
ভাজক কাকে বলে এটা প্রাথমিক বিদ্যালয়ের একটি বিষয়। তাই ভাজক কাকে বলে আপনারা যারা জানেন না তারা এই প্রশ্নের মাধ্যমে ভাজক কাকে বলে সেটা জেনে নিতে পারবেন এবং ভাজক নির্ণয় করার যে গণিতের সমস্যা তৈরি করা হয় তার সমাধান করার ক্ষেত্রে এদের সূত্র সংগ্রহ করে নিতে পারবেন। এখানে আমরা খুব সহজভাবে প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে, ধরুন, ৩০ একটি সংখ্যা। এই সংখ্যাকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে উত্তর হিসেবে পাবো 5। এক্ষেত্রে ৩০ সংখ্যা থেকে আমরা যে ছয় দিয়ে ভাগ করলাম সেই ছয় হচ্ছে ভাজক।
আর এখানে উত্তর হিসেবে যে পাঁচ পেলাম সেই পাঁচ হচ্ছে ভাগফল। আর যাকে ভাগ করা হলো অর্থাৎ 30 হচ্ছে এখানে ভাজ্য। তাহলে এ থেকে আমরা অন্তত এটুকু বুঝতে পারলাম যে কোন সংখ্যাকে ভাগ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় আবার যে সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায় তাকেই ভাজক বলা হয়। আর উত্তর হিসেবে যেটা পাই সেটা হল ভাগফল এবং অবশিষ্ট যেটা থাকে সেটা হল ভাগশেষ। আমরা মনে করি যে এত সহজ হয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের বুঝতে খুবই সুবিধা হচ্ছে।
তারপরও কেউ যদি ভাজক বুঝতে না পারেন কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমাদের সামনে ভাজক নির্ণয় করার সূত্র প্রদান করব। বিভিন্ন গণিত বইয়ের বিভিন্ন ধরনের সংখ্যা প্রদান করা হয়ে থাকে এবং উল্লেখ করার পরেও ভাজক নির্ণয় করতে বলা হয়। সেই ক্ষেত্রে ভাজক নির্ণয় করার সূত্র যদি আপনারা জানেন তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে। তাই ভাজক যদি নির্ণয় করতে চান তাহলে ভাজক সমান ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে।
যদি শেষে কোন ভাগশেষ থাকে তাহলে সেটা ভাজ্যের সঙ্গে বিয়োগ করে নিতে হবে এবং বিয়োগফলের সঙ্গে ভাগফল দিয়ে ভাগ করলেই ভাজক বের হয়ে আসবে। ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ভাজ্যের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করার দরকার নেই। এখানে সরাসরি ভাজ্যের সঙ্গে ভাগ ফল দিয়ে ভাগ করলেই ভাজক বের হয়ে আসবে। ভাজক নির্ণয়ের সূত্র হলো , ভাজক=(ভাজ্য-ভাগশেষ )/ভাগফল । প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই সত্যের ব্যবহার করে খুব সহজে যেকোনো ধরনের সমস্যার সমাধান বের করতে পারবেন।
Leave a Reply