তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? তাহাজ্জত নামাজ কোন ধরনের ইবাদত?

আমরা যারা তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল তা জানি না তাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে এই তথ্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা হবে। সাধারণত আমরা সুন্নত বলতে বুঝে থাকি যেগুলো নবী করীম (সাঃ) করতেন। তিনি যেগুলো করতেন সেগুলো আমরা যদি পালন করে থাকি অর্থাৎ তিনি যে সকল কাজ করতেন সবগুলো যদি আমরা পালন করে থাকে তাহলে সেগুলো আমাদের সুন্নত পালন করা হবে। তাই অনেকেই হয়তো মনে করে থাকেন নবী কারীম (সাঃ) তাহাজ্জুদের নামাজ আদায় করতেন বলে এটি সুন্নত ইবাদত।
কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইবাদত করেছেন যাতে মহান আল্লাহ পাক সপ্তম আসমান থেকে নেমে এসে বান্দাদের এই জিকির আযগার দেখতে পান এবং বান্দারা কি চাচ্ছে সে সম্পর্কে জানতে পারেন। তাই আপনি যখন তাহাজ্জুদের নামাজ সুন্নত নাকি নফল প্রশ্নের উত্তর জানতে চাইবেন তখন আপনাদেরকে বলব যে, তাহাজ্জুদ নামাজ আদায় করতেই হবে এমন কোন জায়গায় লেখা নেই।
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাকে ফরজ করা হয়েছে। তবে তাহাজ্জুদের ইবাদত ফরজ করা হয়নি এ কারণে যে এটি যদি করা হয় তাহলে অনেক মুসলমানের জন্য এটা পালন করা কষ্টকর হয়ে যাবে। তাই আপনি যদি পারেন এবং আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে এশার নামাজের পরে ঘুমিয়ে যাবেন এবং মধ্যরাতের পরে অথবা একটু আগে অথবা সেই সময় উঠে মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ আদায় করবেন।
এক্ষেত্রে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে এবং সেই হাদিসগুলো আমরা এখানে না তুলে ধরে একেবারে সাধারন আলোচনা করছি। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে মহান আল্লাহ পাকের নিকট কোন কিছু চেয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন। তাছাড়া এর মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে এবং ঘুমের মধ্যেও মহান আল্লাহ পাককে স্মরণ করছেন এবং তাঁর কাছে আপনার আরজিগুলো পেশ করতে পারছেন।
তাই তাহাজ্জুদের নামাজ আদায় করলে ভালো এবং এটি যদি কোন ভাবে আদায় না করতে পারেন তাহলে কোন সমস্যা নেই। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে তাহাজ্জুদের নামাজ আদায় করা একটি নফল ইবাদত। এটি যেমন নিজের জন্য ভালো তেমনি ভাবে আপনার মেধা ও মস্তিষ্ককে এবং অবদমিত মনকে নিয়ন্ত্রিত রাখার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে। তাই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই প্রতি রাতে দুই রাকাত করে ৮ রাকাত পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন এবং এক্ষেত্রে আপনি যতটুকু পারবেন ততটুকু ইবাদত বন্দেগী করবেন।