আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের গুরুত্ব অনেক বেশি এবং রসায়ন এর উপর ভিত্তি করেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব সহজভাবে এবং দ্রুত গতিতে কোন কাজ সম্পন্ন করতে পারি। তাই যে সকল শিক্ষার্থী নবম শ্রেণীতে উঠে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে এবং রসায়ন বই নিয়মিত পাঠ করছে তাদের জন্য আমাদের ওয়েবসাইটের অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর প্রদান করা হচ্ছে। আজকে তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের রসায়ন ও শক্তি অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর নিচে প্রদান করা হলো।
রসায়ন ও শক্তি অধ্যায়টি পাঠ করলেই আমরা আমাদের আশেপাশের পদার্থ সম্পর্কে অনেক ধারণা অর্জন করতে পারবো এবং এই পদার্থ থেকে কিভাবে বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন হচ্ছে তা সম্পর্কে বুঝতে পারব। আমরা যখন কোন মোটরযানে চড়ে চলাফেরা করে তখন সেই মোটরযান তেল শক্তির ব্যবহার করে তা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছে। ফলে সেই মোটরযান চলমান হয় এবং আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারি।
আবার বিদ্যুতের কারণে আমরা বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে পারি এবং বৈদ্যুতিক পাখা ঘোরাতে পারে বলে বিদ্যুৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাই আমাদের মনে যদি এ ধরনের প্রশ্ন জেগে থাকে যে আসলে এই রসায়ন রাসায়নিক বস্তু গুলো কিভাবে বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের রসায়ন বইয়ের রসায়ন ও শক্তি অধ্যায়টি পাঠ করতে হবে। ইতোমধ্যে যারা এই অধ্যায়টি পাঠ করে ফেলেছে তারা নিচে গিয়ে তোমাদের অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নাও।
রসায়ন ও শক্তি অধ্যায়টি পাঠ করে তোমরা ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে জানতে পেরেছে এবং এর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের শক্তি এবং তার বিক্রিয়ার মাধ্যমে ব্যবহারিক শক্তি সম্পর্কে জানতে পেরেছো। তাই পাঠ্যবইয়ের রসায়ন ও শক্তি অধ্যায়টি পাঠ করার আলোকে তোমাদের জন্য নিচে সৃজনশীল 1 নম্বর প্রশ্ন এবং তার উত্তর প্রদান করা হলো।
( ক ) ইলেকট্রোপ্লেটিং কী ?
( খ ) তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন ?
( গ ) উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়া নয় ব্যাখ্যা করো ।
( ঘ ) শক্তি উৎপাদনে ( i ) ও ( iii ) এর বিক্রিয়া তুলনা করো ।
নিচে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন বইয়ের রসায়ন ও শক্তি অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হল এবং এই প্রশ্নের উত্তর তোমরা যখন করতে যাবে তখন মনে হবে যে এটা অত্যন্ত সহজ একটি অধ্যায় এবং প্রশ্নের উত্তর প্রদান করলে তোমাদের কোন বেগ পেতে হবে না।
( ক ) ধাতব পরিবাহী কী ?
( খ ) এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন ? ব্যাখ্যা করো ।
( গ ) পাশের কোষে অ্যানোড সংঘটিত বিক্রিয়াটি ব্যাখ্যা করো ।
( ঘ ) উদ্দীপকে সংঘটিত বিক্রিয়ায় তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তার যৌক্তিক ব্যাখ্যা দাও ।
তোমরা যদি তোমাদের রসায়ন ও শক্তি অধ্যায়টি পাঠ করে থাকো তাহলে রসায়ন বইয়ের নবম অধ্যায়ের তৃতীয় সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে পারবে। নিচে তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণ কোষ এবং গ্যালভানিক কোষ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবং সেই ভিত্তিতে তিন নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে হবে।
( i ) তড়িৎ বিশ্লেষণ কোষ ( ii ) গ্যালভানিক কোষ
( ক ) তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে ?
( খ ) পানির তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে সালফিউরিক এসিড যোগ করা হয় কেন ?
( গ ) ( i ) নং কোষের গঠন ব্যাখ্যা করো ।
( ঘ ) ( ii ) নং কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বিশ্লেষণ করো ।
Leave a Reply