সেন্টি খাওয়া মানে কি? বাঙ্গালী সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট মানে কি?

বাঙ্গালী সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট মানে কি? সেন্টি খাওয়া মানে কি?

এখানে বাঙ্গালীদের কমন ৫৪ টি সেন্টিমেন্ট তুলে ধরা হয়েছে। প্রতিটি বাক্যের অর্থ বুঝতে হলে গভীর জ্ঞান থাকা লাগবে। শ্রদ্ধেয় শিক্ষক Taimur Hossain এর টাইমলাইনে পোস্ট করা সব সেন্টিমেন্ট একত্রে তুলে ধরার চেষ্টা। আশা করবো ভালো লাগবে।

সেন্টিমেন্ট মানে কি?

sentiment [সেন্‌টিম্যান্‌ট্] /noun/ অনুভূতি ; রস ; ভাবপ্রবণতা

বাঙ্গালী সেন্টিমেন্ট

1: দুনিয়ার সবাই পাবলিক খালি আমি ছাড়া।

2: সবাই চরমভাবে পুরুষ হতে চায়, এমনকি নারীরাও!

3: সবার পূর্বপুরুষ নিঃসন্দেহে জমিদার ছিলো!

4: আমরা সবাই মধ্যবিত্ত!

5: সবাই নিজে নিজে ইন্টেলিজেন্ট, বাকীরা বোকাচোদা!

6: চরম নিঃরস লোকটিও, নিজের সেন্স অব হিউমার নিয়ে ভীষণভাবে গর্ববোধ করেন!

7: জ্ঞান বিতরণে অকৃপণতা আমাদের জন্মগত বদন্যতা!

8: কেউ উপকার করলে, উপকরীকে হেয় করা, হীন করা এবং উপকারটি অর্থহীন বলে প্রচার করা, আমাদের প্রথম ও একমাত্র এজেন্ড।

9: প্রভূভক্তি আমাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। পেশাদারী ও অপেশাদারী জীবনে আমরা তা যতেচ্ছা, প্রয়োজন ছাড়াই প্রয়োগ করি!

10: অন্যকে হেয় করার মধ্যে আমাদের সকল সুখ নিহিত থাকে।

11: আড্ডা অবসরে অন্যের ত্রুটি বিশ্লেষণ আমাদের একমাত্র বিনোদন!

12: বড় পদে পরিবারের কেউ থাকলে, সব সদস্য অন্য কর্মকর্তাদের অধস্তন বলে বিবেচনা করেন।

13: প্রবাসী হতে পারলে দেশের প্রচলিত সব নিয়মকানুন হাস্যকর মনে হয়।

14: জীবিত মাতা-পিতার প্রতি আচরণ যাইহোক। তাদের কবরকে আমরা জীবন দিয়ে সমীহ করি।

15: বেশিরভাগ বাঙ্গালী মুসলমান কেবল জুম্মার নামাজ আদায় করে, নিজেকে ইসলামী উম্মার অন্যতম ঝান্ডাধারী বলে প্রচার করতে চান।

16: দেশে কোন চিকিৎসক নেই, প্যাথলজী ভূয়া রিপোর্টের সূতিকাগার, এটা প্রমাণ করতে পারলে- অনেকে আনন্দে উদ্বেলিত বোধ করেন।

17: সবাই আসাধারণ, সাধারণ মানুষ তাই মিউজিয়ামে/চিড়িয়াখানায় খোঁজার জন্তু।

18: সবকিছুর মধ্যে অলৌকিকতা খোঁজা আমাদের কৌতুহলী মনের একমাত্র খোড়াক। নাটকীয়তা তাই বাঙ্গালীর মজ্জাগত বৈশিষ্ট্য!

19: পরশ্রীকাতর বাঙ্গালী যতদূরে যাক, কখনও চিন্তার সীমাবদ্ধতা ভাঙতে পারে না।

20: অনুমান নির্ভর গুজবে বাঙ্গালী থ্রিলারের আনন্দ পায়।

21: বাংলা/ইংরেজী কোন ভাষায় একপ্যারা শুদ্ধ লিখতে না পারলেও, আমরা শিক্ষিত।

22: কোন সুবাদে একটা চাকুরী ম্যানেজ করে, গাড়ি হাঁকাতে পারলে, মনে করে- সে জাতে উঠেছে!

23: নিজের সক্ষমতা যাইহোক, অন্যের হাঁড়ীর খবরে বাঙ্গালী চিরদিন কৌতুহলী।

24: নিজের যোগ্যতা থাকুক বা না থাকুক, অন্যের চরিত্রহননে আমরা পাশবিক আনন্দ খুঁজে পাই।

25: কোন চিন্তার গভীরে যাওয়া আমাদের চেতনার পরিপন্থী, তাকে গাজাখোঁরী শিরোপা দিয়ে সবাই মুক্তি খোঁজে।

26: কখনও নিজের দিকে না তাকিয়ে অন্যের কাঁসুন্দি ঘেঁটে, আমরা পরিতৃপ্তির ঢেঁকুর তুলি।

27: গাজাখোঁর বাঙ্গালী মদ্যপ প্রতিবেশীর দিকে করুণার দৃষ্টিতে তাকান। মনে মনে নিজেকে উত্তম ভেবে, গর্ববোধ করেন!

28: চোরের দৃষ্টিতে সবাই চোর, মাতালের দৃষ্টিতে সবাই মাতাল!

28: হংস আর কংসর বন্ধুত্ব শুরুতে ভালই হয়, কিছুদিন পর আন্ডার ভাগাভাগি নিয়ে শুরু হয় মল্লযুদ্ধ!

29: সামনে না এসে, পেছন থেকে আগডুম-বাগডুম করা, আবহমান বাঙ্গালীর ঐতিহ্য।

30: নিরবতা যে একটি প্রতিবাদ এটা বুঝতে আমাদের আরও এক মিলেনিয়াম অপেক্ষা করতে হবে!

31: অন্যের বেতন জিজ্ঞেস করা যে একধরনের আশালীনতা, এটা বোঝার জন্য দরকার আরও সহস্রাব্দ।

32: নাপিতের দোকান গুজব সৃষ্টির সূতিকাগার। কারণ একটা কথা শুনে যাচাই না করে, তা প্রচার করায় বাঙ্গালীর প্রধান ধর্ম!!!

33: ঈর্ষায় বাঙ্গালী অতুলনীয়, অপ্রয়োজনে অন্যের নামে বিষোদগারে তাদের মারাত্মক আসক্তি!!!

34: বাঙ্গালী শহরে গেলেও গ্রামীণ ভিলেজ পলেটিক্স তার ডিএনএ ম্যাপে, একটি স্থায়ী ক্ষত!

35: কম কৌতুহল বুদ্ধিজীবীর একমাত্র নমুনা, এমনটাই বাঙ্গালী বিশ্বাস!

36: আর কোনভাবে না পারলে, চরিত্রহনন করে বাঙ্গালী প্রতিপক্ষকে টেনে নামাতে চায়!

37: অপকর্মের ব্যাপারে বাঙ্গালীর আপত্তি নেই, কিন্তু অপকর্মের অংশীদার না করলে তার নিদারুণ আপত্তি!

38: হাসিমুখ আমাদের কাছে বোকা বোকা লাগে!

39: সর্বশেষ খবরটাই আমাদের কাছে ব্রেকিং নিউজ!

40: দুইজন বাঙ্গালীকে একঘরে ঢুকিয়ে দিলে, দশ মিনিট পরে তারা আজন্মের শত্রু হয়ে বেরিয়ে আসবে!

41: কেউ কারও বন্ধু হলে, আমরা মনে করি অন্য কেউ তার আর বন্ধু হতে পারবে না। কারণ, আলু-পটলের মতো ভালোবাসার যোগানও সীমিত!

42: ইসলামের বানিজ্যিক ব্যাবহার বাঙ্গালীর প্রথম ব্যানিজ্যিক কৌশল!

43: বাঙ্গালী ভাঙ্গবে আবার মচকাবেও, কিন্ত, জনসমুখ্যে এমন ভাব করবে কিছুই হয়নি।

44: বাংলা ছবির কমন নাম- ‘স্বামী কেন আসামী।’-চ্যাঙ্কিপান্ডে সাংবাদিকদের কইছে, The Husband come from Asam!

45: বাঙ্গালী শুধু রেকর্ড গড়ে, আর, রেকর্ড ভাঙে।

46: প্রগতিশীল বাঙ্গালী সমাজ মুখে যাই বলুক, পুরুষসন্তান জন্মের খবর শুনে মনে মনে তৃপ্তিবোধ করেন।

47: মানবজন্মে ডাক্তার-ইঞ্জিনিয়ার না হতে পারলে, ইহকাল পুরাই বৃথা!

48: বাঙ্গালীর দিনকাল সবসময়ই খারাপ, কখনও ভাল হয় না।

49: ঘুষ না খাইলে, অথবা চুরি-চামারি না করলে কেউ বড়লোক হতে পারে না।

50: নিজের অবস্থান নয়, অন্যের সুখ-সাফল্য আমাদের বেশী কষ্ট দেয়।

51: প্রতিপক্ষ সম্পর্কে বাঙ্গালী ভাবনা-ও পড়তেছে- কিন্ত পাশ করতে পারবে না, পাশ করছে- চাকুরী পাবে না, চাকুরী পাইছে-বেতন পাবে না!

52: সৌন্দর্যের জন্যে নয়, কেবল, ভোটের সংখ্যা দিয়ে সমুদ্র সৈকত কিংবা সুন্দরবন পৃথিবীর সপ্তওয়ান্ডারফুল বিউটির অংশ হতে পারে! এটিই আমাদের মূল্যবোধ!

53: সুবিধাজনক স্থানে আশ্রয় খোঁজা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। তাই বেশীরভাগ মানুষ সবসময় একটা দলই করেন। আর সেটি হচ্ছে, ‘সরকারী দল’/ মানে ‘কিংস্ পার্টি’!

54: এদেশে সব মানুষ বিনয়কে দুর্বলতা মনে করে, আর, বদমেজাজকে ভাবা হয় ব্যক্তিত্ব!

সেন্টি খাওয়া মানে কি

আমাদের ব্যবহার করা senti অর্থ কিন্তু অস্থির হওয়া বোঝায়।খাওয়া একটি বাংলা শব্দ যার অর্থ খাবার গিলে ফেলা।তাহলে সেন্টি খাওয়া শব্দের পূর্ণ ভাবার্থ অর্থ করলে দাড়ায় অস্থির হওয়া,আবেগতাড়িত হওয়া।

কেউ কোন কিছু বললে যখন আপনার ইমোশনে হিট করে কিংবা আপনি ‘মাইন্ড’ করে বসেন ; ওটাকেই সেন্টি খাওয়া বলে।সেন্টি শব্দটি এসেছে Sentimental শব্দ থেকে, যার অর্থ ভাবপ্রবণ, ভাবালু।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*