৯ম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২০
নবম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন সমাধান

নবম শ্রেণির বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে।
বৈশ্বিক মহামারী কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার পরিবর্তে বিভিন্ন অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হচ্ছে। আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট গুলো পাবেন। নিচে নবম শ্রেণির বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট তুলে দেওয়া হল।
বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা বর্তমানের রোগথেকে সহজেই সুস্থতা লাভ করতে পারি। বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে এখন সহজেই রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে এবং সে অনুসারে রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে৷
বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ এখন আর মারা যাচ্ছে না বরং সঠিক চিকিৎসা সেবা নিয়ে সহজেই তা নির্মূল করতে পারছে এবং সুস্থ জীবন লাভ করতে পারছে। এজন্য আমরা বিজ্ঞানের কাছে সবসময়ই কৃতজ্ঞতা স্বীকার করি।
এখানে যা যা পাবেন
নবম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন সমাধান
শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট করল কিন্তু তাতেও তার শীত কমলো না। অথচ তিন মাস আগেও একটি মাত্র শার্ট পড়ে সেই স্কুলে যেত।
- ক) এসিডের সঙ্গা দাও?
- খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
- গ) উদ্দীপকের II) নংবিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।
- ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।
২/ নাইলনকে নল সেলুলোলিজ তন্তু বলা হয় কেন?
৩/ শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো।
৪/ উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো।
শান্তর যে ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা
উদ্দিপকের আলােকে শান্তর ভিন্ন ধরণের অনুভূতি হওয়ার কারন বিশ্লেষণ কর
2nd Week Class 9 Science Assignment Answer
1st Assigned Work
১/ স্ফুটনাঙ্ক কাকে বলে প্রশ্নের উত্তর।
যে তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্পীয় চাপ এক বায়ুমণ্ডল (1 atm ) চাপের সমান হয় এবং তরলটি বুদবুদসহ ফুটতে থাকে,
২/ কৈ মাসের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কারণ নিচে ব্যাখ্যা করা হয়েছে।
৩/ খোকনের বি এম আই নির্ণয় করা হলো।
৪/ উদ্দীপককে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো।