ্যাক্সিডেন্ট করে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলো। সেই ছেলেকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে এবং সেই ছেলের অপারেশনের জন্য ডাক্তার একগাদা টাকা দাবি করে বসলেন। সেই ডাক্তার এত টাকায় দাবি করলেন যে সেই ব্যক্তির পক্ষে সেই টাকা বহন করা সম্ভব নয়। এদিকে ডাক্তার যে টাকা ইনকাম করছে সেই টাকা দিয়ে তার পরিবারের জন্য সুখ কেনার পরিবর্তে মানসিক অশান্তি কিনছে।
অর্থাৎ আপনি একটি টাকা যদি ইনকাম করেন এবং সেই টাকা যদি সৎ পথে না হয় তাহলে দেখবেন যে সেই ইনকামের টাকা এক সময় অসৎ পথে ব্যয় হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সৎ পথে ইনকাম সব সময় আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। আর অসৎ পথে আপনি যত কোটি টাকা ইনকাম করেন না কেন সেই টাকার কোনো মুহূর্ত নেই এবং সেই টাকা কারো কাছেই স্থির থাকে না। আর এ রকমই উদাহরণ সমাজে অহরহ রয়েছে।
= Ill got, ill-spent.
তাই আমরা যারাই এই সমাজে বসবাস করে তারা সব সময় সঠিক পথে চলাচল করবে এবং সৎ পথে যে ইনকাম করব সেটাই আমরা ব্যয় করার চেষ্টা করব। যেন আমাদের জীবনে উৎপাতের কড়ি চিৎপাতে না যায়।
Leave a Reply