
রসুন সারা দুনিয়ায় ব্যবহৃত জনপ্রিয় একটি মসলা। রসুন লিলিয়াসি পরিবারের অ্যালিয়াম গনের বর্ষজীবী একটি উদ্ভিদ। রসুন অন্যান্য দেশে যেমন চাষাবাদ হয়ে থাকে ঠিক তেমনি আমাদের দেশেও চাষ হয়ে থাকে। তাছাড়াও পৃথিবীর অন্যান্য মহাদেশেও এর চাষ হয়ে থাকে। রসুন সর্বত্রই সহজেই পাওয়া যায়।
রসুনের এত গুন যে একে একটি প্রসিদ্ধ রসায়নে বলা হয়ে থাকে। আমাদের দেশে প্রাচীনকাল থেকে রসুন খাওয়ার এবং ঔষধ রূপে রসুন ব্যবহার করবার প্রচলন রয়েছে। তাই রসুনের সাথে আমরা ছোট থেকেই সম্পৃক্ত। এ মসলাটি আমরা সবাই চিনি। গ্রীস আর আরব দেশে প্রাচীনকাল থেকে রসুন খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহার করা হতো।
আপনারা অনেকেই জানতে চেয়েছেন রসুন খেলে কি হয় সেই সম্পর্কে। আজকে আমরা শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নতুন একটি আর্টিকেল যার মাধ্যমে আমরা আরো আলোচনা করব রসুন সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো। আপনারা যদি আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে খুব সহজেই জেনে নিতে পারবেন রসুন খেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো।
রসুনের উপকারিতা
রসূলে রয়েছে বিভিন্ন রকমের উপকারিতা। রসুনের মূলে তীক্ষ্ণ পাতায় তিক্ত ডাটায় বানালে বা সাতের ডাটা কসাই ডাটার ডগায় বা নালগ্রহের লবণ আর কলিতে মধুর রস রয়েছে।। এভাবে দেখতে গেলে রসুনের পাঁচটি রস আছে শুধু অম্ল রস নেই। রোগ আরোগ্যের জন্য রসুন খুবই উপকারী একটি মসলা।
এর অনেক গুন আছে বলে প্রাচীন আসার জেরা রসুনকে অমৃতের সমান বলেছেন। কথিত আছে গরুর যখন ইন্ত্রের আলোয় থেকে অমৃত অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন তার ঐ কয়েকটি বিন্দু পৃথিবীর মাটিতে পড়ে রসুনের উৎপত্তি হয়েছে। রসুনের এত গুণ। শরীরের শব্দ ধাতুকে প্রশ্ন করে বলে রসুনকে আয়ুর্বেদে রসায়ন বলা হয়েছে।
রসুনের তেলের মালিশ বাত এবং প্যারালাইসিস এর পক্ষে ভালো কাজ করে থাকে। বায়ু রোগের ওষুধের চেয়ে ভালো ওষুধ অন্য কিছু হতে পারে না। বায়ু রূপে রসুন অত্যন্ত ভালো কাজ করে থাকে। রসুনের মধ্যে বায়ুর প্রকোপ মাস করবার শক্তি রয়েছে। রসুন আমরা প্রায় প্রতিদিনই নানান রকমের সবজি মাছ মাংসের সাথে খেয়ে থাকি। রসুন ছাড়া যেন খাবারগুলো একেবারেই বে সাদ এ পরিণত হয়। এছাড়াও আপনাদের যাদের বাতজনিত ব্যথা রয়েছে তাদের জন্য রসুন খুবই উপকারী একটি খাবার।
গাওয়া ঘি এর সঙ্গে দুই থেকে তিন কোয়া রসুন বাটা খেতে হয়। বাত ব্যথার জন্য। এছাড়াও পাঁচ থেকে সাত ফোটা রসুনের রস ঘিয়ে মিশিয়ে খেলে হয়। সরষের তেলে রসুন ভেজে সেই তেল মালিশ করলে বাতের যন্ত্রণা অনেকাংশেই কমে যায় এবং অনেক আরাম পাওয়া যায়। এরকম আরো বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে রসুন খাওয়ার মাধ্যমে। এছাড়াও পেটের অসুখেও রসুন অনেক উপকারী। শিশুদের স্বাস্থ্য হানি রোধে শিশুর গায়ে মাংস লাগাতে চাইলে ভাতের সঙ্গে টাটকা এক থেকে দুই কোয়া রসুন কিছুদিন খাইয়ে দেখুন। এতে করে শিশুর স্বাস্থ্য হানি কমে যাবে। এবং শিশুর ওজনও বেড়ে যাবে।
রসুন খাওয়ার অপকারিতা
প্রত্যেকটি জিনিসের যেরকম উপকারিতা রয়েছে ঠিক সেরকমই কিছু কিছু জিনিসের অপকারিতা রয়েছে। অধিক পরিমাণে কোন কিছুই ভালো না। বেশি বেশি কাঁচা রসুন খেলে রক্ত পাতলা হয়ে যেতে পারে। ইন্টার্নাল ব্লিডিং হতে পারে ত্বক বার্ন হতে পারে হজমে সমস্যা দেখা দিতে পারে।
সর্বোপরি একটা শতাব্দি প্রাচীন কথা মনে রাখবেন বলে গেছেন অতিরিক্ত যে কোন কিছুই বিষ। অর্থাৎ আমরা কখনোই অতিরিক্ত কোন কিছু খাব না। ঠিক তেমনি কাঁচা রসুন বুঝেশুনে স্বাভাবিক মাত্রায় খেতে হবে অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে। তবে হ্যাঁ রসুন রান্নার মাধ্যমে খেলে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই রসুন দিয়ে আমরা অনেক রকমের রান্না করে খেতে পারি। এতে করে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
Leave a Reply