সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২০ – ডাউনলোড করুন ক্লাস সেভেনের গণিত এসাইনমেন্ট উত্তর
৭ম শ্রেণীর গণিত এ্যাসাইনমেন্ট

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমাধানের উপর ভিত্তি করেই পরবর্তী ক্লাসের রোল নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন মাউশি। অধিকাংশ স্টুডেন্টের কাছে ব্যাপারটি রীতিমতো একটি ভয়ের বিষয়।
কারণ একে তো তারা অটোপাশের অপেক্ষায় ছিলো। তার উপর শিক্ষকদের শাসন না থাকায় অনলাইন ক্লাসে তারা মনোযোগী হতে পারেনি। যতটা মনোযোগী থাকতো শিক্ষকদের সান্নিধ্যে থাকা একই ক্লাসরুমে বসে ক্লাস করাতে।
যাইহোক হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী অ্য সাইনমেন্টের সমাধান করতে পারলেও অধিকাংশ শিক্ষার্থী কে অনেক দৌড়ঝাঁপ করতে হবে এই অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে।
সার্বিক ব্যাপার বিবেচনা করে আমরা অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। এই অংশে আমরা প্রকাশ করছি সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান, ইতোমধ্যেই বাংলাদেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রথম ও দ্বিতীয় অ্যাসাইনমেন্ট পৌঁছে গেছে।
পর্যায়ক্রমে সকল অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কিছু কিছু শিক্ষার্থী ব্যতিরেকে অধিকাংশ স্টুডেন্ট গণিত সাবজেক্টটা অনেক ভয় করে। উপরন্তু তোমাদের মাঝে অ্যাসাইনমেন্টের ভীতিও কাজ করছে।
কারণ অ্যাসাইনমেন্টের বিষয়টি তোমাদের কাছে নতুন একটি বিষয়। সবকিছু বিবেচনা করে আমাদের ওয়েবসাইটে তোমাদের সহায়ক হিসেবে প্রকাশ করছি সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান।
অতি সহজেই এবং নির্ভুল সমাধান পেতে চাইলে তোমরা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে করোনা পরিস্থিতিতে পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে।
অর্থাৎ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে তোমাদের যেমন মূল্যায়ন করা হতো এই পরিস্থিতিতে অ্যাসাইনমেন্ট সমাধানের উপর ভিত্তি করে তোমাদের ফলাফল দেওয়া হবে।
সুতরাং অ্যাসাইনমেন্ট সমাধান বিষয়টি অবহেলায় নিলে তোমাদের সেভাবেই মূল্যায়ন করা হবে। সুন্দর ভাবে অ্যাসাইনমেন্ট সমাধান করতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে পারো, আমরা আশা করছি তোমাদের জন্য আমাদের এই সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান টি অনেক ফলপ্রসূ হবে। ধন্যবাদ সবাইকে।
এখানে যা যা পাবেন
সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট সমাধান














চিত্রে, BA ও CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল।
(ক) ∠BAC ও ∠ACE এর মধ্যে সম্পর্ক লিখ।
(খ) দেখাও যে, ∠BAC + ∠ABC = ∠ACD।
(গ) প্রমাণ কর যে, ∠ABC + ∠BCE = দুই সমকোণ।
২। একটি ত্রিভুজের দুইটি বাহু a = 3:2 সে:মি:, b = 4:5 সে:মি: এবং ∠B = 30°
(ক) ∠B এর সমান একটি কোণ আঁক।
(খ) একটি ত্রিভুজ আঁক যার দুইবাহু a ও b এবং এদের অন্তর্ভূক্ত কোণ <B এর সমান হয়।
(গ) এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং ∠B এর বিপরীত বাহু a হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?
২। “ক” এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে “ক” এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে?
৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?
৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে?
৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে?
৬। x = -2, y = 3 হলে (3x – 2y) থেকে (-2x – 3y) এর বিয়ােগফলের মান কত?
৭। (7x – 3) এবং (7x + 5) এর গুণফল কত?
৮। 2a2 – 7ab + 6b2 কে 2a – 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
৯। 2 [6 – 3{ -2 (4 – 3 )}] এর সরল মান কত? ১০। x4 -7×3 + 2x – 11 রাশিটির x3 এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়ােগফলের মান কত?