কি খেলে ইয়াবার নেশা কাটে

কি খেলে ইয়াবার নেশা কাটে

ইয়াবার নেশা একজন মানুষের জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। ইয়াবা হচ্ছে একটি ভয়াবহ ধরনের মাদক। আকারে ছোট ও বহন করতে সুবিধা হওয়ায় এটি বর্তমান সময়ে জনপ্রিয় একটি দেশদ্রব্য হিসেবে পরিচিত। তবে এটা হচ্ছে নিশ্চিত মরণের এক পথ। হাজারো তরুণ এই সমাজে বিপদগ্রস্ত হচ্ছে এই ইয়াবার মাধ্যমে। ইয়াবার রয়েছে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া এটি শরীরের উপর ভীষণভাবে ক্ষতিকর প্রভাব ফেলে।

আপনারা অনেকেই জানতে চেয়েছেন কি খেলে ইয়াবার নেশা কাটে। সাধারণত ইয়াবার নেশা কাটানো খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। তবুও আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা আজকে আমাদের আর্টিকেলের মাধ্যমে আলোচনা করতে এসেছি কি খেলে ইয়াবার নেশা কাটে সে সম্পর্কে।

ইয়াবা সেবনে যেসব ক্ষতি হয়

আমাদের সমাজে যারা ইয়াবা সেবন করে তাদের যে সমস্ত ঝুঁকিপূর্ণ ক্ষতি হয় সেগুলো সম্পর্কে আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব।

নিয়মিত ইয়াবা সেবন: যারা নিয়মিত ইয়াবা সেবন করে থাকে তাদের মস্তিষ্কের রক্তক্ষরণ নিদ্রাহীনতা খিচুনি মস্তিষ্ক বিকৃতি রক্তচাপ বৃদ্ধি ও স্বাভাবিক হৃদস্পন্দন হার্ট অ্যাটাক ঘুমের ব্যাঘাত কিডনি বিকল চিরস্থায়ী যৌন অক্ষমতা ফুসফুসে টিউমার ও ক্যান্সার হতে পারে। এরকম আরো অনেক ক্ষতিকারক এবং ঝুঁকিপূর্ণ সমস্যা রয়েছে ইয়াবা সেবনের জন্য। এছাড়াও দীর্ঘদিন ইয়াবা সেবনের পর যারা হঠাৎ করেই ইয়াবাস সেবন ছেড়ে দেয় তখন এর অভাবে সৃষ্টি হয় হতাশা ও আত্মহত্যার প্রবণতা।

ক্ষুধা কমে যাওয়া ,বমি ভাব ও ঘাম:

ইয়াবা খেলে সামরিক আনন্দ ও উত্তেজনা হলেও অনিদ্রা, খিটখিটে ভাব ও আগ্রাসি প্রবণতা, ক্ষুধা কমে যাওয়া ও বমি ভাব, ঘাম, কান মুখ লাল হয়ে যাওয়া এবং শারীরিক সংগের ইচ্ছা বেড়ে যাওয়া প্রভৃতি লক্ষণগুলো সাধারণত দেখা যায়।

জীবনশক্তির হ্রাস

ইয়াবা সেবনে যৌবন ও জীবনশক্তি হ্রাস পেতে থাকে। ইয়াবা সেবনকারীদের দাম্পত্য জীবন চিরতরে চিহ্নিত হয়ে যেতে পারে। ইয়াবা সেবনকারীদের নার্ভ বা স্নায়ু গুলো দুই থেকে তিন বছরের মধ্যেই সাধারণত অচল হয়ে যায়। যেহেতু ইয়াবা সেবনকারীরা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে স্বাভাবিকভাবে তারা মানসিক রোগে আক্রান্ত হতে পারে এর কারণে। অস্থিরতার কারণে তারা যেকোনো অঘটন ঘটাতে পারে।

কিভাবে ইয়াবার নেশা কাটানো যায়

আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কিভাবে যাবেন নেশা কাটানো সম্ভব সে সম্পর্কে কিছু তথ্য।

১. একজন ইয়াবা খায়, বন্ধুরা খায় বলে বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তাহলে তাকে যেটা করতে হবে তা হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে কিছুদিনের জন্য থাকতে হবে। অবশ্যই যেখানে গিয়ে থাকবেন সেখানে রেস্ট্রিকশন বেশি থাকতে হবে।

২. মোটা থেকে শুকনা হওয়ার জন্য অনেকেই ইয়াবা সেবন করে থাকেন। এটা একটা ভুল ধারণা যে ইয়াবা খেলে শুকনা হবে। ইয়াবা ক্ষুদা দূর করে দেয় একটা লিমিটেড সময় পর্যন্ত। তারপর ক্ষুধা আরো বেশি লাগবে। খাবেও বেশি। তবে হ্যাঁ না ঘুমানোর কারণে আপনাকে রোগা দেখা যাবে আপনাকে দেখেই মানুষ বুঝবে আপনি সারারাত জেগে থাকেন। এটার থেকে বাঁচার উপায় জিমে এডমিট হন। প্রথমদিকে একটু কষ্ট হবে কিন্তু পরে ভালো লাগবে।

৩. সেক্সের প্রবলেম: আমাদের দেশে অনেক পুরুষ রয়েছে যারা সেক্সের প্রবলেম এ ভুগছে। এক্ষেত্রে অনেকেই বিশ্বাস করেন যে ইয়াবা খেলে অনেকক্ষণ সেক্স করা যায়। তবে এটি সম্পূর্ণই ভুল ধারণা। এটা প্রত্যেক ছেলেদের জন্য সত্য যে প্রথম অবস্থায় ছেলেদের নিজের উপর কন্ট্রোল আসে না। যা বিয়ে করার পর চলে আসে। সুতরাং বিয়ে বাদে যে সেক্স করা হয় ওটা বাদ দিয়ে বিয়ে করুন।

আশা করি আপনারা যারা আমাদের আর্টিকেলটি পড়েছেন তারা ধারণা করতে পেরেছেন কিছু কিছু অভ্যাস বদলানোর মাধ্যমে আমরা ইয়াবার নেশা কাটাতে পারি। ভালো কিছুর জন্য কখনোই খারাপ কিছু বেছে নেওয়া ঠিক নয়। ভালো কিছুর জন্য কঠিন কিছু বেছে নিতে হবে কারণ কঠিন কিছু জয় করতে পারলেই ভালো কিছু অর্জন করা সম্ভব।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*